আস্সালামুআলাইকুম

 

টিউটোরিয়াল শুরু করার আগে ftp সার্ভার কি তা বলি ।

FTP এর পূর্ণরূপ file transfer protocall । অর্থাৎ এটা এমন একটা প্রটোকল যেটার দাঁড়ায় আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস এ ফাইল আদান প্রদান করতে পারবো ।

Ftp এর মতো ftps ও একটা ফাইল ট্রান্সফার প্রটোকল । কিন্তু ftps secured ওভার ssl । অনেকটা HTTP আর HTTPS এর মতন।

এছাড়া এমন আরো অনেক ফাইল ট্রান্সফার প্রটোকল আছে যেগুলো আমি আরেকদিন ইন্টারনেট protocall topic এর সাথে যোগ করবো এখন ।

এখন মোবাইল এ ftp সার্ভার সেটআপ করতে হলে আপনাকে একটা ftp সার্ভার এর app লাগবে ।

তাই প্রথমে প্লেস্টোরে যাই ,. গিয়ে ftp লিখে সার্চ দেন ।

 

অনেকগুলো apps পাবেন। সেখান থেকে একটা ভালো ডাউনলোড করতে পারেন।

{২ number app টা আপনার isp র নেটওয়ার্ক এ কতগুলো bdix ftp সার্ভার অনলাইন বা একটিভ আছে সেগুলো টেস্ট করে । এটা নিয়ে trickbd তে already পোস্ট আছে ।}

ইনস্টল হয়ে গেলে app এ যান


note : এটা ডিফল্ট ভাবে user pass থাকবেনা anonymous লগইন হবে । পোর্ট নম্বর ও ডিফল্ট থাকবে , এগুলা চাইলে চেঞ্জ করতে পারেন ।

 

এবার ftp সার্ভার তা স্টার্ট করতে হলে স্টার্ট বাটন এ ক্লিক করেন

এখন কানেক্ট করতে আপনার একটা ftp clint লাগবে।
উইন্ডোস এর জন্য প্রথমে this pc তে যান তারপর right ক্লিক করে অ্যাড network location সিলেক্ট করুন ।


এখানে সার্ভার এড্রেস টা দেন ।

 

 

 

 

 

 

 

 

This pc তে দেখেন ftp server তা অ্যাড হইসে ।

এই method এ সুবিধা টা হলো আপনি লোকাল নেটওয়ার্ক এ আপনার সবগুলা ডিভাইস একসাথে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে পারবেন | ফোন আর usb দিয়ে কানেক্ট করতে হবেনা |

আর লোকাল নেটওয়ার্ক এর বাইরে যাইতে চাইলে ngrok বা পোর্ট ফরওয়ার্ড করে করতে পারেন ।তবে ftp সার্ভার ভালো মতন কনফিগার না করতে পারলে সিকিউরিটি issue তে ভুগবেন। শুধু user password diyeo অনেকে সমস্যায় পড়তে পারেন।

যারা গ্রুপ এ join করেন নি তারা খুব তাড়াতাড়ি join করুন ।

 

https://t.me/unknownintellect

 

 

30  ta #method2 লিখে comment group e mssg করলে আরেকটা মেথড দেখাবো যেখানে ব্রাউসার এ index এর মতো ftp সার্ভার টা আসবে |

10 thoughts on "আসুন এন্ড্রোইড ফোন টাকে ftp server বানাই । file transfer"

  1. xD Abubokor Contributor says:
    Sweech টাও ভালো
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      hmm but etay file manager e ashe tai ektu functionalaty beshi
  2. JM Sujon Contributor says:
    ফোন এবং পিসি তে কানেক্ট করতে হবে নাকি হটস্পট বা wifi দিয়ে?
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      Hmm. Try Kore dakhlam. Hoy. Ekoi network e connected thaklei hbe.
  3. RANehal Contributor says:
    #method2
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      ? . Counted
  4. RANehal Contributor says:
    #method2.
    1. RANehal Contributor says:
      #method2 
  5. kws app diye access on korle ki pc er filemanager theke browse kora zabe?

Leave a Reply