ইউজার বট বানাতে চাচ্ছেন?
প্রথমত আপনাকে জানতে হবে ইউজার বট আসলে কি?
ইউজার বট হলো telethon library ইউজ করে বানানো এমন একটি বট যেটা আপনার টেলিগ্রাম এর দৈনন্দিন কাজকে আরো সহজতর করে তুলবে।
এটার অনেক ধরণের ফিচার রয়েছে।
যেমন :

১. স্প্যাম প্রটেকশন।
২. গ্ৰুপ ম্যানেজমেন্ট।
৩. বটের মাধ্যমে চ্যাট করা। (যা দিয়ে আপনার পার্সোনাল একাউন্ট সুরক্ষিত থাকবে।)
৪. একটা সিঙ্গেল কমান্ড এ টেলিগ্রাম এর যেকোন কিছু ডাউনলোড করা।
৫. এটা দিয়ে আপনি ইউটিউবের গানও শুনতে পারবেন একদম কম এমবিতে। (ডাটা ইউজারদের জন্য ফ্রেন্ডলি)।
৬. টেলিগ্রাম এর যেকোন ফেল কে কনভার্ট এবং কমপ্রেস করতে পারবেন।
৭. টেলিগ্রাম এর যেকোন মেসেজ,ফাইল,ভিডিও ইত্যাদি নোট আকারে টেলিগ্রামেই সেভ করতে পারবেন যা একটি সিঙ্গেল কমান্ড এর মাধ্যমে যে কোন সময় বের করতে পারবেন। (পার্সোনালি খুব কাজের লাগে আমার কাছে)।
৮. NSFW ফিল্টার করতে পারবেন।
৯. যেকোন মেসেজকে ব্রডকাস্ট করতে পারবেন।

এরকম আরো বহু উপকারী প্লাগিন আছে যা আপনার টেলিগ্রাম লাইফকে আরো সহজতর করে তুলবে।

তো চলুন শুরু করা যাক কিভাবে একটি টেলিগ্রাম ইউজার বট বানাবেন।

টেলিগ্রাম ইউজার বট বানাতে গেলে আমাদের ৪ টি জিনিসের প্রয়োজন হবে।

১. একটি Github একাউন্ট।

২. টেলিগ্রাম api এবং Hash। এখানে পাবেন
৩. String Session। এখন থেকে জেনারেট করুন
৪. Redis url and password.
এখানে একাউন্ট করার পর একটা ডাটাবেইজ ক্রিয়েট করবেন এরপর ডাটাবেইজ এর কনফিগারেশন এ গেলেই Redis endpoint url এবং password পেয়ে যাবেন।এখানে ক্লিক করুন

Redis এর টিউটোরিয়াল এখানে পাবেন

প্রথমত আপনার Github একাউন্ট এ লগইন করুন।
এবং এই লিংক এ ক্লিক করে রিপু টা ফর্ক করে নিন।

এই লিংক এ ক্লিক করে Heroku তেও সেম মেথড এ এই বট বানাতে পারবেন।


এরপর okteto cloud এ যান এবং এখানে ক্লিক করুন।

এরপর এখানে ক্লিক করুন।

এরপর launch dev environment এ ক্লিক করুন।

এরপর Github এ ক্লিক করুন।

এরপর আপনার Githtub একাউন্ট এর নাম এর উপর ক্লিক করুন।

এরপর Select repositories এ ক্লিক করে Ultroid সিলেক্ট করুন এবং Authorize এ ক্লিক করুন।

এরপর variables এ ক্লিক করুন।

এরপর এই variables গুলো পেস্ট করুন।
Variables গুলো এখানে পাবেন।

এরপর launch এ ক্লিক করার পর দেখতে পাবেন Deploy স্টার্ট হয়ে গিয়েছে।


Successfully Deploy হওয়ার পর টেলিগ্রান এ গিয়ে Botfather এ যাবেন দেখবেন নতুন একটু বট ক্রিয়েট হয়েছে। সেটাই আপনার ইউজার বট। বট এ গিয়ে /start বা.help কমান্ড দিলেই সব বিস্তারিত পেয়ে যাবেন।

এই পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমাদের এই ব্লগ সাইট এ।ভিজিট করতে ভুলবেন না ☺️।এখানে ক্লিক করুন।

এবং চাইলে আমাদের টেলিগ্রাম এর মিরর গ্ৰুপ এ জয়েন করতে পারেন।
লিংক এখানে।

12 thoughts on "মাত্র ২ মিনিটেই তৈরী করুন টেলিগ্রাম ইউজার বট"

    1. Leonardo Author Post Creator says:
      Thanks
  1. shamiulahamed Contributor says:
    এই রকম আরও পোস্ট করবেন
    1. Leonardo Author Post Creator says:
      জ্বি ইনশাআল্লাহ।
      চেষ্টা করবো।
      সাথেই থাকুন ☺️
  2. The Matrix Contributor says:
    Telegram e kivabe poll create korte hoi tar akta Tutorial den
    1. Leonardo Author Post Creator says:
      Poll ক্রিয়েট করতে হলে আপনাকে গ্ৰুপ এডমিন হতে হবে।
      আপনি যদি এডমিন হোন তাহলে যেখানে থেকে ইমেইজ সিলেক্ট করেন সেখান থেকে নিচের বার স্ক্রল করলেই Poll এর অপশন পাবেন।
  3. Tasnif Islam Bipul Contributor says:
    Post ta onak vlo lagca ,
    Amon post ar o chai.

    vlobasa roilo aponar jonno.

    1. Leonardo Author Post Creator says:
      ধন্যবাদ ☺️
      সাথেই থাকুন।
  4. Sadaq Contributor says:
    আমার তো সেশন জেনারেট করার প্রসেসে ফোনে কোড আসে না! কোন সমস্যার জন্য হতে পারে এটা?
    1. Leonardo Author Post Creator says:
      কোড আসবে টেলিগ্রাম এ।
      ফোন এ না।
    2. Sadaq Contributor says:
      টেলিগ্রামেও আসে না

Leave a Reply