মুভির নাম: The Big Bull

জনরা: ক্রাইম/ ড্রামা

সাল: ২০২১

পার্সোনাল রেটিং: ৯/১০

*** No Spoiler ***

The Big Bull – হারসাদ মেহতার জীবনী নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। যদিও এর আগে এই একই ব্যক্তিকে নিয়ে SCAM 1992 নামে একটা ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছিল।

এ পর্যন্ত অভিষেক বচ্চন যতগুলো মুভি করেছে তার মধ্যে এটি আমার কাছে বেস্ট লেগেছে।

তবে অনেকেই দেখলাম যারা Scam 1992 দেখার কারণে The Big Bull না দেখেই ব্যাড রেটিং দিচ্ছে।

হারসাদ মেহতা কিভাবে ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের ভিতরে তার জীবনে পরিবর্তন এনেছে, সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। গান গুলো আমার কাছে এভারেজ লাগলেও টাইটেল ট্রাক যথেষ্ট ভাল ছিল।

এর সাথে সুন্দর ডিরেকশন, অভিষেক বচ্চন এর ডায়লগ ডেলিভারি সকল কিছুই আপ টু মার্ক ছিল। যারা ভাবছে Scam 1992 এবং The Big Bull একই তাদের জন্য সমবেদনা। কারণ Scam 1992 এবং The Big Bull এর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে।

সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা ছিল তাদের অভিনয়ও ভালো লেগেছে।

তবে একটাই অনুরোধ, কেউ Scam 1992 এর সাথে The Big Bull এর তুলনা করতে যাবেন না। একটা ওয়েব সিরিজ আরেকটা মুভি – এদের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না।

Link: Click Here

Leave a Reply