Symphony মানেই গরুর দামে হাতি কেনা ৷ দাম জতই সস্তা হোক তবুও Symphony ফোন অনেক ভালো ৷ চায়না ফোনের উপর ভরসা রাখতে না পারলেও Symphony এর উপর ভরসা রাখতেই পারেন ৷ গ্রাম গঞ্জে সহর গলিতে যেখানেই যান পেয়ে যাবেন Symphony ৷
Symphony ফোনে নেটওয়ার্ক ভালো, ব্যাটারি ভালো, ক্যামেরা ভালো, Ram/Rom ভালো আর কি চাই ৷
Symphony Z30 মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনেছে গত জুলাইতে বেশ নজর কেরে এই Symphony Z30 মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, ডাবল ব্যাক ক্যামেরা, শক্তিশালী র্যাম-রম। 24 ঘন্টা কথা বলার সুবিধা ৷
Sort cut:
Symphony Z30
Price 9,790 BDT
6.52” Display
Back : 13 MP + 2 MP + 5 MP
Front: 8 MP Camera
5000 mAh Li-Polymer
1.8 GHz Octa-Core Processor
Android™ 10.0
RAM 3 GB
ROM 32 GB
Display:
- স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.52” ইঞ্চি ৷
- Density 269 ppi ৷
- এইচডি প্লাস পর্দার রেজল্যুশন ৷ ১৬০০ বাই ৭২০ পিক্সেল।
- কালার 16M ৷
Bettary: 5000 mAh Li-Polymer
- ৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি পাবেন। নরমাল ব্যাবহারে ২-৩দিন বেকাপ পাবেন।
- ১০ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। যা এই স্মার্টফোনটির ভালো দিক।
Prossesor: 1.8GHz Octacore
- Symphony Z30 ফোনটিতে পাবেন মিডিয়াটেক হিলিও এ২৫ প্রসেসর। যার স্পিড এককথায় দূর্দান্ত!!
- ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে ।
Memory:
সঙ্গে রয়েছে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম ৷ রম ৩২ জিবি পাশাপাশি ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট থাকবে।
Camera: Back : 13 MP + 2 MP
Front: 8 MP
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত অটোফোকাস ট্রিপল ক্যামেরা।
এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে সনি ১/৩.০৬ ইঞ্চির সেন্সর।
২ মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা
এবং ৩য় ক্যামেরা ৫ মেগাপিক্সেল ৷
♯ ডেপথ সেন্সর থাকবে। আলট্রাওয়াইড ভিডিও করা যাবে। স্লো মোশন ভিডিও রেকর্ডিং করা যাবে।
♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্সযুক্ত ৮ মেগাপিক্সেলের সনি ক্যামেরা।
♯ ফোনটি দিয়ে ১০৮০পি তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক। ফোনটিতে এক্সট্রা সুবিধা হিসেবে গুগল এসিস্টেন কি থাকছে।
Features:
AI, Ultra Wide Angle, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot
Special Features:
- Digital Wellbeing
- Smart Control
- Dual 4G VoLTE (Network Dependent)
- Google Assistant Key
- One Hand Mode
- Lift to Wake-up
- Notification Light
- Smart Action & Smart Gesture
More:
Symphony Z30 স্মার্টফোনটিতে ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবেনা,ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে থাকবে। পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। এই স্মার্টফোনটি ফুল ভিও ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে। গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। ১০৮০ পি তে ভিডিও সহ আরো অনেই সুবিধা পাবেন। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য দূর্দান্ত মানের একটি ফোন। Symphony Z30 এই স্মার্টফোনে ৫০০০ এম্পিয়ার ব্যাটারির সাথে দূর্দান্ত এক প্রসেসর!! ১০ ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। তার মানে আপনাকে চার্জ নিয়ে ভাবতেই হবেনা। গেমিং এর জন্য দূর্দান্ত একটি ফোন। ব্যাটারি অনেক ভালো পাশাপাশি ক্যামেরা মোটামুটি বলার মতো ভালো পাবেন। আপনার বাজেটের মধ্যে এই দামে Symphony Z30 এর চেয়ে ভালো ফোন আর নাও পেতে পারেন। প্রসেসর মোটামুটি এই বাজেটে চলার মতো। ফাস্ট চার্জার আছে যা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বললেই চলে। নয়েস কনসোলেশন থাকবে। তারমানে আপনার সামনে কোলাহল বা হৈচৈ থাকলেও অপরপ্রান্তে শুনতে সমস্যা হবেনা। এই বাজেটে Symphony Z30 চেয়ে ভালো ফোন পাবেন না। তাই চাইলে কিনে ফেলতে পারেন। ফোনটি আপনার বাজেটের মধ্যে দূর্দান্ত একটি ফোন হবে। ব্যাটারি বেকাপ নিয়ে কোন চিন্তাই করতে হবেনা। অনায়াসে ২-৩দিন চলে যাবে। এটি এই বাজেটের সেরা ফোন।
ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Symphony Z30 স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। এমনিতেও সিম্ফনি ফোনের টাচ ইসুৎ নিয়ে কোনপ্রকার অভিযোগ নেই। যেখানে নামীদামী ব্রান্ডের ফোনের অল্প দিনেই টাচ সমস্যা দেখা দেয়,সেখানে সিম্ফনি ফোন ৩-৪বছর ব্যাবহারেও টাচ ইসুৎ নেই।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Symphony Z30 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।
Price: 9,790 BDT
Symphony Z30
মডেলের ওই ফোনের দাম ৯ হাজার ৭৯০ টাকা।
Symphony শো রুম থেকে কিনতে পারবেন অথবা Symphony Z30 অনলাইনেও থেকে কেনা যাবে ।
Symphony Official Hot line number ☞ ? 16272
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Symphony Z30 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
4 thoughts on "এক নজর দেখে নিন সিম্ফোনি z30 এর ফোন রিভিউ"