আসসারামু আলাইকুম, আজকে আপনাদের সাথে Samsung Galaxy A70 এর সম্পুর্ণ রিভিউ করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি…
Price: ৳38,990 Taka (Official Price)
Samsung Galaxy A70
★ Display: এই স্মার্টফোনটিতে 6.7 inches এর একটি বড় ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন Full HD+ 1080 x 2400 pixels (393 ppi)। যার কারণে আপনি এটিকে Full HD ভিডিও সুন্দর ভাবে দেখতে পারবেন। এছাড়া এর ডিসপ্লের উপর দিকে রয়েছে একটি ছোট্ট নচ। এই স্মার্টফোনটিতে কোন প্রটেকশন ইউজ করা হয়েছে কিনা সেটা জানা যায়নি। এতে Super AMOLED Touchscreen ডিসপ্লে ব্যবহার করার কারণে এই স্মার্টফোনটির কালার্স এবং ব্রাইটনেস ছিল অনেক ভালো। এছাড়া আপনারা হয়তো জানেনই স্যামসাং এর Super AMOLED Touchscreen ডিসপ্লে এর কালারস এবং ব্রাইটনেস কতটা High।
★ Camera: Samsung Galaxy A70 তে পেছনে যথাক্রমে 3 টি ক্যামেরা(32+8+5 Megapixel) ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আপনারা Ultra HD 4K (2160p) তে ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে স্মার্টফোনটির সামনে 32 Megapixel এর একটি হাই রেজুলেশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে আপনারা Full HD (1080p) ভিডিও রেকর্ড করতে পারবেন।
★ Storage & Chipset: এই স্মার্টফোনটিতে 6 GB Ram এবং 128 GB Rom ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 675 (11 nm)। এছাড়া এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa core, up to 2.0 GHz। যা দিয়ে আপনারা যে কোন হাই কোয়ালিটির গেম এতে সুন্দরভাবে খেলতে পারবেন। এতে হাই কোয়ালিটির প্রসেসর ব্যবহার করার কারণে এই ফোনটির পারফরম্যান্স ছিল অনেক ভালো।
★ Security: Performance & Others: এতে সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করার কারণে আপনারা ডিসপ্লের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে আপনার ফোনটি আনলক করতে পারবেন। এতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক এর স্পিড ছিল যথেষ্ট ফাস্ট।
★ Performance And Others: এ স্মার্ট ফোনটিতে ভালো ফিচার ব্যবহার করার কারণে এর পারফরম্যান্স ছিল অনেক ভালো। এতে হাই কোয়ালিটির গেমগুলো অনায়াসে চালানো যায়। এছাড়া এতে বেশী ব্যাটারি(4500 mAh) ব্যবহার করার কারণে আপনার অনেকক্ষণ ধরে ব্যাকআপ পাবেন। এছাড়া সাধারন ব্যাবহারকারীরা এর ব্যাটারি ব্যাকআপ দুইদিন পর্যন্ত পেতে পারেন।
Imaze
Samsung Galaxy A70 Full Specifications
? CONNECTIVITY ?
Network: 2G, 3G, 4G support (Yes)
SIM: Dual Nano SIM
WLAN: (Yes) dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot
Bluetooth: (Yes) v5.0 – A2DP, LE
GPS: (Yes) A-GPS, GLONASS, BDS, Galileo
Radio: (Yes) FM
USB: v2.0
OTG: Yes
USB Type-C: Yes
? BODY ?
Style: Minimal Notch
Material: Glass front, plastic body
Water Resistance: No
Weight: 183 grams
? DISPLAY ?
Size: 6.7 inches
Resolution: Full HD+ 1080 x 2400 pixels (393 ppi)
Technology: Super AMOLED Touchscreen
Protection: No
Features: Multitouch, Always-on display
? BACK CAMERA ?
Resolution: Triple 32+8+5 Megapixel
Features: PDAF, ultrawide, f/1.7, f/2.2 & f/2.2, depth sensor, LED flash, portrait, super slow-mo & more
Video Recording: Ultra HD 4K (2160p)
? FRONT CAMERA ?
Resolution: 32 Megapixel
Features: F/2.0, HDR, 0.8µm, portrait & more
Video Recording: Full HD (1080p)
? BATTERY ?
Type and Capacity: Lithium-polymer 4500 mAh (non-removable)
Fast Charging: (Yes) 25W Fast Battery Charging
? PERFORMANCE ?
Operating System: Android Pie v9.0 (One UI)
Chipset: Qualcomm Snapdragon 675 (11 nm)
RAM: 6 GB
Processor: Octa core, up to 2.0 GHz
GPU: Adreno 612
? STORAGE ?
ROM: 128 GB
MicroSD Slot: (Yes) up to 512 GB (dedicated slot)
? SOUND ?
Features: Loudspeaker, audio & video players, noise cancellation mic., Dolby Atmos
? SECURITY ?
Fingerprint: (Yes) In-display
Face Unlock: Yes
? OTHERS ?
Notification Light
Sensors: Accelerometer, Gyro, Proximity, Fingerprint, E-Compass, Ambient Light
Manufactured by: Samsung
সৌজন্যে: Ghaner Alo
★ আসছে নকিয়ার নতুন অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন
★ Xiaomi Mi CC9 Full Specifications And Price In Bangladesh
★ OnePlus 7 Pro Full Specifications & Price In Bangladesh
★ বাংলাদেশে কার্যক্রম চালু করছে মার্কিন জায়ান্ট আমাজন!!
আশাকরি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাথে থাকুন, আল্লাহ্ হাফেজ।
8 thoughts on "Samsung Galaxy A70 Full Specifications And Price In Bangladesh"