আসসালামু আলাইকুম।
ইউটিউবার ভাইদের জন্য নিয়ে এলাম বেস্ট একটা স্কিন রেকর্ডার এ্যাপ, আশা করি সবাই উপকৃত হবেন।

প্রথমেই বলে নেই এ্যাপটির নাম এডিভি স্কিনরেকর্ডার।

এ জেট, মুবিজেন, ডিউ এসবের থেকে বেস্ট এ্যাপ এটা।

কেন এটা আপনার কাছে বেস্ট মনে হয়??

ভাই এই এ্যাপটির কয়েকটি ফিচার আমার ভালো লেগেছে।

(১) আপনি এই এ্যাপটি দিয়ে রেকর্ড করলে ভিডিও কোয়ালিটি ভালো থাকে, আর মেগাবাইট অনেক কম হয়। 

 (২) এ্যাপটি সকল ফোনে সাপোর্ট করে এবং ইজিলি চলে।

(৩) অন্যান্য এ্যাপ চালু করে ভারি কাজগুলি করার সময় রেকর্ড বন্ধ হয়ে যায়, আর এই এ্যাপটিতে বন্ধ হয় না।

(৩) এই এ্যাপটি ফ্রি কোনো প্রো না তবুও এটিতে ভিডিও করার সময় যেকোনো যায়গায় মার্ক করা যায়।

(৪) অন্যান্য এ্যাপের তুলনায় এটি সাইজে ছোট।

এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

(১) ১মে এ্যাপটি ওপেন করুন। 

 (২) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 (৩) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 (৪) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 (৫) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 (৬) ভি‌ডিও তে মার্ক করার জন্য চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 (৭) এবার ইচ্ছে মতো মার্ক করুন। 

 (৮) বন্ধ করতে ভিডিও সেভ করতে চাইলে,, 
চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। 

 

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর্টিকেল টি খারাপ লাগলে একটা রিপোর্ট মেরে যান, তবুও বাজে মন্তাব্য করবেন না, ভাই।
[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

35 thoughts on "আমার দেখা সবচেয়ে ভালো একটি স্কিন রেকর্ডার এ্যাপ, সাইজ মাত্র ৫ মেগাবাইট। "

  1. Shahriar Ahmed Shovon Author says:
    বাহ সুন্দর। আচ্ছা, পিসির জন্য একটা সাজেস্ট করুন তো। মানে, 1 জিবি ram এর পিসিতেও যেন খুব ভালোমতো চলে।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ভাই, আমার পিসি নাই।
      এজন্য পারছি না সাজেস্ট করতে।
    2. Forhad Rahman Author says:
      পিসিতে ctrl+G চেপে উইন্ডোজের built-in স্ক্রিন রেকর্ড চালু করা যায়, ট্রাই করতে পারেন।
      থার্ড পার্টি সফটওয়্যারের মধ্যে Camtasia ব্যবহার করে দেখতে পারেন, বেশ ভালো একটা অ্যাপ। ভিডিও এডিটও করতে পারবেন এটা দিয়ে।
  2. SmNishan Contributor says:
    awesome post,
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. স্বপ্ন Author Post Creator says:
  3. Sakil Ahmed Author says:
    shovon bro, pc screen recording er jonno ei post ta dekte paren
    1. স্বপ্ন Author Post Creator says:
      ?
  4. Riad293543 Contributor says:
    Use korsi valo app
    1. স্বপ্ন Author Post Creator says:
      ?
  5. SafiullahArqami Contributor says:
    DU recorder কেমন এটা থেকে
    1. স্বপ্ন Author Post Creator says:
      ভাই আমার মতে এডিভি ভালো
  6. Asraf Uddin Contributor says:
    ভাই nokia 2 te গেইম রেকর্ড করার কোন ওয়ে আছে।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ভাই জানা নেই।
  7. Mohammad Ismail Author says:
    Du recorder is the best
    1. স্বপ্ন Author Post Creator says:
      কি আছে ডিউ রেকর্ডারে ভাই।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  8. Ragib Hossen Contributor says:
    প্রথমে na likhe ১মে likhsilen…vabsilam 1 st may theke dwnld krbo naki ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      হি হি হি ???
  9. Ragib Hossen Contributor says:
    প্রথমে na likhe ১মে likhsilen…vabsilam 1 st may theke dwnld krbo naki ?
  10. DreamStar RoNy Contributor says:
    valo… but apnr kase vlo lgce bolei j eta best hbe 1 nmbr hbe ta kintu noy.. esb bisoy dkhe sune likben
    1. স্বপ্ন Author Post Creator says:
      টাইটেল ভালোভাবে পড়ে বুঝে তারপর কমেন্ট করুন, আমার কাছে বেস্ট হওয়ার কিছু আলাদা বিষয় দেখেছি বলেই আমার কাছে বেস্ট।
      পোস্টে তা ভালোভাবেই বলেছি, না বুঝে শুনে উপদেশ দিতে শুরু করেন।
    1. স্বপ্ন Author Post Creator says:
      হুমম ভাই।
  11. Sarif Islam Expert Author says:
    গুড
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ
  12. sonnasi Subscriber says:
    imo video call record krte parbe?
    1. স্বপ্ন Author Post Creator says:
      মনে হয় পারবে, আমি দেখি নাই ইমুতে কথা বলে রেকর্ড করে।
  13. sonnasi Subscriber says:
    imo video call record krte parbe?
  14. Uzzal Mahamud Pro Author says:
    ভিডিও এর সাইজ কেমন হয়।
  15. স্বপ্ন Author Post Creator says:
    অনেক কম হয়, কনভার্ট করার প্রয়োজন হয়ন।
  16. AMMIZAN Contributor says:
    Bro ato kosto kore ekta post korlam ta ekhn o pending a kn
  17. rajusylhet24 Contributor says:
    ভিিডও হয় তবে নিল পর্দা পরে থাকে কি করব

Leave a Reply