আজকের বিষয়ঃ

কোনো এ্যাপ ব্যাবহার না করেই ভিডিও,অডিও,ছবি ইত্যাদি হাইড করবেন।


Gallery,MX player কোথাও show করবে না।
সবার আগে বলে নেই মোবাইলে হবেনা।আর এটা Android জন্য।
চলুন শুরু করা যাক
প্রথমে ফাইল ম্যানেজারে ঢুকুন।
তারপর যেই ভিডিও,অডিও বা ছবি হাইড করবেন সেই ফোল্ডারে ঢুকুন।
তো নিচে দেখেন এইটা আমি হাইড করবো

স্ক্রিনশট ফলো করেন।








আশাকরি কোনো সমস্যা হবেনা।
খোদা হাফেজ

14 thoughts on "কোনো এ্যাপ ব্যাবহার না করেই ভিডিও,অডিও,ছবি ইত্যাদি হাইড করবেন।"

  1. Shadin Contributor says:
    এর থেকে সহজ নিয়ম।
    ফাইলটার রিনেমের প্রথমে . দিলেই হয়ে যাবে।
    তারপরেও আপনি নতুনভাবে লিখলেন। ধন্যবাদ।
    1. JS Sakil Author Post Creator says:
      Tnq u bro. BT file er age . dile onek somoy MX player pao jay
    2. Shadin Contributor says:
      না, পাওয়া যায় না।
      যদি MX Player সেটিংস থেকে Show hidden files এ মার্ক করা হয়, তাহলে দেখা যায়।
  2. Tanim67 Contributor says:
    Nice But Jara Jane Na Tader Jonno Proyojon
  3. Rupo Islam Contributor says:
    Common post
  4. jafor Contributor says:
    old post
  5. Mojahid Author says:
    Very easy……

Leave a Reply