আসসালামু আলাইকুম
এবং হিন্দু ভাইদের জানাই আদাব।

আপনারা কেমন আছেন?
আশা করি ভাল আছেন।

কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।

আজ যে বিষয় নিয়ে আলোচনা করব,
সবাই হয়ত বুঝে গেছেন টাইটেল দেখে।

শুরু করার আগে কিছু কথাঃ

পোস্ট ভাল লাগলে ভাল কমেন্ট করবেন,এবং খারাপ লাগলে এড়িয়ে যাবেন,একজন অথোর জানে যে পোস্ট করতে কত ঝামেলা পোহাতে হয়

এবার শুরু করা যাক

আজ দেখাব কিভাবে আপনি এক ভিডিও এর সাথে আরেক ভিডিও যোগ করবেন।
এটা বিষেষ করে যারা ইউটিউব এ কাজ করতে চাচ্ছেন ও করছেন তাদের জন্য উপকারী।

প্রথমে নিচ থেকে এন্স টি ডাউনলোড করুন

Powedirector

এবার ওপেন করুন।
তার পর এখানে ক্লিক করুন

এবার ভিডিও এর নাম দিবেন
না দিলেও হবে,তার পর এখানে ক্লিক দিন

তার পর ভিডিও আসলে যারা ইউটিউব এ কাজ করেন ইন্ট্রো আগে সিলেক্ট করবেন।
এবং যারা ভিডিও যোগ করবেন তারা প্রথম ভিডিও সিলেক্ট করুন

তার পর যে ভিডিও সিলেক্ট করবেন সেখানে গিয়ে এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন।
ভিডিও প্লে হবে

তার পর এখানে ক্লিক করুন

তার পর প্রথম ভিডিও শেষ হওয়ার পর পরে যে ভিডিও আসবে ওটা আগের নিয়মে সিলেক্ট করুন

তার পর দেখুন এড হয়ে গেছে ভিডিও।
এবার ভিডিও সেভ করে নিন।

কেউ ভালভাবে না বুঝলে নিচের ভিডিও টি দেখুন

সবাইকে ধন্যবাদ।

4 thoughts on "দেখে নিন কিভাবে এক ভিডিও এর সাথে আরেক ভিডিও জোড়া লাগাবেন [ নতুন ইউটিউবার রা ও দেখুন]"

  1. Ronnie Contributor says:
    ব্রো, ভিডিও কোয়ালিটি কেমন থাকবে?
    1. Minhaj1122 Contributor says:
      ami use kori ai apps full hd hoy
  2. TrickBDLover ((Mikel)) Contributor says:
    আমি মানসম্মত ৭ টা পোস্ট করছি কিন্তু এখনও​ Author হতে পারলাম না

Leave a Reply