গুগল অ্যাসিস্ট্যান্ট এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি যেকোনো প্রশ্নে জিজ্ঞেস করলে সে 100% সঠিক উত্তর আপনাকে দিয়ে দিবে। এটি গুগল তৈরি করেছে কয়েক বছর আগে, সাধারণত যে কোন এন্ড্রয়েড ফোনের হোম বাটন প্রেস করে ধরে রাখলেই গুগোল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ টি ওপেন হয়ে যায়। তবে কিছু কিছু ফোনে কাজ করে না।
সাধারণত এর মাধ্যমে আমরা ইংরেজিতে কনভারসেশন করতে পারি।
কিন্তু আজকে আপনাদের সাথে আমি দেখাবো যে কিভাবে আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে সম্পূর্ণ বাংলায় কথা বলতে পারেন। আগেই বলে রাখি যাদের ফোন অনেক পুরাতন ভার্সন তাদের কাজ করতে নাও পারে। তাদের ফোনে ইংরেজিতে কথা বলতে হবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে। যারা আপডেট ফোন ইউজ করেন তাদের ফোনে এটি কাজ করবে। এখন আপনারা খুব সহজেই বাংলায় কথা বলতে পারবেন গুগল এসিসটেন্ট এর সাথে।
চলুন শুরু করি।

প্রথমে আপনি প্লে স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করুন google assistant লিখে,

যদি আপনার গুগল অ্যাসিস্টেন্ট পুরাতন হয়ে যায় তাহলে আপডেট করে নিন এবং যদি না থাকে তাহলে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে প্রথমে উপরের মার্ক করা তিনটা এখানে ক্লিক করুন

সেটিং অপশনে ক্লিক করুন

এবার ল্যাঙ্গুয়েজে ক্লিক করুন

এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যান এবং দেখুন সেখানে লেখা রয়েছে বাংলা (ভারত) সেটা সিলেক্ট করে সেভ করে নিন।

ওকে আপনার কাজ শেষ

এখন মাইক্রোফোনটি চেপে ধরে রাখুন এবং মুখে বলে যা খুশি প্রশ্ন করুন

আপনি গুগল এসিস্টেন্ট সাথে বাংলায় কথা বলুন এবং মজা নিন। আপনাি চাইলে গুগোল অ্যাসিস্ট্যান্ট এর সাথে মজা করতে পারেন। নিচের স্ক্রীনশট গুলো দেখুন আমি কিভাবে গুগোল এর সাথে মজা করেছি।

এছাড়াও আপনাদের যদি কোন প্রশ্ন জানার প্রয়োজন থাকে সেটা করতে পারেন গুগোল অ্যাসিস্ট্যান্ট এর সাথে সাথে। সে 100% সঠিক উত্তর আপনাকে দিয়ে দিবে। যেমনটি আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।

বিস্তারিত এই ভিডিওতে।

https://youtu.be/dCrui9CO_Bo

All credit goes to
? bdTop Report Youtube

করছি আপনাকে নতুন কিছু শেখাতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে

12 thoughts on "এবার এবার গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে বাংলায় কথা বলুন এবং মজা নিন।"

  1. Avatar photo sakhawat063 Author says:
    আজ থেকে ২৯০ দিন আগেই এটা নিয়ে পোস্ট করা হয়েছিল। কয়েকদিন আগে আমি এই ব্যাপারটা নিয়ে পোস্ট লিখে পাবলিশ করার আগে দেখি এটা নিয়ে পোস্ট করা হয়ে গেছে। আমার পরিশ্রম মাটি হয়ে গেছিল ?
    1. Avatar photo Swapnil Contributor says:
      Soo sad bro
  2. Rahat Islam Contributor says:
    দারুন পোস্ট।
  3. Avatar photo King Author says:
    Good Post.. Keep it up✅✅
  4. Avatar photo Md Al-Amin Islam Contributor says:
    Vaiya M20 Te Google Assistance Ber Korbo Ki Vabe?
    1. Avatar photo Sanvi Rahman Contributor Post Creator says:
      Bulid in na thakle play store theke download korun

Leave a Reply