Symphony মানেই অল্প দামে ভালো জিনিষ পাওয়া ৷  দাম জতই সস্তা হোক তবুও Symphony ফোন অনেক ভালো ৷ চায়না ফোনের উপর ভরসা রাখতে না পারলেও Symphony এর উপর ভরসা রাখতেই পারেন ৷ গ্রাম গঞ্জে সহর গলিতে যেখানেই যান পেয়ে যাবেন Symphony ৷ 

 

Symphony ফোনে নেটওয়ার্ক ভালো, ব্যাটারি ভালো, ক্যামেরা ভালো, Ram/Rom ভালো আর কি চাই ৷ 

 

 

 

Symphony Z30 এর পরে বাজারে এসে গেলো z30 pro মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনেছে চলতি মাসেই বেশ নজর কেরেছে এই Symphony Z30 pro মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, ডাবল ব্যাক ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। 28 ঘন্টা কথা বলার সুবিধা ৷

Sort cut:

  • Symphony Z30 pro
  • Price 10,890 BDT
  • 6.52” Display
  • Back : 13 MP + 2 MP + 5 MP
  • Front: 8 MP Camera
  • 5000 mAh Li-Polymer
  • 1.8 GHz Octa-Core Processor
  • Android™ 10.0
  • RAM 4 GB
  • ROM 64 GB

 

Display:

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.52”  ইঞ্চি ৷ Density 269 ppi ৷

 এইচডি প্লাস পর্দার রেজল্যুশন ৷ ১৬০০ বাই ৭২০ পিক্সেল। 

কালার 16M ৷

 

Bettary: 5000 mAh Li-Polymer 

 ৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি পাবেন। নরমাল ব্যাবহারে ২-৩দিন বেকাপ পাবেন।

১০ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। যা এই স্মার্টফোনটির ভালো দিক।

Prossesor: 1.8GHz Octacore

 Symphony Z30 pro ফোনটিতে পাবেন মিডিয়াটেক হিলিও এ২৫ প্রসেসর। যার স্পিড এককথায় দূর্দান্ত!!

 ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে । 

Memory: 

সঙ্গে রয়েছে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি রম ৷ রম 64 জিবি পাশাপাশি ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট সাপোর্ট করবে ।

 

Camera: Back : 13 MP + 2 MP + 5mp

Front: 8 MP

 

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত অটোফোকাস ট্রিপল ক্যামেরা। 

এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে সনি ১/৩.০৬ ইঞ্চির সেন্সর।

 ২ মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা 

এবং ৩য় ক্যামেরা ৫ মেগাপিক্সেল ৷

 

♯ ডেপথ সেন্সর থাকবে। আলট্রাওয়াইড ভিডিও করা যাবে। স্লো মোশন ভিডিও রেকর্ডিং করা যাবে।

 

♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্সযুক্ত ৮ মেগাপিক্সেলের সনি ক্যামেরা।

 

♯ ফোনটি দিয়ে ১০৮০পি তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক। ফোনটিতে এক্সট্রা সুবিধা হিসেবে গুগল এসিস্টেন কি থাকছে।

 

Features:

AI, Ultra Wide Angle, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

 

Special Features

  • Digital Wellbeing
  • Smart Control
  • Dual 4G VoLTE (Network Dependent)
  • Google Assistant Key
  • One Hand Mode
  • Lift to Wake-up
  • Notification Light
  • Smart Action & Smart Gesture

 

More:

 Symphony Z30 Pro স্মার্টফোনটিতে ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবেনা,ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে থাকবে। পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। এই স্মার্টফোনটি ফুল ভিও ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে। গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। ১০৮০ পি তে ভিডিও সহ আরো অনেই সুবিধা পাবেন। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য দূর্দান্ত মানের একটি ফোন। Symphony Z30pro এই স্মার্টফোনে ৫০০০ এম্পিয়ার ব্যাটারির সাথে দূর্দান্ত এক প্রসেসর!! ১০ ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। তার মানে আপনাকে চার্জ নিয়ে ভাবতেই হবেনা। গেমিং এর জন্য দূর্দান্ত একটি ফোন। ব্যাটারি অনেক ভালো পাশাপাশি ক্যামেরা মোটামুটি বলার মতো ভালো পাবেন। আপনার বাজেটের মধ্যে এই দামে Symphony Z30 pro এর চেয়ে ভালো ফোন আর নাও পেতে পারেন। প্রসেসর মোটামুটি এই বাজেটে চলার মতো। ফাস্ট চার্জার আছে যা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বললেই চলে। নয়েস কনসোলেশন থাকবে। তারমানে আপনার সামনে কোলাহল বা হৈচৈ থাকলেও অপরপ্রান্তে শুনতে সমস্যা হবেনা। এই বাজেটে Symphony Z30pro চেয়ে ভালো ফোন পাবেন না। তাই চাইলে কিনে ফেলতে পারেন। ফোনটি আপনার বাজেটের মধ্যে দূর্দান্ত একটি ফোন হবে। ব্যাটারি বেকাপ নিয়ে কোন চিন্তাই করতে হবেনা। অনায়াসে ২-৩দিন চলে যাবে। এটি এই বাজেটের সেরা ফোন।

 

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Symphony Z30pro স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। এমনিতেও সিম্ফনি ফোনের টাচ ইসুৎ নিয়ে কোনপ্রকার অভিযোগ নেই। যেখানে নামীদামী ব্রান্ডের ফোনের অল্প দিনেই টাচ সমস্যা দেখা দেয়,সেখানে সিম্ফনি ফোন ৩-৪বছর ব্যাবহারেও টাচ ইসুৎ নেই।

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Symphony Z30 proমোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। 

Price:  10,890 BDT

Symphony Z30 pro মডেলের ওই ফোনের দাম  ১০ হাজার ৮৯০ টাকা। 

 

Symphony শো রুম থেকে কিনতে পারবেন অথবা Symphony Z30 pro অনলাইনেও থেকে কেনা যাবে । 

 

Symphony Official Online Link

 

Symphony Official Hot line number ☞ ? 16272

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Symphony Z30 pro মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷

12 thoughts on "Symphony Z30 এর পর রিলিজ হলো Z30 Pro দেখে নিন নতুন ফোনে 4/64 সাথে কি কি থাকছে | ফুল রিভিও দেখে নিন এক নজর"

    1. sopon Author Post Creator says:
      Thanks
  1. STI Lover Author says:
    Wow.bro.
    Amar to bissash e hosche na j, eto kom dame ai mobile paoya jabe.

    Tarpor o vai, symphony bole kotha,
    next time, kono problem… … …!

    1. sopon Author Post Creator says:
      Problem hobe na.. 5-6 year
    2. Hannan Khan Contributor says:
      যেভাবে বললেন ভাই মনে হচ্ছে সেম্পনি অন্য কোন গ্রহের ফোন!!!!!আমি নিজে ২ বছর Symohony z10 ব্যবহার করেছি।৩/৩২ ছিলো ফোন টি।আমার কাছে কোন দিনই এটি খারাপ মনে হয় নি।কম দামের মাঝে ভালো ফোন চাইলে আমার মতে Symohony কে – ই বেচে নেওয়া উচিৎ।
    1. sopon Author Post Creator says:
      Thanks
    1. sopon Author Post Creator says:
      Thanks
  2. STI Lover Author says:
    Amar ek boro vai apnar ai post dekhai-chilam.
    She haste haste …..!
    Than, amar kache o khub kharap lagchilo.
    Ajke tar mobile ta, tar hat theke pore nosto hoye gache.
    mobile company’r name bola jabena
    1. sopon Author Post Creator says:
      Keno
    2. STI Lover Author says:
      Name bolle chakri thakbena.
      Tai!

Leave a Reply