দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf বই download – The 7 habits of highly effective teenagers bangla pdf download | কিশোর-কিশোরীদের জীবনমান বদলে দেওয়ার মতো ৭টি কার্যকরী অভ্যাস। লেখকঃ শন কোভি , অনীশ দাস অপু (অনুবাদক)
দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স বই রিভিউঃ
দ্যা সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেকটিভ টিনেজার্স, লেখার স্টাইলটা অসাধারন লেগেছে। একদম পেল্লা ভাই স্টাইলেরও নয় আবার ড্যাডি স্টাইলেও নয়। কেমন কেমন করে যেন দুই তিন পেজ পড়েই আমাকে রাজী করিয়ে নিয়েছে যে বাবু তোমাকে পুরা বই পড়তেই হবে।
বইয়ে তিনি সাতটি মূল অভ্যাসের কথা বলেছেন। যেগুলোকে তিনি টিনেজার্স সময়ের এগিয়ে যাবার জন্য পাথেয় বলে মনে করেছেন। যদিও পাশ্চাত্য হিসেবে লেখা তবে আমাদের সাথেও যায়। তবে যেমন দুই নাম্বার অভ্যাসটা যেমন আমাদের ক্ষেত্রে তেমন প্রযোজ্য নয়। এখনো পিতা মাতার সাথে সন্তানদের টানাপোড়েন একদম ছাড়াছাড়ি পর্যায়ে যায়নি। বরঞ্চ বাপের খেয়ে মায়ের পোড়ে আমরা একদমই ঘরের মানুষই আছি।
কত কি।টিনেজার্স রা হয়তো অমুকে ফাস্ট হয়েছে, অমুকে এত্তগুলা কোচিং করে এই নিয়ে তুলনা করে। এই দুশ্চিন্তা দূর হবে না যদি না আমরা তুলনা করা না বন্ধ করি। একমাত্র তুলনা হল নিজের সাথে। ক্রমাগত নিজের উন্নতি করে তার সাথে তুলনা করি। অভ্যাসটা অবশ্যই রপ্ত করতে হবে।
বইয়ের নামঃ দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স
বইয়ের লেখকঃ শন কোভি , অনীশ দাস অপু (অনুবাদক)
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৫ টি।
বইয়ের ধরনঃ আত্ম-উন্নয়ন মুলক
ডাউনলোডঃ দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
2 thoughts on "দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf | The 7 habits of highly effective teenagers bangla pdf download"