আসসালামু আলাইকুম প্রিয় ট্রিক বিডি এর সকল সদস্যগণ

কেমন আছেন সবাই ,আশা করি সকলে ভালো আছেন

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ভালো আছি বলেই,

নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে

সবাইকে স্বাগতম আমার পোস্টে

বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যুগ,

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে বর্তমান সময়ে

আমাদের প্রায় সকলের ব্যক্তিগত জীবনে

স্মার্টফোন থাকাটা জরুরী।

বর্তমানে আমাদের দেশের বাজারে স্মার্টফোন

অনেক বড় একটি বাজার দখল করে রয়েছে।

রীতিমতো কম্পিটিশন চলছে স্মার্টফোনের বাজারে।

প্রায় দেশের সকল স্মার্টফোন উৎপাদনকারী

প্রতিষ্ঠানগুলো নতুন নতুন স্মার্টফোন নিয়ে আসছে ,,

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি

ইনফিনিক্স বাজারের সাথে তাল মিলিয়ে চলার জন্য

নতুন একটি অফার ঘোষণা করেছে গ্রামীণফোনের সহযোগিতায়

এখন থেকে আপনারা ইনফিনিক্স এর

যে কোন ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন কিনলেই

গ্রামীণফোন সিম ব্যবহার করলে

প্রথম সিম উঠানোর এক সপ্তাহের মধ্যে সফল ট্যাগিং এর মাধ্যমে

গ্রামীণফোন এর পক্ষ থেকে ফ্রিতে

৪ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন,

যা দিয়ে সমস্ত কিছু

ব্যবহার করতে পারবেন। মেয়াদ থাকবে ৭ দিন।

এই অফারটি চলবে ৩১ শে অক্টোবর ২০২২ পর্যন্ত

এছাড়াও আপনারা ডিভাইস অফার হিসেবে

মাই জিপি অ্যাপস ব্যবহার করে 79 টাকায় ৭ দিন মেয়াদ

অনুযায়ী ৮ জিবি ইন্টারনেট নিতে পারবেন প্রতি মাসে একবার করে।

বলা যায় এটা অনেক ভালো

একটি উদ্যোগ গ্রহণ করেছে ইনফিনিক্স, তার গ্রাহক আকৃষ্ট

করার জন্য।

বর্তমান সময়ে স্মার্টফোনের বিশাল

একটি জায়গা দখল করে রয়েছে ইনফিনিক্স।

তাই সুযোগ থাকতে এই সময়ে

ইনফিনিক্স ফোন কিনে জিতে নিন

গ্রামীণফোনের পক্ষ থেকে ৪ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন।

(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

9 thoughts on "Infinix ফোন কিনে গ্রামীণফোনের থেকে জিতে নিন ফ্রি ৪ জিবি ডাটা"

  1. Avatar photo Sodium_Chloride Contributor says:
    🙂 Boro bhayer pa duita den ektu salam kori… amr mb er khub e drkr silo apnar post ta dekhar por khub upokar hoilo amr. Thanks bhai ekhn theke ami gp sim diye net use korte parbo inshallah
  2. Avatar photo Prince Suyeb Contributor says:
    4 GB free pawar jonno phone kinte hobe????
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার ইচ্ছা হলে কিনবেন না হলে কিনবেন না
      Simple
  3. Avatar photo Shakib Expert Author says:
    Infinix Brand utteh cheyeo Utteh partase nah recently
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      কিন্তূ কেনো?
  4. mrfarhanisrak Levi Author says:
    ফোন তো অনেক আগেই কিনে ফেলেছি।এখন ৪ জিবি এর অফার দিয়ে কি হবে!যখন কিনেছি তখন Infinix কোনো অফার দেয়নি।?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বিষয় টা খুব দুঃখজনক ??
  5. Avatar photo 4HS4N Author says:
    Last infinix phone টা তাহলে বিক্রি করা উচিত হয়নি ??
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Accha,?

Leave a Reply