আপনি যদি টাইটেল এবং থামলাইন দেখে পোস্টটি দেখতে ছুটে চলে আসেন তাহলে বলবো পোষ্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ,
তাই একটু কষ্ট করে হলেও পোস্টটি সম্পূর্ণ পড়ার ট্রাই করুন‌।

সাধারণত আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা সব সময় ২ জিবি থেকে ২ গিগাবাইট র্যাম এর ফোন বেশি ইউজ করি। তো এখন প্রবলেমটা হলো যখনই আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে থাকি।

লাইক পাবজি ফ্রী ফায়ার এমন বড় বড় গেম যখন ইন্সটল করি, তখন খুব তাড়াতাড়ি আমাদের স্টোরেজঃ ফুরিয়ে যায়।
এই সমস্যার সমাধান মিলবে যদি আপনার কাছে একটা বড় ক্যাপাসিটির এইচডি কার্ড থাকে মানে মেমোরি কার্ড আর কি।
তো সাধারণত আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষী ৩২ জিবি কিংবা তার বেশি ক্যাপাসিটর মাইক্রো এসডি কার্ড ইউজ করে থাকি,

আপনি জানলে অবাক হবেন আমি আজ এমন একটা ট্রিক দেখাবো যার মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে সরাসরি কোন অ্যাপ ডাউনলোড করলে সেটা আপনার ফোনের স্টোরেজঃ খেয়ে ফেলবেনা আপনার মেমোরিতে ইন্সটল হবে।

তো চলুন দেখি কিভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই সেটা মেমোরিতে ইন্সটল হবে প্রসেসটা কি।

তো ফার্স্ট অফ অল আপনার ফোনের মধ্যে থাকা সেটিং এ চলে যান।
তারপর এবাউট ফোন এ ক্লিক করুন এবার বুলেট নাম্বারের উপর পাঁচবার পরপর ক্লিক করতে থাকুন।



এবার খেয়াল করলে দেখবেন আপনার ফোনের মধ্যে একটা নতুন অপশন যোগ হয়েছে ডেভলপার নামে। তো আপনি সরাসরি ওইটার মধ্যে চলে যান।
এবার নিচের স্ক্রিনসট অনুযায়ী করে ফেলুন।


ব্যাস আপনার কাজ শেষ এইবার প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করলে সেটা সরাসরি আপনার মেমোরি কার্ডে ইন্সটল হবে।

তো আজকের মতো এই পর্যন্তই কথা হবে নতুন কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।

15 thoughts on "গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করুন আপনার মেমোরি কার্ডে।"

  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    প্রমাণ কই
  2. Avatar photo sopon Author says:
    ? কাজ হয় না কেন?
    1. Avatar photo Hridoy Contributor Post Creator says:
      আমি ক্ষমাপ্রার্থী,
      আমি ভেবেছিলাম হয়তো সব ডিভাইসে কাজ করবে!
  3. Avatar photo NS Sabur Legend Author says:
    Not working
    1. Avatar photo Hridoy Contributor Post Creator says:
      ব্রো আসলে আমি বুঝতে পারি নাই,
      যে এটা সকল ডিভাইসে কাজ করবে কিনা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
  4. Rayhan Hosen Refat Author says:
    bro this is not applicable for all android devices
    1. Avatar photo Hridoy Contributor Post Creator says:
      আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমার সেটা জানা ছিলনা।
  5. sabbir7763 Contributor says:
    vai Thanks ???
  6. Avatar photo MD Shiful Islam Author says:
    কাজ করে না
  7. Avatar photo Md maruf Author says:
    কেউ কি বলতে পারবোন যে trainer request দিছেন আপনি আপনার কত সময়ের মধ্য reply দিছে
  8. Avatar photo Rs Abubokor Contributor says:
    ফাল.তু পোস্ট।এই ট্রিক ললিপপ ভার্সনের পরে কাজ করেনা
  9. Avatar photo Oliullah Contributor says:
    মেমোরি কার্ডকে ফোন মেমোরি করলে এই ট্রিক কাজ করবে।
    1. Avatar photo Hridoy Contributor Post Creator says:
      Hmmm!
  10. DeshBD Team Contributor says:
    আপনাদের কারো কাছে যদি WordPress এর পয়েন্ট এবং লিডারবোর্ড প্লাগিন আছে?

    কারো কাছে থাকলে প্লিজ ডাউনলোড লিংক টা দিয়ে Help করুন!

    [ধন্যবাদ]

Leave a Reply