হ্যালো বন্ধুরা!
কিছু দিন আগে ট্রিকবিডির পিসি ভার্সনের জন্য নতুন থিমের বেটা রিলিজ করা হয়েছে।
আমাদের ট্রিকবিডি সাইট ওয়ার্ডপ্রেসে করা। এর বেশির ভাগ প্লাগিন কাস্টম ভাবে তৈরি করা। এবং থীম গুলোও ট্রিকবিডি টিমের তৈরি। এর আগের ভার্সনটি তৈরি করা হয়েছিল প্রায় ৩ বছর আগে। এর পর সময়ের প্রয়োজনে এতে আপডেট দেওয়া হচ্ছিল।
এত কিছু মিলিয়ে কোডবেজ ম্যানেজ করা অনেক কস্ট হয়ে যাচ্ছিল। এবং অনেক কিছুই ছিল আউটডেটেড। ২০১৮ সালে এসে আমরা পুরো সাইট রি রাইট করার কাজ শুরু করি। যেটির প্রথম আপডেট কিছুদিন আগে পাবলিশ করা হল।
বর্তমান পিসি থীম পুরো টাই ট্রিকবিডির নিজস্ব ডিজাইন + কোডিং এ তৈরি
থীম ডিজাইনারঃ Ashraf Hossain
ফ্রন্টেন্ড ডেভেলপারঃ Hanzala Taifun
ব্যাকেন্ড ডেভেলপারঃ Nasir Uddin Nobin
আমাদের নতুন ভার্সনের আপডেট টি শুধু থীম আপডেট ছিল না। এতে ট্রিকবিডির পুরো ট্রিকবিডির কোডবেইজই আপডেট করা হয়েছে। এজন্য অনেকে বলছেন আগের ভার্সনের চেয়ে বেশি বাগ রয়েছে এতে। আমরা এখনও কাজ করে যাচ্ছি। সব বাগ ফিক্স করে আগের চেয়ে সুন্দর একটি ট্রিকবিডি উপহার দেওয়ার জন্য আমাদের টিম কাজ করে যাচ্ছে। থিম আপডেটা কেবল আপডেটের শুরু ছিল। নতুন অনেক এক্সাইটিং ফিচার আসবে সামনে।
বর্তমানে সাইট ব্রাইজ করতে যে সব সমস্যা ফেস করছেন, অথবা আপনার নতুন ফিচার রিকুয়েস্ট থাকলে এই পোস্টে কমেন্ট করে জানাতে পারেন। ট্রিকবিডি টিম এগুলো দেখে সলভ করবে এবং আগের চেয়ে বেটার একটি ট্রিকবিডি আপনাদের উপহার দিবে।
সাইটের সিকিউরিটি নিয়ে কিছু বলার থাকলে সেটা কমেন্ট না করে [email protected] এ মেইল করে জানাবেন।
ধন্যবাদ। ট্রিকবিডির সাথেই থাকুন।
You must be logged in to post a comment.
ekhono onek bug ache.
asha kori joldi shob bugs fix kora hobe.
দারুন হয়েছে।
ধন্যবাদ 🙂
ভাই চালিয়ে যান……আমরা আপনাদের পাশেই আছি……!!!!
ধন্যবাদ ভাই 🙂
স্বাগতম….!!!
খুব সুন্দর চালিয়ে যান ভাই।
kub valo hoise vai
ধন্যবাদ ভাই ?
mobile version e category koi?
ঠিক করে দেওয়া হয়েছে। জানানোর জন্য ধন্যবাদ। 🙂
switch to mobile version koi?
ভাই শুধু আপনাদের এরকম কাজ দেখে ট্রিকবিডিতে আছি অনেক ধন্যবাদ। এছারা অধর হতে পারলে আরও খুশি হতাম।
ধন্যবাদ ভাই
ভাইয়া আমি মানসম্মত 5 টি পোস্ট করে ট্রেনার রিকুয়েস্ট দিয়েছি কিন্তু উত্তর পাইনি
https://trickbd.com/author/tricksbd
Loading হইতে 2 ঘন্টা চলে যায়।
এতদিন techtunes ব্যাবহার করি নাই Mobile এ কিছু দেখা যায়না তাই।
আর এখন trickbd র ও একি অবস্থা
লোডিং স্পিডে সমস্যা আছে কিছু। এটা দিয়ে অলরেডি কাজ করছি আমি। খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে।
আর ভাই,
আমরা হাদিস বা ইসলামিক কাহিনী বানাতে পারি না।
হুবহু কপি করাই সবচেয়ে Best.
একটু ভুল হলেই পাপ…
আশা করি, Islamic Post এ New কিছু দিলে তা Copy.Pest হলেও Publish করবেন Inshallah.
ইসলামিক পোষ্ট কপি হলেও ডিলিট করা হয়না।
তবে কেউ যদি ঘনঘন করে তাহলে নিম্নমানেরগুলো ডিলিট করা হয়।
কারণ,ইসলামিক পোষ্ট সবাই করতে পারে।
আর এতে করে মেইন পেইজ পূর্ণ হয়ে যায়।
vai আমি মানসম্মত 5 টি পোস্ট করে ট্রেনার রিকুয়েস্ট দিয়েছি কিন্তু উত্তর পাইনি
https://trickbd.com/author/tricksbd
আগের মতো করে দেন বা এর চেয়ে ভাল করেন BUT এইটা রাইখেন নাহ
আগেরটাই আছে।
আর এটি বাদ দিলে নতুন ফিচারের আশাও বাদ দিতে হবে।
পুরাতন থিমে ফিচার এড করতে হলে সব ঢেলে সাজাতে হবে।
সময় এবং অর্থ দুই ই বৃথা যাবে।
সাথে পরিশ্রম।
ট্রিকবিডি ইন্টারন্যাশনাল মানের সাইট হবে ইনশাআল্লাহ্।
vai valo ,hoice,please check my trainer request
অ্যাড এর পরিমাণ কামালে ভালো হয়।
Sorry কমালে ভালো হয়
এড এখন কমই আছে।
আগের চেয়ে কম।
আরো কমাতে গেলে ট্রেইনারদের পেমেন্ট বাতিল করতে হবে।
যারা সাইট এগিয়ে নিতে সাহায্য করছে তাদের ক্ষতি করে লাভ কি?
ঠিক বলেছেন!!
vai আমি মানসম্মত 5 টি পোস্ট করে ট্রেনার রিকুয়েস্ট দিয়েছি কিন্তু উত্তর পাইনি
https://trickbd.com/author/tricksbd
Add komanor dorkar nai but porn add gulo off koren….
এই এডগুলো ইউজারদের চাহিদার ভিত্তিতে শো করে।
যারা এডাল্ট সাইট ব্রাউজ করে তাদের জন্য এধরণের এড শো করবে।
আর রানা ভাই,
আমরা হাদিস বা ইসলামিক কাহিনী বানাতে পারি না।
হুবহু কপি করাই সবচেয়ে Best.
আশা করি, Islamic Post এ New কিছু দিলে তা Copy.Pest হলেও Publish করবেন Inshallah.
Hmm
ভাইয়া এই ভার্শন চালায় মজা আরো দিগুন -!
হুম ধন্যবাদ
নতুন থিম টা অনেক সুন্দর হইসে
কিন্তু আগের টা তে পোস্ট গুলো ছোট করে থাকতো তাই সব পোস্ট গুলোই পড়া যেত।
নিচে নামা অনেক সহজ হতো
কিন্তু নতুন টায় পুড়ো স্ক্রিন জুড়েই একটা পোস্ট?
তাই নিচে নামতে উপরে উঠতে মধ্যের পোস্ট খুজতে একটু ঝামেলা হয়ে যায়।
আমিও একমত ভাই…
একমত ভাই
এই বিষয়টা কে একটু গুরুত্ত দিবেন প্লিজ
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য, রিসেন্ট পোস্টে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন আনা হবে, ইনশাল্লাহ।
❤❤❤
Hmm.
mujahid bro je bisoy ta jeta bolese seta ektu dekhen.
খুবই সুন্দর হইছে…
amr comment sobsomoy Moderation a thake keno vaiya?
স্বাগতম বড় ভাই…
কেমন আছেন…?
জ্বী ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি?
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি…
ধন্যবাদ ভাই…
mobile version update kobe asche?
মোবাইল ভার্সনে মেজর কোনো আপডেটের প্লান এখনও নেই। তবে কোনো ইস্যু থাকলে সেগুলো ফিক্স করে দেওয়া যেতে পারে।
hmm,,,mobile version-e category dekha jacche nah!
কিছুক্ষন আগে সেটা ফিক্স করে দেওয়া হয়েছে 😀
ট্রিকবিডির ৯০% ভিজিটর মোবাইল ব্যবহারকারী…
সেই দিকটাই লক্ষ্য রেখে আপডেটের প্রয়োজন ছিল…
মোবাইল ভার্সন কাস্টমাইজ’সহ আরো কিছু সুবিধা যোগ করার প্রয়োজন ছিল…
পিসি ভার্সন কাস্টমাইজেইসন করার কোনো প্রয়োজন ছিলনা…
আরেকটা বড় বাগ হচ্ছে ট্রিকবিডিতে কোড সেয়ার করা যায় না…?
nasir vai amar trainer podta r firiea dilen na..?
চালিয়ে যান। সাথেই আছি
trickbd.com my favorite site.
অনেক অনেক সুন্দর হয়েছে নিউ আপডেট ????
ভাইয়া, অনেক সুন্দর হয়েছে new look টা
Mobile version a comment ar satha time and date mix hoya jacha
পুরাতন ডেস্কটপ ভার্সন থেকে এটা অনেক সুন্দর
ভাইয়া নিউ থিমে অনেক অপশন থাকলেও পেমেন্ট অপশন নেই। এছাড়াও নতুন থিমের লোগোতে “TrickBD” দিলে বেশি ভালো হতো।
সবই তো আছে।
আগের চেয়ে বেশি।
আর লোগো চেঞ্জ করা হবে।
এটা ডামি।
ভালো লাগছে।তবে বেশি এম্বি যায় ব্রাওজ করতে।
Hello, Nasir Brother.
How Are You?
I want to chat with you.
Please, give your fb id?
Don’t mind, please!
post fb te share korar button add korle valo hoto
Like+ dislike+ share fb button thakle valo hoto…bises kore dislike button
author der maje messaging system thakle new author ra senior der theke onek kisu sikhe nite parto
গ্রুপে পোষ্ট দিয়েছিলাম। এডমিন থেকে কোন প্রকার রিপ্লে পায়নি। তাই এখানে বলে দিলাম :
১) নিউ থিম এড করলেন, বর্তমানে বেটা ভার্শন এ আছে তাই বাগ অনেক বেশি। এজন্য OLD THEME এ সুইচ করার একটা অপশন দিবেন।
২) বর্তমান নিউ থিমে পোষ্ট করতে হলে ওয়ার্ডপ্রেস এর নিয়মে পোস্ট করতে হয়। তাই অনেক ঝামেলা হয়। এজন্য Old Style (TrickBD style) এ পোষ্ট করতে পারছিনা।
৩) একসময় ব্রাউজ করতে গেলে Old Theme আসে আরেকবার New Theme যা গুলিয়ে যায়।
৪) নিউ থিমে অনেক অপশন থাকলেও পেমেন্ট অপশন নেই।
৫) বারবার লগ-আউট হয়ে যায়।
৬) আর Most Important : নতুন থিমের লোগোতে “Trickbd” এভাবে আছে কিন্তু এর থেকে “TrickBD” টাই বেশি ভালো লাগে। এখানে BD বড় হাতের দিবেন। আর কালার লাল-সবুজ দিলে ভালো হয়।
বেশি কিছুনা শুধু OLD THEME এ সুইচ করার অপশনটা এড করুন।
mobile theme er upor besi Kaj kora ucit…..cause pray 60-70% user mobile calay…..Asa kori bojhate pereci
নতুন ক্যাটাগরি লেআউট, টপ ১০ পোস্ট, টপ ৫ টিউনার (বাই পয়েন্টস) , পেমেন্ট প্রুফ, বাগ রিপোর্ট , ইন-সাইট সার্চ ফিচার চাই। যাই হোক ধন্যবাদ। এগিয়ে যান। আমরা আছি
ধন্যবাদ। সবগুলোই ধীরে ধীরে আনা হবে। 😀
আপডেট টা এখনো ল্যাপটপ দিয়ে দেখতে পারিনাই 🙁 মোবাইল দিয়ে ডেক্সটপ থিম এ কোন মজা নেই|আগের চেয়ে একটু ভালোই লাগছে কিন্তু একটু অন্ধকার অন্ধকার!যাক চোঁখ ভালো থাকবে 😀
Theme টি অনেক সুন্দর হয়েছে। তবে ডেক্সটপ ও মোবাইল ভার্সনে কিছু কিছু Bug রয়েগেছে। তা ঠিক করেদিলে অনেক ভালো হবে।
তবে এদের মধ্যে একটি হলো যে, “নতুন ভার্সনে (D&M v.) লোডিং হয় বেশি এবং এমবি কাটেও বেশি”। এতে করে (যারা ডাটা দিয়ে চালায়) তাদের সমস্যা হতেপারে।
আরো কিছু কিছু সমস্যা আছে। তা আশা করি ঠিক করবেন। যাইহোক Theme টি অনেক সুন্দর হয়েছে।
Pc theme ta oshadharon hoiche. Kintu etate mobile version e switch korar option ta rakhle better hoy…
Ar mobile version e sob e thik ache. Shudhu comment ar time akotro hoye jay. Tai eta update kora uchit.
Sob miliye khubi sundor hoyeche… ?
Comment ar time show niye amar personal suggestion holo, First e je comment korbe tar pic er pashe tar nam, TrickBD te tar podobi (+Post creator, if he is) thakbe. Tar porer line a mane pic er pashe, nicher dike bam pashe date and time thakbe. Tar porer line e pic er niche comment thakbe…
Jai hok, asha kori bisoy take khub taratari solve kora hobe… ???
ভাই,,একটা Chat অপশন এতে যোগ করতে পারেন???যেখানে শুধুমাত্র Author রা Author দের সাথে চ্যাট করতে পারবে। কারণ অনেক পোস্ট অনেকে খোঁজে পায় না, চ্যাট অপশন যোগ করলে,তাহলে সবার কাছ থেকে শুনে পোস্ট করা যাবে। যে এই পোস্ট আগে ছিল কি না??
এধরণের ফিচারগুলো আনতেই আপডেট করা হয়েছে।
কল্পনাতীত ফিচার পাবেন অনেক।
শুধু সাথে থেকে সাপোর্ট দিয়ে যান।
তাহলে তো সেই হবে!!!???
সাথে আসি,সাথে থাকার সবসময় চেষ্ঠা করবো☺☺☺
Nice
Vaiya apnader kase onurodh aktu new member der post gula dekhben…
ট্রেইনার রিকুয়েস্ট করলে দেখা হয়।
Vai Kew bolte parben… Bangla nam die youtube channel khulle ki koro sommosa hoi monitaizetion on korar somai?
এত দিন পরে???বিজি নাকি??
Trickbd Mobile Version Themes E Catagory Nai……and Pc version theke mobile version e neoyar kono way…nai
Omg! ও মা গো! ???
hahaha…
Category চান? (এখন ত দেয়া হয়েছে মনে হয়) এখানে ক্লিক করে চলে যান GP FREE NET Category তে
আর মোবাইল ভার্সনে যেতে চান? ক্লিক করুন এখানে
হয়েগেল Category & Mobile Version এ যাওয়ার পদ্ধুতি।
Oh, Sorry! আমি আরো উল্টো টা বলেছি ?।
আমি “OMG” বলেছেন আপনার Fan কে দেখে ?
GOOD FAN ?
Riad rox er fan..??
Me too..??
Category এখন যোগ করু হয়েছে মনে হয়েছে।
*এখন Category যোগ করা হয়েছে।
nasir vai…verry verry tnx….onnek sundor…heavey hoise
এতদিন পর আপনাকে দেখলাম।। কেমন আছেন ভাইয়া???
mobile versionটা আরো ভাল করবেন আশা করি।
কারন মোবাইল দিয়ে-ই-বেশিরভাগ মানুষ Trickbd ভিজিট করে।
ভাই অসাধারণ আপডেট!!!
ধন্যবাদ আন্তর্জাতিক মানের থিম উপহার দেওয়ার জন্ন্য!!!!
Full version কখন Update দিবেন?
কাজ চলছে। শীঘ্রই দেওয়া হবে।
wow…..beautiful
লোডিং এর ঝামেলা হচ্ছে
আপডেট আসবে। কাজ চলছে। 😀
desktop version e ja koren ta koren.. but mobile version tai mobile theme tai reken.. karon mobile version tai post pore moja pauya jai.
ওটাতে নতুন ফিচার এড করতে প্রবলেম হয়।
অনেক বাধ্যবাধকতা রয়েছে।
ব্যাকডেটেড থিম,তাই।
ধন্যবাদ? আন্তর্জাতিক মানের থিম উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ 😀
theme ta jotokutu dekhechi bhalo legese. But ami ekta jinish dekhsilam je, desktop theme e sob post er view dekha jay, but mobile version e jay na. Plz nobin vai ei byaperta ektu dekhben
ভাই আসাকে ট্রেইনার করুন
just awesome.
Best Design of trickbd.
Page Size Just Unbelievable.
Font It’s also awesome.
Congratulations Trickbd Team.
Best Of Luck.
Thanks 😀 😀
আমার কমেন্ট প্রব্লেম, প্লিজ ঠিক করে দিন
Nice Bro
ভাই সমস্যা কী? মোবাইল ভার্সনে হোমপেজের সব আটকে গেছে ক্যান? যেকোনো পোষ্টে ক্লিক করলে ডেক্সটপ ভার্সনে শো করতেছে
ধন্যবাদ জানানোর জন্য। ফিক্স করে ফেলবো 😀
ধন্যবাদ ভাই
vai trickbd er new version ta chorom hoice.bt page load hote ektu problem hocche
ওটা নিয়ে কাজ চলছে। আরও ফ্রেন্ডলি করা হবে 🙂
Rana vai gelo kothay????
vai trickbd er new version ta chorom hoice.asha kori bug gula joldi fix korben
valo hoise vai
Nasir vi amaka koma kora din plz. Amka abr author korun
trickbd at payment korar system ta Ku post koren
Nice post new PC theme aswsome
আমার একটি সমস্যা আছে তা হলো আমার কমেন্ট পাবলিস্টি হয় না আর হলেও অনেক দেরি হয় কারণ কি।
ভিও কাউন্ট এ সমস্যা হচ্ছে মনে হয়!
৪-৫ টা কমেন্ট এর পরেও ভিও ০
Post E Rating System Chai.Ete Bojha Jabe Kon Post Kotota Karjokor
নতুন থিমটা অসাধারন। তবে ওয়ার্ডপ্রেসের যে কোড সহ ডিফল্ট নিউ পোস্ট টেমপ্লেট আছে, সেটা অ্যানড্রয়ের নিউ পোস্ট টেমপ্লেটে যোগ করলে ভালো হবে। লাইক: bissoy.com এর উত্তর সিস্টেম। আর তথ্যবহুল ইউজার প্রোফাইল হলে ভালো হতো। ফন্ট awesome বেশী ব্যাবহার করতে পারেন। ফিচার্ড পোস্ট বাদ দিয়ে শুধু হট পোস্ট ব্যাববার আমার কাছে ভালো মনে হয়। আর আপডেট ও লাষ্টেট পোষ্টের আলাদা ফাংশন নিতে আমার কাছে ভালো মনে হয়। অথবা ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দেখাতে পারে(৫ টি)। আশা করি সব কিছুই করার চেষ্টা করবেন। ট্রিকবিডির থিম যেন বর্তমান বিশ্বের সেরা থিম হয়। ভালো থাকুন। আমি আপনার পাশের এলাকার–উল্লাপাড়া,সিরাজগন্জ্ঞ।
Q&A সেকশন অ্যাড করবো খুব শীঘ্রই। আর বাকি সব সাজেশনগুলোর জন্য ধন্যবাদ। সব কিছু মাথায় রেখে নতুন আপডেট গুলো দেওয়া হবে ইনশাল্লাহ 😀
bro.. help lagbee!!
Comment এও Like Button এবং Report Button চাই…
আর পারলে, Message feature যোগ করিয়েন…
Nice
আমি কমেন্ট করলে হয়না তার কি বলব
তবে এতটুকু বলি ভালো
Oh Good This Theme Is Really Nice
আমার একটা রিকুয়েস্ট ছিলো আর সেটা হলো
বর্তমান সময়ে সকল খেলার অনেক জনপ্রিয়তা ট্রিকবিডি কিছু লাইভ টিভি চালু হতো তবে অনেক ভালো ভাইয়া।
আশা করি এই বিষয়টা একটু দেখবেন
বিকাল থেকে ট্রাই করতেছি অপেরা দিয়ে কোন ভাকেই ট্রিকবিডি ভিজিট করতে পারছি না।।।
New update valoi lagce
But obiram comment moderation problem ta solve korle onker biroktir karon ta dur hobe.
R ekhono kicu bug royeche,
segula fix korlei hobe.
Thanks!
bhai logout hoye jay keno bar bar
অপেরা মিনি তে ট্রিকবিডি ব্রাউজ করতে সমস্যা হয়!
প্রায় সময় দেখা যাই, সাইট নিজ থেকেই লগআউট হয়ে যাই! সেটা আবার পুনরাই লগইন করতে হয়!
আশা করি এই সমস্যা টা দেখবেন!
আপনাদের কমেন্ট ঠিকই ভালো মত দেখা যাচ্ছে পুরোটা, কিন্তু আমাদের কোনো কমেন্টই ঠিক মত দেখা যাচ্ছে না সব কমেন্ট তারিখের সাথে মিশে যায়……Fux it bro.
Fix it bro…
অপেরা মিনিতে কমেন্ট এবং ডেট একসাথে হয়ে যাচ্ছে,,,
অবশ্য বিষয়টি রানা ভাইকে জানিয়েছি, কিছুদিন আগেই।।।
সমস্যাটি এখনও রয়েছে।
দয়া করে এর সমাধান করুন,,,কমেন্ট বুঝতে অসুবিধা হচ্ছে।।
আমি মনে করি ৮০% মেম্বারই অপেরামিনি ব্যাবহার করে।।
পিসি ভার্সনের থিমটা বদলাইছেন সুন্দর হইছে। তবে আশা করি মোবাইল ভার্সনেরটা সবসময় একই রাখবেন। মোবাইল ভার্সনের থিমটাই বেস্ট। আপনারা জেনে খুশি হবেন যে, ট্রিকবিডির মোবাইল ভার্সন থিমটা এতই জনপ্রিয়। যা বিদেশী অনেক টেক সাইটে ট্রিকবিডি মোবাইল ভার্সন থিম নিয়ে পোস্ট করা হয় অর্থাৎ শেয়ার করা হয় এবং এর কদরও অনেক। তাই আমি আবারো বলব, ট্রিকবিডির মোবাইল থিমটি যেন কখনো বদলানো না হয়। আর বর্তমান পিসি ভার্সন থিমটিতে মোবাইল ভার্সন থিমে সুইচ করার অপশনটি যুক্ত করলে ভালো হয়।
Pc Version খুবই সুন্ধর ও রুচিশীল লাগে
তবে Mobile Version টাও উন্নত করা দরকার maximum User দের কথা বিবেচনা করে
মোবাইল ভার্সন আর পিসি ভার্শনের জন্য আলাদা Style থাকা উচিত। (যেমন like & report button পিসি ভার্শন Style থেকে মোবাইলে add করা।
আর মোবাইল ভার্শনে Author Post Creator না রেখে শুধু Post Creator রাখলে Better।
আর সাইটের ক্যাটাগরিস সিস্টেম টা অ্যাড করা উচিত।
আর মোবাইল ভার্শনে গুগোল কাস্টম সার্চ সিস্টেম না দিয়ে মেইন সার্চ সিস্টেম অ্যাড করা উচিত।
আর পোস্ট Draft এ থাকা অবস্থায় পোস্ট ডিলিট ফিচার চালু করা উচিত (পোস্ট পাবলিশের পর নয়)
১/ ট্রিকবিডি এর পোষ্ট ডিলেট এবং পোষ্ট ইডেট অপশন টা চালু করে দিলে খুব ভাল হয়, কোণ ধরনের পোষ্ট করলে পরে সেখানে কোণ ভুল পেলে সেটা সংশোধন করা যায় না , যার কারণে ইজাদের অনেক সমস্যার সামনাসামনি হতে হয়। আশা করি এই অপশন টি আবার চালু করবেন।
২/ ট্রিকবিডির এর ৯০% ভিজিটর মোবাইল উজার তাই মোবাইল থিম এ এড কম ব্যাবহার করলে আমার মতে ভাল হয়। কারণ কোন পোষ্ট পড়তে চাইলে অটোরিডেক্ট হয়ে যায় , সাইট লোড হতে অনেক সময় নেয় ব্লা ব্লা ব্লা
পোষ্ট ইডিট সিস্টেম আগে থেকেই ছিল এবং বর্তমানেও আছে।
আর পোষ্ট ডিলিট Wordprees Theme থেকে করা যায়। মোবাইল Version এ ফিচারস টি না থাকলেও মোবাইল Wordprees Theme এ আপনি আপনার পোষ্ট Draft, Unpublished এমনকি Trash এ ছুড়ে ফেলতে পারবেন।
এটি একটি বাগস বলে আমি মনে করি। কেননা ট্রিকবিডি টিম সুযোগ টি আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছে, কিন্তু Wordprees Theme থেকে করা যাচ্ছে ।
এছাড়া আরও অনেক সুবিধা আছে যেগুলি ট্রিকবিডি টিম চান না।
ধন্যবাদ
অনেক এ একটা ভাল কমেন্ট করেছে যেখানে কোন স্যাম্প করে তাই তাও কমেন্ট মোডেটিং এর অপেক্ষায় থাকে যেটা পরবর্তিতে আর পাবলিশ হয় না ।
নাসির ভাই
মোবাইল Version এ কমেন্ট
এর লেখা গুলো কমেন্টের Time & Data
এর সাথে এড হয়ে যাচ্ছে.যার জন্য কমেন্ট পড়তে অনেক সমস্যা হচ্ছে…
এই সমস্যাটা খতিয়ে দেখবেন আশাকরি
এটা সমাধান করলে সবার জন্য অনেক ভাল হত…
অনেক দিন পর আপনাকে দেখলাম ভাইয়া ?? আপডেটটা ভালোই। খারাপ না ?
good
মজা পাইলাম না নতুন আপডেট??
awesome hoise
freebasics e maje maje onek recent post ase na
comment plaguin ta sundor hoichhe ?
ইউজার ফ্রেন্ডলি না ?
আর মোবাইল দিয়ে ব্রাউজ করলেও
অপেরা মিনি দিয়ে মাঝে মাঝে ডেস্কটপ
ভার্সন হয়ে যায়।।
যেটা খুবই বিরক্তকর।।
টেকটিউনস ও বাদ দিয়েছিলাম এরকম
মোবাইল ফ্রেন্ডলি না হওয়াতে।
ডেস্কটপ ভারসন এর নিচে…মোবাইল ভারসনে ফিরে আসার Option টা লাগালে ভালো হতো….যেমন টা মোবাইল ভারসনে আছে….
Trickbdr old r new dui tate ekta request box rakle valo hoto…karo kono problem or kono app er proyojon hole sekhane post korbe r author ra sombov hole post sei problem gula solve nia post korbe…..
দারুন হয়েছে ভাই। আমি ট্রেইনার রিকোয়েস্ট দিসি। আমার একটা পোষ্ট পাবলিশ হয়েছে। ভাই পড়ে আরো পোষ্ট করছি একটু দেখোন।
দারুন পোস্ট ভাই
ট্রিকবিডির যদি একটি কমিউনিটি সাইট থাকতো যেসব ভিজিটর রা আছে তারা সব এই সাইটে Account করতে পারতো ও বিভিন্ন ধরনের হেল্প পোস্ট করতো,আর এখানে যদিও হেল্প এর জন্য ক্যাটেগরি দেওয়া হয় লাভ নেই কারণ টিউনার ছাড়া কেউ পোস্ট দিতে পারবে না, তাই একটা ফেসবুকের মতো সাধারণ কমিউনিটি সাইট বানালে ভালো হবে ও আশা করি সে সাইটও দেখবেন অনেক অনেক লোক ব্যবহার করছে।
আর ট্রিকবিডির এই থীমের ডিজাইন ভালোই আছে এখন শুধু বাগ গুলো ঠিক করেন।
Freebasics diye browing korar somoy mobile version a thakle edit profile click korle Log OUT hoye jay r samne loagin page chole ashe
I think it will be great if you add more roles of a user (like: App Developer, Hacker, PC Expert, Android Expert …..) 🙂
আমার তেমন ভালো লাগেনি*
ভাই মোবাইল ভার্সন এ লগ ইন করা থাকলেও হোমপেজে শো করে না কেন ? ??
free basics e pc version hoi jai
নতুন ভার্সনটা অনেক ভালো হইছে ভাইয়া!
পুরাই সমস্যা। কিছুই দেখা যায় না?????????
ট্রিকবিডিতে অনেক contributor রা পোস্ট করে এবং post review করার জন্য আপনাদের কাছে request করে কিন্তু আপনারা তাদের পোস্ট গুলা review করেছেন কিনা এটা তারা জানে না। তাই তাদের কে নোটিফিকেশানের মাধ্যমে জানানো হোক তাদের পোস্টগুলা কি আপনারা review করেছেন কিনা। এই সিস্টেম টা চালু করলে খুব ভাল হত।
একেবারে সেরা হয়েছে।
ফেসবুকে কথা বলার অনেকদিন পর আবার আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগছে!
আর হ্যা গতকাল আমি ট্রিকবিডি ভিজিট করতে সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আশা করি এটা ঠিক করে দিবেন।
ধন্যবাদ
ড্রাফ এ অ্যাড করে সাবমিট দিলে ড্রাফ যখন করসি সেই সময় পোস্ট পাব্লিশ হয়। যখন সাবমিট দেই তার সাথে সাথে পাব্লিশ হওয়া আর এক ক্লিক এ সব কমেন্ট এর নিচে নামার একটা ফিচার
কেউ কমেন্ট/রিপ্লে দিলে দিলে নোটিফিকেশন এ চাপ দিয়ে অই কমেন্ট/রিপ্পে তে নিয়ে যাওয়া
আর কারো রিপ্লে দেওয়ার সময় ও নিচে নেমে যাওয়ার ফিচার থাকলে সুবিধা হতো
আপনারা যে পোস্ট করতে নিষেধ করতেছেন সেগুলোর ক্যাটাগরি ডিলিট করে দিন।যেমন ইসলামিক ক্যাটাগরি ২ টা আরর অনলাইন ইয়ারনিং।কারণ ক্যাটাগরি থাকলে আমরা পোস্ট করবই।কিন্তু এই পোস্ট গুলো করলে সাপোর্ট টিমের কাছ থেকে অনেক দুঃখ জনক কথা শুনতে হয় যা শুনলে মন খারাপ হয়ে যায়।
হা,হা,হা…..
ইমরুজ ভাই
হাসার কি হইলো?
ক্যাটাগরি আছে বলে কপি পেস্ট আর ধান্ধার জন্য আর্নিং পোষ্ট করবেন!
এটা দেখেই পেটে খিল ধরেছে।
ভাই এখানে তো কপি পোস্টের কথা বলা হয়নি।আপনি আমার কথা বুঝতে পারেন নাই।
ইসলামিক পোষ্ট ৯৯% কপি।
আর্নিং পোষ্ট ৯৫% রেফার/নিজের সাইট/এপ দিয়ে আর্ন করার ধান্ধা।
আর ৯৪% ফেইক।
তাহলে এই আর্নিং নিয়ে পোষ্ট করে কি লাভ?
আমিও একটা ১০০% রিয়েল করেছিলাম।
কমেন্ট ৩-৪ টা করেছে।
হতাশ।
আর সত্য বলতে নতুন থিমটা আমার একদম ভালো লাগে না।আগের টাই অনেক সুন্দর ছিল। থিম চেন্জ করার কারণে অনেক ভিজিটর এখন ভিজিট করে না।
একমত?ভিতরের গুলা ভালো লাগছে কিন্তু হোম পেজ টা ভালো লাগে নাই
Vai
Post er title show Kore na
Ei new version theme e
Vai
Post er title show Kore na keno? Ei new version theme e
ভাই আমি ট্রেইনার রিকুয়েস্ট করে ও কোন রেসপন্স পাচ্ছি না।এমকি ইমেইল ও করেছি কিন্তু No Reply তাই বাধ্য হয়ে কমেন্ট করলাম আশা করি দেখবেন আমি ৩ টি পোস্ট করেছি পাবলিশ করুন ভাল লাগলে এবং ট্রেইনার করে আরো ভাল ভাল পোস্ট করার সুযোগ করে দিন
আমার প্রতিটা কমেন্ট পেন্ডিং এ থাকে। কিছুক্ষণ পর সেটা পাবলিশ হয়। আর ট্রিকবিডিতে কোন ইমেইল আড্রেস দেখতে পাচ্ছি না। আপনি পোস্টের শেষে যেই মেইল আড্রেস টি দিয়েছেন সেটিও দেখা যাচ্ছে না। ওইখানে লেখা আছে [email protected]।
শুধু এই পোস্টেই না, পুরো ট্রিকবিডি জুড়ে একটা মেইল ও দেখা যাচ্ছে নাহ। এইটার সমাধান আশা করছি।
Ager theke onek moja pacchi……nice & thanxxxx
ট্রিকবিডিতে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করার জন্য মেইল ছাড়া সাইটে একটি অপশন রাখলে ভালো হয। অর্থাৎ ম্যাসেজ সিস্টেম। যার মাধ্যমে সাইট সম্পর্কে বিভিন্ন তথ্য এবং প্রয়োজনীয় কথা অ্যাডমিনদের সাথে বলা যায়। যা থেকে আপনারা সহজেই সাইটের উন্নতি করতে পারবেন। আর হ্যাঁ! আরেকটা কথা, বর্তমানে ফেসবুক বটের অনেক জনপ্রিয়তা এবং এই বিষয় নিয়ে অনেকেই পোস্ট করে থাকেন। তাই আমার মনে হয়, এর উপর একটা ক্যাটাগরি তৈরি করা উচিত।
ডিজাইন টা খুব সুন্দর হয়ছে নাসির ভাই
Trickbd তে এমন একটা ক্যাটাগরি থাকা চাই যেখানে ইউজার রা যেকোন সমস্যা নিয়ে পোস্ট করবে আর দক্ষ ব্যাক্তি রা তার সমাধান দিবে
তবে সেই পোস্ট গুলো ট্রিকবিডির হোমে পাবলিসড হবে না শুধু ঐ নির্দিস্ট ক্যাটাগরিতে গেলেই পাওয়া যাবে ক্যাটাগরির নাম হতে পারে এমন Problem & Solution
সোশ্যাল সাইটের মত যে কেউ পোষ্ট করতে পারবে স্ট্যাবল ভার্সনে।
এখন কাজ চলছে।
তখন তো মানহিন পোস্টে ট্রিকবিডির পরিবেস নষ্ট হয়ে যাবে
messenger tricks/bots দিয়ে একটা ক্যাটাগরি আর
আমাদের মত ছোট অথর দের জন্য সাপ্তাহিক পয়েন্ট দিয়ে টপ ৫০অথর সিস্টেম দেওয়ার জন্য অনুরোধ করছি?
ডিজাইন টা অনেক সুন্দর
আর নিজের পোস্ট ডিলেট করার অপশন
একটা অনুরোধ করবো , রাখবেন ?
এটা অবশ্য সবার জন্য ভালো হবে !
দারুন ভাই
Very good…
Dhuur ager tai vlo cilo… Eta temon vlo lagcena… Onk boro boro hoye gese.. Change or fix it.. This trickbd is not good
আমার কাছে আগের টাই Best
থানক্স পিসি ভারশন থিমস টা খুব সুন্দর
Dhonnobad vaiya!!
Wapka কোড বসালে তা উল্টা পাল্টা হয়ে যায় এটাকি ঠিক করা যাবে?
ট্রিকবিডি ডেস্কটপ ভারসন থিমটা অসাধারণ হয়েছে। মোবাইল থিমটা যদি নিউ করা হত ভালো হত।
valo.
কম্পিউটার থেকে TrickBD এর pc ভার্শন থেকে মোবাইল ভার্শন এ যাওয়া যায় Trickbd lite অপসন এর মাধ্যমে। কিন্তু মোবাইল থেকে pc ভার্শন থেকে মোবাইল ভার্শনে যাওয়ার কোনো সিস্টেম নেই। সিস্টেম টা করেন। তাহলে খুব ভালো হয়।
জনাব নবীন ভাই
সবচেয়ে বড় সমস্যা হলো লগিন করা অবস্থায় ট্রিকবিডি থিমে থাকলে, পেজ লোড নেওয়ার সময় নতুন ভার্সনের থিমে আসলে লগআউট হয়ে যায়।
প্লিজ ভাই একটু সমস্যা টা দেখবেন।
আর আমার মনে হয় দুইটা থিমের আমাদের প্রয়োজন নেই।
আগেরটাই ভালো ছিলো, যাইহোক মানিয়ে নিতে একটু সময় লাগবে,,, কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে তাই ভালো লাগলো
Old is gold,
যারা ট্রিকবিডিতে পোস্ট করতে পারেন না, তারা bdinformation.ga পোস্ট করতে পারেন
Carry on,
I’m always with you…☺
slow loading and log out problem
ooops!!
notun theme ta userctt55
আগের থিম ভাল ছিল। এইটা ভাল না।
Notun Theme ta temon valo nah.
Because mobile user friendly nah.
tachara Mobile version a comment ar satha time and date mix hoya jacha.
Moderator vai amar port gulo dekhen ektu ami Trainer Request pathiyechi
vaiya ekti problem hosse.opera mini te barbar page reload hoye jay.solution pls.and thanks because new things are always better.i am enjoying it.
না ব্রো, ভালো হলেও অপেরা দিয়ে ব্রাউজ করতে সমস্যা হচ্ছে। 🙁
<3
Bro Theme ta besh valo, carry on…
নাসির ভাই trickbd.co sell করছেন কেন?
vai পোস্টে কিভাবে ঠিক জায়গায় স্ক্রিনশট এড করে???
vaiya আমি মানসম্মত 5 টি পোস্ট করে ট্রেনার রিকুয়েস্ট দিয়েছি কিন্তু উত্তর পাইনি
https://trickbd.com/author/tricksbd
প্রিয় ট্রিকবিডি টিম আমার পোস্টগুলো একবার রিভিউ করেন।
Sir, if you start member friendship system on TrickBD then it will be helpful to us. So, please think about it once. (Requested)
????
porn add off koren..