উপকরণসমুহ : মগভর্তি পানি, একটি সুঁচ ও একটুকরো টিস্যু পেপার।
ধাপসমুহ :
ধাপ ১ঃ প্রথমে টিস্যু পেপারটুকু দুভাঁজ করে পানির উপর রাখুন। এবং এর উপরে সুঁচটি রেখে দিন।
ধাপ ২ঃ এবার ৩০ সেকেন্ড পর টিস্যুপেপারটুকু সাবধানতারসহিত নিচের দিক দিয়ে মগ থেকে সড়িয়ে ফেলুন।
শর্ত[/ b] : কিভাবে সুঁচ ভাসালেন এটি কাউকে দেখালে সবাই বুঝে ফেলবে আর বুঝে ফেললে মজাই শেষ। তাই সম্পুর্ন ধাপ শেষ করার পর আপনার ম্যাজিক দেখাতে কাউকে আমন্ত্রন করবেন।
,
তো এপর্যন্তই ছিল আমার টেক। সাবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক শিখে আনন্দে মাথুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
,
,
[b]আলবিদা