অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, পুড়ে যাই ইত্যাদি ঘটনা ঘটে থাকে এবং আবার কি ভাবে জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করবেন এছাড়া আমাদের অনেক জন্ম নিবন্ধন সনদ হাতে লেখা হয়ে থাকে তা এখন আর কোনো স্থান এ আর ব্যবহার করা যাচ্ছে না এখন কি ভাবে জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল এ রুপান্তরিত করবেন এছাড়া কোথায় কি আবেদন করবেন এবং কোথায় গিয়ে কাগজ পাতি জমা দিবেন এবং কি কি কাগজ লাগবে তা আছকের পোস্ট এ বিস্তারিত আলোচনা করা হবে এবং দেখানো হবে।
প্রথমে এখানে ক্লিক করুন.!
এখানে আপনার ১৭ সংখ্যা জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার দিন আর জন্ম তারিখ বসে দিয়ে আনুসন্ধানে এ ক্লিক করুন।
তার পর আপনার নাম, আপনার মা-বাবার নাম চলে আসবে এখন নির্বাচন এ ক্লিক করুন
আপনি যদি জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা ডিজিটাল এ রুপান্তরিত করতে নিশ্চিত হন তা হলে কনফার্ম এ ক্লিক করুন।
তার পর এখানে ক্লিক করে আপনার বিভাগ সিলেষ্ট করে দিন
তার পর এখানে ক্লিক করে আপনার জেলা সিলেষ্ট করে দিন
তার পর এখানে ক্লিক করে আপনার উপজেলা সিলেষ্ট করে দিন
তার পর এখানে ক্লিক করে আপনার পৌরসভা বা ইউনিয়ন সিলেষ্ট করে দিন
তার পর এখানে নিজ এ টিক দিয়ে দিন।
তার পর ফোন নাম্বার এস্থানে আপনার ফোন নাম্বার বসে দিয়ে সাবমিট এ ক্লিক করুন।
তার পর আপনার ফোনে একটা এসএমএস যাবে তাতে একটা কোড থাকবে তা যত্ন সহকারে রেখে দিন এবং আবেদন পত্র প্রিন্ট এ ক্লিক করুন।
তার পর আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন।
আবেদন পত্র প্রিন্ট করার আগে যে তারিখ দিবে সে তারিখ এর মধ্যে আপনার নিকস্থ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এ গিয়ে জমা দিন এবং সাথে আপনার প্রয়োজনীত কাগজ সাথে করে নিয়ে যান (যেমন শিক্ষা গত সাটিফিকেট)
কোনো কিছু না বুঝলে Comment box এ Comment করবেন উত্তর দিয়ার চেষ্টা করবো।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
আর অনুলিপি দিয়ে সবখানে কাজ করা যাবে?
NID er sob dhoroner kaj kore thaki………
name change, date of birth change, id hariye gele 7 days e new id, new smart card ,,, etc….
asa kori help korte parbo…..
[email protected]