আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার  নিয়ে (বিস্তারিত) আলোচনা 

“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “

বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা _

ওয়ারেন্ট অফিসার  বা জুনিয়ার কমিশনড অফিসার (বা J.C.O)

ওয়ারেন্ট অফিসার সমতুল্য  = পুলিশ এর ওসি 

ওয়ারেন্ট অফিসার  মূলত দুই ভাবে হওয়া যায় 

১ * সৈনিক থেকে ধাপে ধাপে 

সৈনিক থেকে ওয়ারেন্ট অফিসার   হলে সেটি যে কোন কোরের হতে পারেন জেমনঃই এম ই, সিগ্নাল, বেঙ্গল ইত্যাদি ।

  • চাকরির শেষ বয়স এ এসে ওয়ারেন্ট অফিসার পদবি পায়।
  •  সৈনিক থেকে বেশির ভাগ মানুষ এই পদবি তে এসে অবসর নেয় বা চাকরির বয়স শেষ হয়ে যায়।
  • সরাসরি জে সি ও এর তুলনায় সম্মান তুলনা মুলক কম ।
  •  
  • বেতনঃ সব মিলিয়ে ৪০-৫০ হাজার  বা এর বেশি ও হতে পারে  (কারন সৈনিক থেকে ধাপে ধাপে আসার জন্য)
  •  

       ২ * সরাসরি ওয়ারেন্ট অফিসার বা (এডুকেশন জে সি ও)

[এটি সুধুমাএ পুরুষ দের জন্য ( মেয়েরা আবেদন করতে পাড়বেন না ) ]

 সরাসরি ওয়ারেন্ট অফিসার  হলে এখানে একটি কোর ই দেয়া হয় সেটি হলো 

 এ ই সি (A.E.C) (সেনাশিক্ষা কোর) 

  • সরাসরি ওয়ারেন্ট অফিসার থেকে জি এল কমিশন পরীক্ষার মাধ্যমে সর্বচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হওয়া যায়।
  • সাধারণ ওয়ারেন্ট অফিসার এর তুলনায় সম্মান বেশি এবং সুযোগ সুবিধা বেশি ।
  • বেতনঃ বেসিক ২২-২৫ হাজার টাকা সব মিলিয়ে ৩০ এর মত (প্রথম অবস্থায় )
  • কাজ ঃ ট্রেনিং এর রিকুট দের পরীক্ষার খাতা কাটা ইত্যাদি এবং বিভিন্ন বিষয়ে অফিসার দের ক্লাস নেয়া ।
  •  

       যোগ্যতা ঃ

  • অবিবাহিত 
  • উচ্চতা- ৫’৬ (সাধারণ স্কেল এ ৫’৭ থাকলে ভালো)
  • বসয় -২০-২৮
  • ওজন- ৫০ (মিনিমাম)
  • শিক্ষাগত যোগ্যতা -স্নাতক/সমমান C-GPA-2.00 এবং এস এস সি এবং এইচ এস সি GPA – 3.00 (মিনিমাম)
  • সাঁতার জানা আবশ্যক 

      নিয়োগ পদ্ধতি ঃ

সার্কুলার এর নিদিষ্ট তারিখ এ নিজ জেলার সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে 

সেদিন –

প্রাথমিক মেডিক্যাল 

প্রাথমিক ভাইবা 

*

এখানে থেকে নির্বাচিত হুলে

লিখিত পরীক্ষা হবে 

*

লিখিত পরীক্ষার রেজাল্ট আর্মি ওয়েবসাইট এ প্রকাশ হবে (লিখিত পরীক্ষার দিন সব বলে দিবে)

লিখিত পরীক্ষায় উর্তিন হলে 

*

ফাইনলান মেডিক্যাল বা চূড়ান্ত মেডিক্যাল হবে

*

চূড়ান্ত মেডিক্যাল এ নির্বাচিত হলে 

*

চূড়ান্ত ভাইবা হবে 

*

চূড়ান্ত ভাইবা তে নির্বাচিত হলে 

*

নিয়োগ পএ প্রদান করা হবে 

[ ১২ সপ্তাহের সামরিক এবং ১৯ সপ্তাহের বেসিক পশিক্ষন প্রদান করা হবে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট ]


(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ ডিফেন্স জব অথবা মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)

(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)

আমাদের চ্যানেল – Career Messages 

(আমার ম্যাসেঞ্জার GROUP  এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP  এ জানিয়ে দিবো _

 এবং  যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP  এটি)

লিংক – (Career Messages)

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

আল্লাহ্‌ হাফেজ 

12 thoughts on "বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিয়ে (বিস্তারিত) আলোচনা"

  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    ভালো তো
    1. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      tnx
  2. Junayed Reza Contributor says:
    ধন্যবাদ ভাই, অনেক উপকৃত হলাম।
    1. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      wc…and thank for your comments
  3. Avatar photo Nisho Contributor says:
    Sudhu Army na, Airforce, Navy niye post korar jonno request roilo ?
    1. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      thanks… stay with us
  4. circular dibe kobe janen sonik pode
    1. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      june or July (maybe)
  5. Avatar photo Raihan_Islam Author says:
    group a join hte parci na…
    1. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      keno ki problem
    2. Avatar photo Raihan_Islam Author says:
      join hy na
    3. Avatar photo IshFaQ Subscriber Post Creator says:
      Try koren abr…..

Leave a Reply