Puffin Browser মুলত জনপ্রিয়তা পায় এর প্রক্সি ম্যানেজমেন্ট ও ওয়েব গেমিং ফিচার এর জন্য।

অনেকে হয়তো ওয়েব গেম চিনবেন না।
২০১৫ তে মুলত “ক্ল্যাশ অব ক্ল্যান” গেম আসার পূর্বে গেমার রা এন্ড্রয়েডে অনলাইন গেম বলতে ওয়েব গেম ই খেলতো।
ওয়েব গেম হলো সেই অনলাইন গেম যেগুলা ওয়েবসাইটে প্রোগ্রাম করা থাকতো এবং ডাটা সেখানেই সেভ করে রাখা হতো। “সুপার মারিও কার্ট রেসিং” গেম গুলার মতো পিসি গেম খেলার মজা বিনামূল্যে ওয়েব-গেমিং এর মাধ্যমে এন্ড্রয়েডে নিতে পারতো।
এটা খেলার জন্য ফ্ল্যাশ প্রোগ্রাম রান করার প্রয়োজন পড়তো, কিন্তু Puffin Browser আমাদের কোনো এক্সট্রা প্রোগ্রাম ছাড়াই ঐ গেম রান করার ফিচার দিয়েছিল এবং সাথে টাচ স্ক্রীন জয়স্টিকও দিয়েছিল।

যাইহোক, এরপর ২০১৬ তে Puffin তার ওয়েব ব্রাউজারে “Save to Cloud” নামক ফিচার যুক্ত করে। অনেকেই এটা ব্যবহার করেন হয়তো আবার অনেকেই জানেন না। এ বিষয়ে পোস্ট দেখলাম না, তাই পোস্ট করলাম এবং সাথে Puffin ব্রাউজারের মোড ভার্শন নিয়ে এলাম।

প্রথমে নিচ থেকে এটা ডাউনলোড করুন।

Size: 72 MB

Password: 12345

Link: Google Drive

Modder: APKDONE

সুবিধাঃ
গুগল ড্রাইভে এই পদ্ধতিতে সেভ করার সময় আপনার সিমের কোনো এম্বি কাটবে না। অর্থাৎ আপনি এভাবে ২জিবির একটা ফাইল গুগল ড্রাইভে আপলোড দিলে আপনার কোনো এম্বি কাটবে না এমনকি ফোন স্টোরেজেও কোনো জায়গা দখল করবে না।

বিঃদ্রঃ এটা Puffin Browser এর প্রিমিয়াম ভার্শনের মোড নয়, প্রিমিয়াম ভার্শনের মোড এখন করা যায় না বা পাওয়া যায় না, কারণ ডেভেলপার রা ইন্টারনেট এক্সেস ব্লক করে দেয়। এই মোড টা যেটা দিয়েছি, এটা পাফিন এর রেগুলার ভার্শনের ই Ad-free মোড।

যাইহোক, নিচের মতো করে আনজিপ করে ইন্সটল করুন।


এবার পাফিন ব্রাউজার ওপেন করুন, যে ফাইল ডাউনলোড করতে চান, সেই ওয়েবসাইটে যান।
ধরুন আমি একটা App ডাউনলোড করবো, তাই আমার কাংখিত সাইটে গিয়ে ডাউনলোড অপশনে গেলাম।
আপনি চাইলে Dropbox এও ডাউনলোড করতে পারেন। গুগল দেয়ার পর লগিন পেজ আসবে, যেহেতু কোনো একাউন্ট লগিন কতা নেই তাই। লগিন শেষে আপনাকে কিছু পার্মিশন দিতে হবে। এই পার্মশনগুলো শুধু প্রথমবার ই চাইবে, এরপর থেকে ডাউনলোড করতে গেলে সরাসরি ডাউনলোড শুরু হবে।




এখন গুগল ড্রাইভে গেলে দেখতে পাবো যে “puffin” নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে। এতে গেলে আমাদের ঐ ফাইল টি পাবো দেখুন।

ব্যাস এ পর্যন্তই।

আরেকটা কথা। সর্বোচ্চ ২ জিবির ফাইল ডাউনলোড করতে পারবেন। এর চেয়ে বড় ফাইল ডাউনলোড করতে অক্ষম।

36 thoughts on "Puffin Browser – ওয়েবসাইট থেকে ফাইল সেভ করুন সরাসরি Google Drive এ [Stable-MOD]"

  1. Levi Author says:
    গুগল ড্রাইভ এ ডাউনলোড হওয়ার সময় মেগাবাইট খাবে?
    1. V Author Post Creator says:
      না। কোনো মেগাবাইট খাবে না। এটাই তো সুবিধা।
    2. Levi Author says:
      শুধু ফাইল ট্রান্সফার হয়ে ড্রাইভে যাবে।ভালো পোস্ট।
  2. Uzzal Mahamud Pro Author says:
    মোড করা না কি
    1. V Author Post Creator says:
      হ্যা। এড ফ্রী মোড
    2. Uzzal Mahamud Pro Author says:
      Oh accha
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    এই জন্য কি ডাটা চার্জ করবে,?
    1. V Author Post Creator says:
      না। কোনো এম্বি কাটবে না। ওয়েবসাইটে ঢুকতে যে ২/১এম্বি কাটবে সেটাই
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      তাহলে তো বেশ ভালো
  4. mahmudul77027 Contributor says:
    Vai 1gb transfer Hobe oni mitha boltae????
    1. V Author Post Creator says:
      আমি নিজে ১৬০০ এম্বির একটা মুভি ডাউনলোড করছিলাম। ?
      তারপর গুগল ড্রাইভ থেকে আবার ফোনে ডাউনলোড করছিলাম যারে ভালো স্পীড পাওয়া যায়।
  5. mahmudul77027 Contributor says:
    Check Google play report post
    1. V Author Post Creator says:
      এজন্যই এটা মোড ভার্শন, এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য
  6. TAHER Author says:
    হুম আগে থেকেই জানতাম।
    এটা ভালো একটা সুবিধা
  7. MD Tamim Ahmed Contributor says:
    জাভা ফোনে তো মনে হয় এর কোন কাজ হবে না।
    1. V Author Post Creator says:
      না, জাভা ফোনে Puffin Browser নেই।
    2. MD Tamim Ahmed Contributor says:
      ও আচ্ছা। ব্যাপার না।
  8. Sayem Contributor says:
    Google drive a phone theke file ki data khoros chara send hobe?
    1. V Author Post Creator says:
      হ্যা, কোনো প্রকার ডাটা খরচ ছাড়াই সেন্ড হবে।
    2. Sayem Contributor says:
      Phone theke kivabe file send korbo? R drive theke download korar somoy mb kate. Emn hoy kno
  9. mdimran2022 Contributor says:
    Vai mone koren ami download er somoy drive add korlam er por drive theke phone e download korte ki data katbe?
    1. V Author Post Creator says:
      হ্যা, ড্রাইভ থেকে ফোনে ডাউনলোড করতে ডাটা কাটবে।
  10. S.m Tariqul Islam Anny Author says:
    এ বিষয়ে আমি ৫ বছর আগে পোস্ট করেছিলাম,

    https://trickbd.com/tools/287516

    1. V Author Post Creator says:
      ওহ। আমি খুজলাম বেশ কয়েকবার, পেলাম না, তাই পোস্ট করলাম। আপনার হয়তো tag লেখায় কমতি ছিল, তাই খুজে পাইনি।
    2. V Author Post Creator says:
      আমিও আইডিয়া করেছিলাম যে কেউ হয়তো পোস্ট করেছে কিন্তু ট্যাগ লিখতে ভুলে গেছে, কারণ এটা অনেক পুরোনো ট্রিক।
      তাই আমি এপটার ল্যাটেস্ট মোড ভার্শনও আপলোড দিয়েছি, যেন আমার পোস্ট টা তে পুরাতন রাও নতুন কিছু খুজে পায়।
    3. S.m Tariqul Islam Anny Author says:
      ওকে সমস্যা নেই। চালিয়ে যান।।। এখন অনেক কিছুই আপডেটেড হয়েছে।
  11. Shakib Expert Author says:
    good but old one
  12. Saimun Rassul Contributor says:
    ১ জিবির বেশি ফাইল ড্রাইভে আপ্লোড হয় না..!
    ২ ঘন্টা চালানোর পর মুড কাজ করে নাহ।
  13. alamin_magisk Contributor says:
    Tramsfer speed onel slow……r eita ami aro 5 bochor age theke e jani…
  14. V Author Post Creator says:
    ১ জিবি র উপরে কোনো ফাইল আপলোড দিলে অপেক্ষা করতে পারেন। আমি এর আগে একবার ১৬০০ এম্বির মুভি ডাউনলোড দিছিলাম। প্রায় ৪ঘন্টা পর আপলোড হয়েছিল। আপ্নারটাও পরে চেক করে দেখে আপলোড হবে।
  15. Minhaj sakib Expert Author says:
    facing some problem vai
    1. V Author Post Creator says:
      কী প্রবলেম?
    2. Shakib Expert Author says:
      ektu laggy process

Leave a Reply