বিকাশ অ্যাপ থেকে ২৫ টাকা রিচার্জে পেয়ে যান ৫০ টাকা ক্যাশ ব্যাক!!

বিস্তারিত

  • এখনি অ্যাপ থেকে যেকোনো নাম্বারে ৳২৫ রিচার্জ করুন! ৳২৫ নিয়মিত বোনাসের সাথে পেয়ে যাবেন এক্সট্রা ৳২৫ ক্যাশব্যাক! অর্থাৎ, মোট ৮৫০ ক্যাশব্যাক।
  • অফারটি ১১ আগস্ট-৩১ আগস্ট, ২০২২ এর মধ্যে ১বার নিতে পারবেন। ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
  • যেভাবে অফার টি নিবেন।

    প্রথমে আপনি আপনার বিকাশ একাউন্টে চলে যাবেন।

    তারপর রিচার্জ নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনার যেকোনো নাম্বারে ২৫ টাকা রিচার্জ করে দিবেন।

    তাহলে আপনি আপনার ক্যাশব্যাকটি রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।

    নোট

    এই অফারটি সবার জন্য না

    আপনারা রিচার্জ এর আগে অর্থাৎ অফারটি পাওয়ার জন্য আপনার কাস্টমার কেয়ার যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন আপনার নাম্বারে এই অফারটি আছে কিনা।

    আরও পড়ুনঃ সময়ের সেরা ৫ টি রেসিং গাড়ি গেম — ২০২২

    আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাতা আবেদন ২০২২

    আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ ট্রিকবিডির সাথেই থাকুন থাকুন আল্লাহ হাফেজ।

4 thoughts on "বিকাশ অ্যাপ থেকে ২৫ টাকা রিচার্জে পেয়ে যান ৫০ টাকা ক্যাশ ব্যাক!! ( সবার জন্য না)"

  1. Avatar photo Md Mahabub Khan Author says:
    App ছাড়া রিচাজ করলে কি পাব
    1. Avatar photo SGR Author Post Creator says:
      অ্যাপ দিয়ে করতে হবে ?
  2. Avatar photo MD Abdul Mannan Contributor says:
    সবাই পাবে?
    1. KingRishad Contributor says:
      না। পোস্টেই বলা আছে।

Leave a Reply