আশাকরি সবাই ভালই আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলেই অনেকের মন এমনিতেই অনেক ভাল হয়ে যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ১৩০০ লেভেলের পাজল গেম। যেটি মাত্র ৬.৮৮ এমবি। আশাকরি আপনাদের খুব ভাল লাগবে। এবার তাহলে ডাউনলোড করে নিন।
এবার তাহলে দেখে নেয়া যাক খেলার টাস্কগুলি কি ধরনের হয়ে থাকে:
১। কখনো ম্যাচের কাটি যুক্ত করে সর্বোচ্চ পরিমান ত্রিভূজ বা চতুর্ভুজ তৈরি করতে বলবে।
২। এজন্য নির্দিষ্ট পরিমান ম্যাচের কাটি বরাদ্দ থাকবে।
৩। আবার কখনো ম্যাচের কাটি অপসারণ করে সর্বনিম্ন ত্রিভুজ, চতুর্ভুজে রুপান্তর করতে হবে এতেও নির্দিষ্ট পরিমান কাটি অপসারণ করতে হবে।
৪। কখনো ঘড়ির কাটার ন্যায় কাটিগুলোকে সংখ্যায় মিলাতে হবে।
৫। এতে যোগ, বিয়োগ, গুন, ভাগের অসাধারন সব টাস্ক রয়েছে।
বন্ধুরা বাকিটা আপনি না খেললে বুঝতে পারবেননা।
nice post