Site icon Trickbd.com

দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হলে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম,

আজ দেখাবো কিভাবে করোনার টিকা এর সার্টিফিকেট ডাউনলোড করবেন। যাদের অলরেডি করনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে তারাই কেবল মাত্র এই সার্টিফিকেট এবং আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন । যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet
  3. Any Browser (মোবাইল থেকে গুগল ক্রোম ইউজ করতে পারেন)
  4. যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর।

এখন, 

1. প্রথমেই আপনাকে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য  এখানে ক্লিক করুন। 

 

2. এখানে আপনি আপনার যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সে এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পুরন করে যাচাই ক্লিক করুন।

 

3. তারপর নিচে দেখবেন এমন একটি অপশন এসেছে যেখানে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা প্রথম ঘরে বসিয়ে দিন। কোড যদি আসতে দেরি করে তাহলে পুনরায় পাঠান এখানে ক্লিক করবেন।  তারপর আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এবং সার্টিফিকেটে পাসপোর্ট নাম্বার অ্যাড করতে নীচের ঘরে পাসপোর্ট নাম্বারটা লিখে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে। (পাসপোর্ট নাম্বার না থাকলে দেওয়ার দরকার নেই,  আপনি পরবর্তীতে পাসপোর্ট নাম্বার অ্যাড করতে পারবেন)

 

4. তারপর দেখবেন টিকা সনদ ডাউনলোড এমন একটি অপশন এসেছে এখানে ক্লিক করুন এবং সনদটি ডাউনলোড করে নিন।

 

5. ব্যাস ডাউনলোড শেষ । এখন পিডিএফ টি ওপেন করুন দেখবেন একটা পিডিএফ এর ভেতরে দুইটি পেজ আছে , যেখানে প্রথম পেজটা সার্টিফিকেট এবং দ্বিতীয় পেজটা আইডি কার্ড । আপনি এই দুটি প্রিন্ট করে লেমিনেটিং করে রাখতে পারেন , যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে ব্যবহার করতে পারবেন ।

 এভাবে আপনি খুব সহজে করোনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।