অবশেষে বাংলাদেশের পুলিশ এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হলো –
অন্য দিকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে –
গত ৮ এ মার্চ ২০২০ তারিখ এ বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট ৫ টি বিভিন্ন পদে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । যার মধ্যে একটি পদ ছিল – পুলিশ এর এ এস আই বা সহকারী সাব ইনস্পেকটর ।
উক্ত সার্কুলার এ আবেদন করার শেষ তারিখ গত ৫ এপ্রিল ২০২০ পর্যন্ত ছিল । কিন্তু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে এর সময় বারিয়ে আগামী ১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত করা হয়েছে ।
সরাসরি পুলিশ এর যে, সাব ইনস্পেকটর পদে সার্কুলার হয় সেটি থেকে এই সার্কুলার কিছুটা আলাদা –
যেমন – সাধারণ সার্কুলার এ দেয়া সরাসরি সাব ইনস্পেকটর পদ এ যোগদান করার পর তাদের কে দেশের বিভিন্ন থানা সহ যে কোন কাজের দায়িত্ব দেয়া হয় ।
আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর এর পদ টি শুধুমাত্র চট্টগ্রাম বন্দর এর বিভিন্ন নিরাপত্তা জনিত কার্যক্রম এর জন্য নিয়োগ দেয়া হবে ।
সরাসরি সাব ইনস্পেকটর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর পদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য জেনে নিন –
নাম্বার – ১
সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক বা সমমান থাকতে হবে –
অন্যদিকে চট্টগ্রাম বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচ এস সি সম্পূর্ণ করা প্রার্থী থেকে আবেদন করা যাবে ।
নাম্বার – ২
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে ।
নাম্বার – ৩
সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি হলে আবেদন করা জায় –
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে ।
নাম্বার – ৪
নাম্বার – সরাসরি সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।
এবং অন্যদিকে সহকারী সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।
এই হলো বিশেষ কিছু পার্থক্য এছাড়াও আরো ছোট খাটো কিছু পার্থক্য রয়েছে যা আপনারা সার্কুলার দেখলেই বুঝতে পারবেন ।
এবং উক্ত পদে সকল জেলার প্রার্থী ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন –
- আবেদন করার নিয়ম অনুযায়ী – www.jobscpa.org/ এই ওয়েবসাইট এ প্রবেশ করার পর নির্দিষ্ট পদবী টি সিলেক্ট করার পর –
একটি ফর্ম আসবে সেটি সঠিক ভাবে বাংলা এবং ইংরেজি তে পূরণ করতে হবে –
তারপর আবেদন এর হার্ড কপি সহ ব্যাংক ড্রাফট করার একটি পেজ পাবেন সেটি প্রিন্ট করে ব্যাংক ড্রাফট করতে হবে ।
বিস্তারিত সার্কুলার এ দেখুন ।
সার্কুলার ডাউনলোড লিং ( G.DRIVE )
অন্যান্য পোষ্ট –
উচ্চতা বাড়ানোর ৫টি কার্যকরী উপায় । ১০০/১০০ কাজ । Effective Ways To Increase Height
সেনাবাহিনীর কোন পদবীর কাজ কি ? সৈনিক থেকে সেনাপ্রধান পর্যন্ত জেনে নিন। Bangladesh Army
www.Youtube.Com/CareerMessage
সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফে-য ।
2 thoughts on "পুলিশ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি । (H.S.C) এইচ এস সি পাশে সরাসরি ( এ এস আই ) বা সহকারী সাব ইনস্পেকটর"