Site icon Trickbd.com

[জন্ম নিবন্ধন সনদ পর্ব-৩] ঘরে বসে যে কারো জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করুন.!!

আমার এখন বর্তমান ডিজিটাল একটি দেশে বাস করছি। ডিজিটাল দেশে ডিজিটাল যুকে ডিজিটাল সেবা পাবেন ঘরে বসে। এই ডিজিটাল যুগে ডিজিটাল সেবার অন্যতম হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সেবা। এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর সকল সেবা পাবেন একদম সহজেই এবং অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে না গিয়ে এবং নিজের জন্ম নিবন্ধন নিজেই করতে পারবেন বা পরিবারের যে কারো। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়া

 

ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই

 

ঘরে বসে এখন জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করুন।

 

কিন্তু নতুন করে যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে কিছু শর্ত আছে শর্ত গুলো হচ্ছেঃ-

১ নম্বর-শর্ত

২ নম্বর-শর্ত

৩ নম্বর-শর্ত

 

 

জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে প্রথমে এখানে ক্লিক করুন

তার পর জন্ম স্থান এ ঠিক দিন তার পর পরবর্তী তে ক্লিক করুন

তার পর আপনার নাম বাংলা এবং ইংরেজি তে দিন, জন্ম তারিখ, পিতামাতা কত তম সন্তান তা দিন লিংগ এবং জন্মস্থান এ ঠিকান দিন সকল তথ্য সঠিক ভাবে দিন। এবং তথ্য দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন

এখানে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন এর নাম্বার বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

জন্ম নিবন্ধন এর জন্য কে আবেদন করছে তা সিলেষ্ট করে দিন

তার পর যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

তার পর এখন আপনার প্রদান করা তথ্য গুলা ভালো করে দেখেন কোথাও কোনো ভূল আছে কি না যদি ভূল থাকে তো পূর্ববতী তে ক্লিক করে ঠিক করে নিন আর যদি সব কিছু ঠিক থাকেভতো পরবর্তী তে ক্লিক করুন

আপনার আবেদন জমা হয়ে গিয়েছে এখন আবেদন পত্র প্রিন্ট করুন তে ক্লিক করেন

তার পর আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ