আমার এখন বর্তমান ডিজিটাল একটি দেশে বাস করছি। ডিজিটাল দেশে ডিজিটাল যুকে ডিজিটাল সেবা পাবেন ঘরে বসে। এই ডিজিটাল যুগে ডিজিটাল সেবার অন্যতম হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সেবা। এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর সকল সেবা পাবেন একদম সহজেই এবং অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে না গিয়ে এবং নিজের জন্ম নিবন্ধন নিজেই করতে পারবেন বা পরিবারের যে কারো। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়া

 

ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই

 

ঘরে বসে এখন জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করুন।

 

কিন্তু নতুন করে যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে কিছু শর্ত আছে শর্ত গুলো হচ্ছেঃ-

১ নম্বর-শর্ত

  • শুন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধনের জন্য
  • টিকার কার্ড
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

২ নম্বর-শর্ত

  • ৪৬ দিন থেক ৫ বছর বয়সীদের জন্ম নিবন্ধন নিতে
  • টিকার কার্ড/স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে হতে হবে
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের সব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

৩ নম্বর-শর্ত

  • বয়স ৫ বছরের বেশি হলে
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১ নং কলামের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির আগে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যদি জন্ম ২০০১ সালের আগে হয় সেক্ষেত্রে পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সন
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনের সঙ্গে কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউনিয়ন পরিষদের সদস্য/নারী সদস্যদের স্বাক্ষরসহ সিল বাধ্যতামূলক।
  • তো শর্ত অনুযায়ী বুঝা গেলো যে, যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে তার মা-বাবা অনলাইন জন্ম নিবন্ধন এর এর নাম্বার লাগবে। যদি মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন করা না থাকে তো আগে তাদের জন্ম নিবন্ধন করাতে হবে তার পর নিজের জন্ম নিবন্ধন করতে হবে আর যদি মা-বাবা মৃত হয় তো তাদের মৃত্যু সনদ লাগবে

 

 

জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে প্রথমে এখানে ক্লিক করুন

তার পর জন্ম স্থান এ ঠিক দিন তার পর পরবর্তী তে ক্লিক করুন

তার পর আপনার নাম বাংলা এবং ইংরেজি তে দিন, জন্ম তারিখ, পিতামাতা কত তম সন্তান তা দিন লিংগ এবং জন্মস্থান এ ঠিকান দিন সকল তথ্য সঠিক ভাবে দিন। এবং তথ্য দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন

এখানে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন এর নাম্বার বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

জন্ম নিবন্ধন এর জন্য কে আবেদন করছে তা সিলেষ্ট করে দিন

তার পর যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

তার পর এখন আপনার প্রদান করা তথ্য গুলা ভালো করে দেখেন কোথাও কোনো ভূল আছে কি না যদি ভূল থাকে তো পূর্ববতী তে ক্লিক করে ঠিক করে নিন আর যদি সব কিছু ঠিক থাকেভতো পরবর্তী তে ক্লিক করুন

আপনার আবেদন জমা হয়ে গিয়েছে এখন আবেদন পত্র প্রিন্ট করুন তে ক্লিক করেন

তার পর আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

7 thoughts on "[জন্ম নিবন্ধন সনদ পর্ব-৩] ঘরে বসে যে কারো জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করুন.!!"

  1. Ys Abubokor Contributor says:
    ভাই আমার হাতে লেখা জন্মনিবন্ধনের নাম্বার অনলাইনে সার্চ দিলে কিছুই আসেনা।২০০৮ সালে আমার টা করেছিলাম।আমি কি করতে পারি?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আপনি ইউনিয়ন পরিষদে এ গিয়ে যোগাযোগ করুন
  2. Md Parvej Contributor says:
    nid die kivabe birth certificate ber korbo?
  3. Md Parvej Contributor says:
    online a babar birth certificate korte gele tar baba ma er nid ba birth er number cay segulo nai ki korbo? r babar ta korte ki ki kagoj joma dibo e kothay dibo
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আপনার বাবার বাবা-মা যদি বেচে থাকে তো তাদের জন্ম নিবন্ধন করাতে হবে তার পর আপনার বাবার করতে হবে আর মৃত হয় তো তাদের মৃত সনদপত্র লাগবে
    2. Md Parvej Contributor says:
      dada dadi mara gece onk age tader kicue nai
    3. Md Parvej Contributor says:
      ami ki NID die kono information ber korte parbo

Leave a Reply