আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিয়ে (বিস্তারিত) আলোচনা
“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “
বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা _
ওয়ারেন্ট অফিসার বা জুনিয়ার কমিশনড অফিসার (বা J.C.O)
ওয়ারেন্ট অফিসার সমতুল্য = পুলিশ এর ওসি
ওয়ারেন্ট অফিসার মূলত দুই ভাবে হওয়া যায়
১ * সৈনিক থেকে ধাপে ধাপে
সৈনিক থেকে ওয়ারেন্ট অফিসার হলে সেটি যে কোন কোরের হতে পারেন জেমনঃই এম ই, সিগ্নাল, বেঙ্গল ইত্যাদি ।
- চাকরির শেষ বয়স এ এসে ওয়ারেন্ট অফিসার পদবি পায়।
- সৈনিক থেকে বেশির ভাগ মানুষ এই পদবি তে এসে অবসর নেয় বা চাকরির বয়স শেষ হয়ে যায়।
- সরাসরি জে সি ও এর তুলনায় সম্মান তুলনা মুলক কম ।
- বেতনঃ সব মিলিয়ে ৪০-৫০ হাজার বা এর বেশি ও হতে পারে (কারন সৈনিক থেকে ধাপে ধাপে আসার জন্য)
২ * সরাসরি ওয়ারেন্ট অফিসার বা (এডুকেশন জে সি ও)
[এটি সুধুমাএ পুরুষ দের জন্য ( মেয়েরা আবেদন করতে পাড়বেন না ) ]
সরাসরি ওয়ারেন্ট অফিসার হলে এখানে একটি কোর ই দেয়া হয় সেটি হলো
এ ই সি (A.E.C) (সেনাশিক্ষা কোর)
- সরাসরি ওয়ারেন্ট অফিসার থেকে জি এল কমিশন পরীক্ষার মাধ্যমে সর্বচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হওয়া যায়।
- সাধারণ ওয়ারেন্ট অফিসার এর তুলনায় সম্মান বেশি এবং সুযোগ সুবিধা বেশি ।
- বেতনঃ বেসিক ২২-২৫ হাজার টাকা সব মিলিয়ে ৩০ এর মত (প্রথম অবস্থায় )
- কাজ ঃ ট্রেনিং এর রিকুট দের পরীক্ষার খাতা কাটা ইত্যাদি এবং বিভিন্ন বিষয়ে অফিসার দের ক্লাস নেয়া ।
যোগ্যতা ঃ
- অবিবাহিত
- উচ্চতা- ৫’৬ (সাধারণ স্কেল এ ৫’৭ থাকলে ভালো)
- বসয় -২০-২৮
- ওজন- ৫০ (মিনিমাম)
- শিক্ষাগত যোগ্যতা -স্নাতক/সমমান C-GPA-2.00 এবং এস এস সি এবং এইচ এস সি GPA – 3.00 (মিনিমাম)
- সাঁতার জানা আবশ্যক
নিয়োগ পদ্ধতি ঃ
সার্কুলার এর নিদিষ্ট তারিখ এ নিজ জেলার সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে
সেদিন –
প্রাথমিক মেডিক্যাল
প্রাথমিক ভাইবা
*
এখানে থেকে নির্বাচিত হুলে
*
লিখিত পরীক্ষা হবে
*
লিখিত পরীক্ষার রেজাল্ট আর্মি ওয়েবসাইট এ প্রকাশ হবে (লিখিত পরীক্ষার দিন সব বলে দিবে)
লিখিত পরীক্ষায় উর্তিন হলে
*
ফাইনলান মেডিক্যাল বা চূড়ান্ত মেডিক্যাল হবে
*
চূড়ান্ত মেডিক্যাল এ নির্বাচিত হলে
*
চূড়ান্ত ভাইবা হবে
*
চূড়ান্ত ভাইবা তে নির্বাচিত হলে
*
নিয়োগ পএ প্রদান করা হবে
[ ১২ সপ্তাহের সামরিক এবং ১৯ সপ্তাহের বেসিক পশিক্ষন প্রদান করা হবে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট ]
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ ডিফেন্স জব অথবা মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)
(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)
আমাদের চ্যানেল – Career Messages
(আমার ম্যাসেঞ্জার GROUP এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP এ জানিয়ে দিবো _
এবং যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP এটি)
লিংক – (Career Messages)
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
12 thoughts on "বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিয়ে (বিস্তারিত) আলোচনা"