খুব সহজে বানিয়ে ফেলুন ব্যক্তিগত প্রক্সি সাইট, এই পোস্টে দেখাব কিভাবে প্রক্সি সাইট বানাবেন এবং যেকোনো সাইট আনব্লক করে নিবেন।

প্রক্সি ওয়েবসাইট কি?

প্রক্সি হলো মূলত যেকোনো ওয়েবসাইটে আপনার পরিচয় গোপন করে প্রবেশ করা। প্রক্সি ব্যবহার করলে অনেকাংশে হ্যকিং থেকে বাচা যায়।

কিভাবে ফ্রিতে প্রক্সি সাইট বানাবেন?

নিচের স্ক্রিনশট ফলো করুন এবং কমান্ড দেখুন।

CENSORDODGE এর ওয়েবসাইটে প্রবেশ করুন এবং প্রক্সি ডাউনলোড করুন।

এটি আপনাকে গিটহাবের পেইজে নিয়ে যাবে। সেখান থেকে স্ক্রিপ্ট ডাউনলোড করে নিন এবং 000WEBHOST ের এ একাআউন্ট করে সেটির ফাইল মেনেজারে প্রবেশ করে ডাউনলোড করা স্ক্রিপ্ট আপলোড করে আঞ্জিপ করে দিলেই আপনার প্রক্সি সাইট রেডি।

 

 

দেখুন আমার প্রক্সি সাইট রেডী এবং বেশ ভালোভাবেই চলছে।

অনেকদিন যাবত ট্রিকবিডিতে লেখা হয় না। আশা করি এখন থেকে প্রায়ি লেখা হবে।

8 thoughts on "খুব সহজে বানিয়ে ফেলুন ব্যক্তিগত প্রক্সি সাইট"

  1. Abarul Hoque Author says:
    good post…but eta ki site er bandwidth a kono impact felbe?
    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      ha. hosting bandwidth use hobe
  2. SR Shoruv Author says:
    file extract korte gele eita ashe vai…ki korbo?
    ftp_mkdir(): Can’t create directory: File exists
    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      check solution on youtube
  3. Abu Sayed Contributor says:
    PS: বিডিক্স সার্ভারে হোস্ট করলে বিডিক্স স্পিড পাওয়া যাবে!
    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      হোরে। কিন্তু হোস্টিং নাই?

Leave a Reply