Site icon Trickbd.com

টেকপ্রেমীদের মেলাই বলুন অথবা টেকনলোজির জ্ঞান ভান্ডার বলুন সেটা তো আমাদের প্রিয় ট্রিকবিডি? সব সময় তো ট্রিকবিডিতে টিপস এন্ড ট্রিক খুজলেন , চলুন আজ জেনে নেওয়া যাক ট্রিকবিডি সম্পর্কে

TrickBD.Com


সব সময় তো নতুন কিছু জানাতে বা জানতে TrickBD তে ফিরে আসা তো চলুন আজ জেনে নেওয়া যাক TrickBD সম্পর্কে জি হ্যা আজকের টিউনের মূল বিষয় বস্তু হলো আমাদের সবার প্রিয় TrickBD.

TrickBD কি ?
বর্তমান যুগকে তথ্য ও প্রযুক্তির যুগ বলা হয়ে থাকে। আর প্রযুক্তির উন্নয়নে আমরা গা ভাসিয়ে চলছি একই সুরে। যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তবে টেক থেকে পিছিয়ে পড়লে চলবে না। কারন এখন সকল কাজকে অনেক সহজ করে দিয়েছে প্রযুক্তি। দূর থেকে দূরান্ত পর্যন্ত দাপট যে প্রযুক্তির মুঠোয়। আর আমাদের এই প্রযুক্তির সাথে আপডেট থাকতে সাহায্য করে ট্রিকবিডি।


TrickBD হলো বাংলা ভাষায় সর্ববৃহৎ প্রযুক্তি বিষয়ক অনলাইন Platform।
TrickBD আপনাকে দিয়ে থাকে শিক্ষা দান এবং গ্রহনের সুবিধা।
TrickBD দিয়ে আসছে অনলাইন আয়ের সেরা সুযোগ চাইলে আপনি ঘরে বসেই আর্টিকেল লিখে আয় করতে পারেন সাথে ঘরে বসেই Payment এর সুবিধা।
(কারন TrickBD নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত)
TrickBD আপনাকে জানাচ্ছে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় আপডেট গুলো সম্পর্কে।
TrickBD দেখিয়ে দিচ্ছে আপনাকে অনলাইনে আয় করা সকল মাধ্যম গুলোকে।
TrickBD আপনাকে সাহায্য করে কোডিং এবং প্রোগ্রামিং সম্বন্ধে জ্ঞান অর্জন করতে।
TrickBD দিয়ে আসছে সকল টেকপ্রেমীদের সাথে যোগাযোগ রক্ষার সুযোগ।
আমরা সবাই জানি প্রতিদিন TrickBD ভিজিট করলে নতুন জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো এই আশা নিয়ে আমরা TrickBD ভিজিট করে থাকি। আর আমাদের আশা বলুন জানার ইচ্ছা বলুন এই ক্ষুধা যে মিটিয়ে আসছে সেটাই হলো TrickBD.

TrickBD তে যারা আছে তাদের কি বলে ?


TrickBD যারা পরিচালনা করে তাদের বলা হয় ADMIN
TrickBD তে যারা আর্টিকেল লিখে থাকে তাদের বলা হয় Author.
TrickBD তে যারা আর্টিকেল এবং অন্যান্য সমস্যাগুলো নিয়ে কাজ করে তাদের Moderator.
TrickBD এর সকল রিপোর্ট যারা করে থাকেন তাদের বলা হয় Reporter.
TrickBD তে যারা এখনো Author হয়নি চেষ্টা চালাচ্ছেন কিন্তু মন্তব্য প্রকাশ করতে পারে তারা Contributor.

TrickBD তে Author হওয়ার সুবিধা কি ?


বাংলাদেশের সবচেয়ে বড় প্লাটফর্মে আপনার জ্ঞান সবার সাথে প্রকাশ করা সাথে TrickBD থেকে প্রতিটি আর্টিকেল লিখার জন্য সম্মানিত হওয়া মানে সহজ কথায় আর্টিকেল লিখে অনলাইনের সত্যিকার অর্থে আয় করা। তবে এই সকল সুযোগ পেতে অবশ্যই আপনাকে Author হতে হবে।
এর সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের আর্টিকেল টি দেখুন
জ্ঞান ভাগ করে নিন ট্রিকবিডি তে,জিতে নিন পুরষ্কার।

TrickBD এর নিয়ম ও নীতিমালা


TrickBD তে আপনি Author হতে হলে অথবা Author পদ টি টিকিয়ে রাখতে নীতিমালা গুলো অবশ্যই জানতে হবে নয়তো এখানে আপনার জায়গা চিরস্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশী। তো যারা এখনো Author হতে চান তারা নিচের লিংকে গিয়ে নীতিমালা গুলো একনজরে পড়ে ফেলুন।

[TrickBD Official] ট্রিকবিডির সমস্ত নীতিমালা ও নির্দেশনাবলী এবং নতুন প্রণীত কিছু সিস্টেম ও সুবিধা।

যেভাবে পোষ্ট লিখতে হয় তা সম্পর্কে ধারনা নিতে নিচের আর্টিকেল টি দেখুন

কপি পেষ্ট কি? কীভাবে কপি পেষ্ট না করে ও সুন্দর একটি পোষ্ট লিখবেন

এখন কথা হলো কিভাবে পোষ্ট Seo Friendly করবেন তার জন্য নিচের পোষ্ট টি দেখতে পারেন

[নোটিশ] ট্রিকবিডির উন্নতিতে টিউনারগণ – কেন এবং ঠিক কিভাবে এসইও (SEO) ফ্রেন্ডলি পোস্ট লিখবেন? [Must See]

কথা হলো পোষ্ট করবেন মোবাইল থেকে তবে তো জেনে নিতে হবে আপনাকে BBCODE গুলো যদি জানা থাকে তো ভাল আর না জানা থাকলে BBCODE এর লিংক।

BB Codes

পোষ্ট কে আকর্ষনীয় করে তুলে চিত্র যত সুন্দর করে বুঝিয়ে পোষ্ট করতে পারবেন তত আপনার পোষ্ট মানুষে পছন্দ করবে।
নিচের লিংকে গিয়ে আপলোড করতে পারেন তারপর চিত্রের কোড গুলো পোষ্টের যেখানে চিত্র দেখাতে চান সেখানে পেষ্ট করবেন যেখানে যা প্রয়োজন পড়বে সেখানে তাই দিবেন আর কি ?
চিত্র Upload এর লিংক
যেভাবে নতুন ট্রিকবিডি তে পোষ্ট করবেন
এবার যদি পোষ্ট করতে চান Direct Link পোষ্ট করার জন্য।

TrickBD তে কোন ধরনের সমস্যা মনে করলে খুজে নিতে পারেন সাপোর্ট টিমকে জানতে ভিজিট করুন

সহজেই খুজে পান ট্রিকবিডি এর সাপোর্ট টিম কে… যেকোন প্রয়োজনে আপনার পাশে 🙂

TrickBD Alexa Rank


TrickBD এর বর্তমান Ranking (May 07 2018)
# Global     = 100,721
# Bangladesh = 464
# India  = 152,787
# United State = 437,796

আজকের এই ট্রিকবিডি ২০১৩ সাল থেকে আমাদের চাহিদা পূরন করে আসছে তখন TrickBD ছিল Wapka Platform এ তৈরী।
অনেক কিছু পেরিয়ে আজকে এই TrickBD. জানতে ইচ্ছা করে কেমন ছিল আজকের এই ট্রিকবিডি কেমন ছিল তার ডিজাইন।
যদি দেখতে চান এই লিংকে ক্লিক করুন।  এখানে আপনি ১৩৩ টি ক্যাপচার পাবেন ।
জানেন কি যখন Wapka ছিল তখন সাব ডোমেইন কি ছিল অন্য কিছু নয় তা ছিল Gpfreenet এর কারন ছিল মূলত TrickBD প্রথমে ফ্রী নেট পাবলিশার হিসাবে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং সময়ের সাথে তাল মিলিয়ে তৈরী হয়েছে আজকের এই টেক ভান্ডার।
প্রথম থেকেই ছিল জনপ্রিয়তার শীর্ষে এখনও আছে আগামীতেও থাকবে যদি আপনাদের ভালবাসা TrickBD এর সাথে থাকে।
TrickBD টেক ভান্ডার ছাড়াও রয়েছে এর ডিজাইনের জন্য সবার পছন্দের তালিকায় #১ নম্বর স্থানে।
এর মোবাইল ভার্সন থীম আপনাকে দিবে কম ব্যান্ডওয়াইড খরচ করে ভিজিট করার অসাধারণ অভিজ্ঞতা শুধু তাই নয় কিছু দিন পূর্বেই বের হয়েছে World Class পিসি ভার্সন থীম।

মোবাইল ভার্সনে প্রবেশ লিংক TrickBD Lite

আপনি কি সেই World Class থীমটির জন্য ধন্যবাদ বা কোন পরামর্শ দিতে ভুলে গেছেন তাহলে দেরী কেন জানিয়ে দিন আপনার ভালো লাগা অথবা পিসি ভার্সন থীম এর অভিজ্ঞতা নিচের আর্টিকেল এর লিংকে গিয়ে।

পিসি ভার্সনে প্রবেশ করার লিংক
সাথে আপনার যদি মনে হয় কোন বাগ ফিক্স করা দরকার আপনার মতামত জানাতে পারেন যদিও এ নিয়ে অভিজ্ঞরা কাজ করছে তবুও TrickBD সবার বলে কথা তাই নিজ মন্তব্য জানাতে ভুললে কি হবে বলেন।

ট্রিকবিডি ২০১৮ এর অফিসিয়াল আপডেট। আপনার মন্তব্য?

তো এবার আসি এখানে Payment Report কোথায় গিয়ে দেখবেন চাইলে মোবাইল ভার্সনে তো Header এ অবস্থান করছে আর নয়তো সরাসরি নিচের লিংকে গিয়ে দেখতে পারেন আপনার কত ৳ জমা হয়েছে।
Payment Report


যারা নতুন Author হতে চান Trainer Request দেননি তাদের উদ্দেশ্যে আর্টিকেল লিখাটা সহজ তাই চেষ্টা করবেন তা সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার সাথে বানানের দিকে নজর দিবেন।(বানান ভুল সবার হতে পারে লিখতে লিখতে হয়ে যাবে ঠিক)
চেষ্টা করবেন পোষ্টের সাথে মিল রেখে দরকারী সব চিত্র যুক্ত করার।
সংক্ষেপে লিখা থেকে বিরত থাকুন কারন সবার তা বোধগম্য নাও হতে পারে।
শুধু পোষ্ট লিখলেই হবেনা তা সবার কাছে আকর্ষনীয় করে তুলতে হবে।
পোষ্ট চেষ্টা করবেন ৬০০ থেকে ১০০০ ওয়ার্ড এর মধ্যে লিখার তবে বেশী বর্ণ যুক্ত করতে গিয়ে যাতে মানহীন না হয়ে যায় লক্ষ্য রাখতে হবে।
আর হ্যা কপি পেষ্ট করলে Author হয়ে উঠা হয়তো আর হবেনা তাই এর থেকে দূরে থাকুন।
চেষ্টা করবেন সবার থেকে ব্যতিক্রম কিছু শেয়ার করার কারন তাহলেই আপনাকে খুজে নিতে সহজ হবে সবার মাঝে থেকে।


#সবশেষে
একবার চিন্তা করে দেখুন TrickBD সম্পর্কে এখানে আমরা কেউ শিখতে আসছি কেউবা শিখাতে আবার কেউ আসছি আর্টিকেল লিখে অনলাইন থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে।
তবুও দেখা যায় মাঝে মাঝে কিছু মানুষেরা এর ক্ষতির পিছনে লেগে আছে তাদের জন্য এটাই বলবো TrickBD বাংলাদেশের সম্পদ অনেকের জন্য অনলাইন স্কুল এটা সবার এর ক্ষতি করলে শুধু রানা কিংবা নবীনের ক্ষতি হবেনা ক্ষতি হবে আমাদের সবার।
সবশেষে আপনাদের অনেক সময় নষ্ট করালাম জানি না আপনারা কিভাবে নিবেন এই আর্টিকেল টি যদি আপনাদের একটু হলেও ভাল লেগে থাকে তবে তা আপনার মূল্যবান মতামত এর মাধ্যমে জানান।
ভুল মানুষ মাত্রই হতে পারে তাই কোন রকম ভুল হলে ক্ষমা মার্জনীয়।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং CyberDL