Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » [জন্ম নিবন্ধন সনদ পর্ব-২] ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই.!!

[জন্ম নিবন্ধন সনদ পর্ব-২] ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই.!!

এখন থেকে ৫ থেকে ৬ বছর আগে জন্ম নিবন্ধন হাতে লেখা হত। সে সময় জন্ম নিবন্ধন কে অততা গুরুত্ব কেও দিত না নানা ধরনের তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করত। জন্ম নিবন্ধন এর সাথে জাতীয় পরিচয় পত্র এর সাথে মিল নেই, জাতীয় পরিচয় পত্র এর সাথে জন্ম নিবন্ধন এর মিল নেই বা আমাদের সাটিফিকেট এর সাথে জন্ম নিবন্ধন এর মিল নেই।

সাটিফিকেট এ যে তথ্য দিয়া আছে জন্ম নিবন্ধন সে তথ্য নেই মানে আপনার নাম ঠিক আছে কিন্তু আপনার পদবি নাম ঠিক নেই। আপনার সাটিফিকেট এ আপনার মা-বাবার নাম এর শেষ এ রহমান বা ইসলাম বা খাতুন বা বেগম আছে কিন্তু জন্ম নিবন্ধন এর ঠিক নেই

এবং আপনার সাটিফিকেট এ এক জন্ম তারিখ দিয়া আছে কিন্তু জন্ম নিবন্ধন এ আর এক জন্ম তারিখ ইত্যাদি তথ্য জন্ম নিবন্ধন এ ভূল থাকে।

জন্ম নিবন্ধন এই সব তথ্য খুব সহজে ঘরে বসে সংশোধন করেন এবং আপনার সাটিফিকেট এর সাথে মিল খেরে আপনার জন্ম নিবন্ধন করে এবং আপনার মা-বাবা জাতীয় পরিচয় পত্র এর সাথে মিল রেখে আপনার জন্ম নিবন্ধন করে দিন।

তো শুরু করা যাক বিস্তারিত

প্রথমে শর্ত গুলা পড়ে নিন ভালো ভাবে এবং ভালো ভাবে বুঝার চেষ্টা করেন।

১) আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

২) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।

৩) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।

৪) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

তার পর এখানে ক্লিক করুন.!

এখানে আপনার ১৭ সংখ্যা জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার দিন আর জন্ম তারিখ বসে দিয়ে আনুসন্ধানে এ ক্লিক করুন

তার পর আপনার নাম, আপনার মা-বাবার নাম চলে আসবে এখন নির্বাচন এ ক্লিক করুন

আপনি যদি জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা ডিজিটাল এ রুপান্তরিত করতে নিশ্চিত হন তা হলে কনফার্ম এ ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করে আপনার বিভাগ সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার জেলা সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার উপজেলা সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার পৌরসভা বা ইউনিয়ন সিলেষ্ট করে দিন

তার পর এখন এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখন কি ধরনের তথ্য সংশোধন করবেন তা সিলেষ্ট করে দিন।

তার পর সঠিক তথ্য টি লিখে বসে দিন এখানে

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করে ভূল লিপিবদ্ধ করা হয়েছিলো তা সিলেষ্ট করেন

এবং আর তথ্য যদি ভূল থাকে তো আরো তথ্য সংযোজন এ ক্লিক করে উপর এর নিয়ম ঠিক করে দিন

এখন আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বাংলা ও ইংরেজি তে লিখে বসে দিন।( বিভাগ,জেলা,উপজেলা বা থানা,পোস্ট অফিস, গ্রাম, ওয়াড নম্বর, পোস্ট অফিস এর কোড, ইত্যাদি)

এখন নিজ এ ক্লিক করে যে কোন একটা ফোন নাম্বার বসে দিন এবং যেটি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন তা সংযোজন এ ক্লিক করে তার ছবি অ্যাড করে দিন

এখানে ক্লিক করেন

যেটি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন তার নাম সিলেষ্ট করে দিন

তার পর Start এ ক্লিক করুন

এখন ফি আদায় এ ক্লিক করেন তার পর সাবমিট এ ক্লিক করুন

এখন আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন এর আবেদন হয়ে গিয়েছে। আবেদনপত্র প্রিন্ট এ ক্লিক করেন। এখানে যে তারিখ দিয়া থাকবে সে তারিখ এর মধ্যে আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এ গিয়ে কাগজ পাতি এবং আবেদন পত্র নিয়ে গিয়ে জমা দিবেন কাগজ পাতি বলতে যে টি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন সে গুলা

এখন আবেদন পত্র কি ডাউনলোড করে দিন

অনেকের আবেদন পত্রটি ডাউনলোড করতে সমস্যা হবে সরাসরি প্রিন্ট এ নিয়ে যাবে। এর জন্য old Ucmini (3MB) অ্যাপ ডাউনলোড করবেন তার পর আবেদনপত্র প্রিন্ট লেখাতে tab করে ধরে লিংক টা কপি করে নিবেন। তার পর ucmini তে গিয়ে লিংক টা paste করে দিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন।

 

প্রশ্নঃ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এ দরকার কাগজ পত্র এবং আবেদন পত্র নিয়ে যেতে হবে কেনো?

উওরঃ আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য যাচাই করবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এর সচিব এবং আপনার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সচিব এর স্বাক্ষর লাগবে এই গুলার জন্য পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যেতে হবে

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

2 years ago (Oct 14, 2021)

About Author (761)

Uzzal Mahamud
Pro author

চলো সবাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলি....!!

Trickbd Official Telegram

26 responses to “[জন্ম নিবন্ধন সনদ পর্ব-২] ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই.!!”

  1. Rajcoinbase Author says:

    সংশোধন হতে কত দিন সময় লাগে ভাই? এবং এরপর জন্মসনদ কোথায় থেকে সংগ্রহ করবো?

    • Uzzal Mahamud Pro Author Post Creator says:

      সচিব যদি যাচাই করে এবং চেয়ারম্যান ও সচিব স্বাক্ষর করে তো এক দিন এ পাবেন…সচিব এর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

    • Uzzal Mahamud Pro Author Post Creator says:

      সচিব যদি সব কিছু যাচাই করে এবং চেয়ারম্যান ও সচিব স্বাক্ষর করে তো এক দিন এ পাবেন..জন্ম নিবন্ধন টি সচিব এর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

  2. Mk Sabbir Rahman Contributor says:

    Payment ta kivabe??

    • Uzzal Mahamud Pro Author Post Creator says:

      পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এর সচিব এর কাছে গিয়ে টাকা জমা দিবেন এবং তিনি কি কি করতে বলেন তা করবেন।

  3. Sajeeb Ahmed Author says:

    আমি আমার বাবার নাম চেঞ্জ করতে চাচ্ছি এটা কি সম্ভব? মানে ব্যাক্তি চেঞ্জ করতে চাচ্ছি

  4. H. M. Mozammal Hoque Contributor says:

    Birthdate Change Korte chaiteci.
    Ki ki kagoj potro niya shochib er kace jete hobe???

    • Uzzal Mahamud Pro Author Post Creator says:

      যে টি অনুযায়ী আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে চাচ্ছেন সেটি একটি ফটকপি নিয়ে যাবে

  5. Darkweb Contributor says:

    শুনেছিলাম শুধু জন্ম নিবন্ধন তারিখ সংশোধন করা যায়, জন্ম সালও কি চেন্জ করা যায়?শিউর হলে জানাবেন

  6. RM Shuvo Contributor says:

    ভাই আমাকে একটু হেল্প করেন,,,

    আমার এনআইডি কার্ডে বয়স ২০০০ দেওয়া হয়েছে
    আবার আমার এসএসসি সাটিফিকেট এ জন্ম ২০০২
    এখন এটার বয়স কমাবো কিভাবে?

  7. iT LeArNeR Contributor says:

    Vai, esob kichu union theke korle ki taka lage? Amar birth certificate ta digital korte cacchi… Sob kichu union theke korle ki taka lagbe? Lagle koto lagbej

  8. JP Contributor says:

    Great Post

  9. Shaon Author says:

    মৃত্যুর প্রমাণপত্র টা একটু দেখতে পারি?
    ২০০০ সালের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্র চায়,,কিন্তু বাবা-মা জীবীত থাকাকালীন মৃত্যুর প্রমাণপত্র কীভাবে দিবো?

    • Uzzal Mahamud Pro Author Post Creator says:

      মৃত্যুর প্রমাণপত্র হিসাবে জাতীয় পরিচয় পত্র সাবমিট দিয়ে দিন।

  10. S M Amir Hamja Contributor says:

    আমার ১৬ডিজিট আছে। চেক করবো কি ভাবে??

  11. SN Jiku Author says:

    পিডিএফ হিসেবে ডাউনলোড করা যাচ্ছে না old uc browser এর লিংকটা দিন।

  12. Remon Contributor says:

    ভাই আমার ছোট ভাই মা নাম গ্রামের নাম ভুল হইছে আমার মার জন্ম নিবন্ধন নাই এজন্য কি মার জন্ম নিবন্ধন তৈরি করতে হবে

  13. NurislamHossain Contributor says:

    Amar Certificate And NID te Amr Podobi Nai but Birth Certificate a Podobi ase amar kono problem hobe future a??

Leave a Reply

Switch To Desktop Version