Site icon Trickbd.com

পুলিশ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি । (H.S.C) এইচ এস সি পাশে সরাসরি ( এ এস আই ) বা সহকারী সাব ইনস্পেকটর

অবশেষে বাংলাদেশের পুলিশ এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হলো  –

অন্য দিকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে –

গত ৮ এ মার্চ ২০২০ তারিখ এ বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট ৫ টি বিভিন্ন পদে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । যার মধ্যে একটি পদ ছিল – পুলিশ এর এ এস আই বা সহকারী সাব ইনস্পেকটর ।


উক্ত সার্কুলার এ আবেদন করার শেষ তারিখ গত ৫ এপ্রিল ২০২০ পর্যন্ত ছিল । কিন্তু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে এর সময় বারিয়ে আগামী ১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত করা হয়েছে ।

সরাসরি পুলিশ এর যে, সাব ইনস্পেকটর পদে সার্কুলার হয় সেটি থেকে এই সার্কুলার কিছুটা আলাদা –
যেমন – সাধারণ সার্কুলার এ দেয়া সরাসরি সাব ইনস্পেকটর পদ এ যোগদান করার পর তাদের কে দেশের বিভিন্ন থানা সহ যে কোন কাজের দায়িত্ব দেয়া হয় ।

আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর এর পদ টি শুধুমাত্র চট্টগ্রাম বন্দর এর বিভিন্ন নিরাপত্তা জনিত কার্যক্রম এর জন্য নিয়োগ দেয়া হবে ।

সরাসরি সাব ইনস্পেকটর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর পদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য জেনে নিন –

নাম্বার – ১
সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক বা সমমান থাকতে হবে –
অন্যদিকে চট্টগ্রাম বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচ এস সি সম্পূর্ণ করা প্রার্থী থেকে আবেদন করা যাবে ।

নাম্বার – ২

সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৯ থেকে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন করা যায়।
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে ।

নাম্বার – ৩
সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি হলে আবেদন করা জায় –
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে ।

নাম্বার – ৪
নাম্বার – সরাসরি সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।
এবং অন্যদিকে সহকারী সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।

এই হলো বিশেষ কিছু পার্থক্য এছাড়াও আরো ছোট খাটো কিছু পার্থক্য রয়েছে যা আপনারা সার্কুলার দেখলেই বুঝতে পারবেন ।
এবং উক্ত পদে সকল জেলার প্রার্থী ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন –

সার্কুলার ডাউনলোড লিং ( G.DRIVE ) 

অন্যান্য পোষ্ট – 

উচ্চতা বাড়ানোর ৫টি কার্যকরী উপায় । ১০০/১০০ কাজ । Effective Ways To Increase Height

সেনাবাহিনীর কোন পদবীর কাজ কি ? সৈনিক থেকে সেনাপ্রধান পর্যন্ত জেনে নিন। Bangladesh Army

কারিগরি / ডিপ্লোমা করা শিক্ষার্থীরা ডিফেন্স এর কোন বাহিনী তে চাকরি করতে পারবে ? নাকি পারবে না ? ( বিস্তারিত)

www.Youtube.Com/CareerMessage
সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফে-য ।