আমরা সবাই জানি পাবজি এবং ফ্রী ফায়ার বাংলাদেশ থেকে তিন মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। তাই আমরা প্রায় অনেকেই ভিপিএন দিয়ে গেম খেলছি।ভিপিএন দিয়ে গেম খেলার কারণে কিন্তু আমাদের নেট পিঙ্ক হাই হয়ে যায়। আমার তো 500 থেকে 600 ভিতরে থাকে। তো আজকে আমি এর একটা সমাধান দেখাবো কিভাবে নেট পিঙ্ক আগের মত ভালো করবেন। চলুন শুরু করি…..
শুরু করার আগেই বলে রাখি।এই ট্রিক্স একটু কষ্টসাধ্য তাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে অযথা কমেন্ট বক্সে গালাগালি করবেন না।
প্রথমে আপনি যে ভিপিএন দিয়ে গেম খেলেন সেটা কানেক্ট করুন।তারপর গেম ওপেন করুন এবং ম্যাচ স্টার্ট দিন।তারপর যখন পেলেন আসবে।
তখন ফোনটি মিনিমাইজ করে ভিপিএন টি অফ করে দিন।
তারপর আগের মতো ভালো নেটে গেম খেলুন। তারপর আবার যখন ম্যাচ থেকে বের হবেন। তার আগেই ভিপিএন টি কানেক্ট করে নিন।
আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করুন।
ধন্যবাদ
Share:
Quick vpn best. All-time 100 niche thake
Chaile try korte paren
Singapore a connect korben