আসসালামু আলাইকুম
Honor হলো Huawei এর সাব ব্র্যান্ড। তো Honor চিনা তে লঞ্চ করে দিল তাদের নতুন ফোন Honor X40 GT. তো চলুন দেখে আসা যাক আসলে এটি কেমন ফোন।
Honor X40 GT
Display
Honor X40 GT তে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 480Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.81-ইঞ্চি FHD+ IPS LCD স্ক্রীন। ডিভাইসটি একটি 8-লেয়ার গ্রাফাইট কুলিং প্যাডও রয়েছে যা ফোনের পৃষ্ঠের তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করতে পারবে।
Performance
ফোনটি 8/12GB RAM এবং 256GB স্টোরেজ সহ সামান্য পুরানো একটি প্রসেসর অর্থাৎ Snapdragon 888 ব্যবহার করা হয়েছে।
Camera
Honor এর ক্যামেরা বরাবরই ভালো হয়। এটির পিছনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামের পাশাপাশি একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপথ অফ ফিল্ড ক্যামেরা। সেলফি ক্যামেরাটি 16MP এর৷
Battery
Honor X40 GT এ একটি 4,800 mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং ব্যাবহার করা হয়েছে। এটি Android 12 এর উপর ভিত্তি করে ম্যাজিক UI 6.1 এ চলবে।
Price
Honor X40 GT 8/256GB এর দাম CNY 2,099 যা বাংলাদেশী টাকায় 30,000 টাকার আশেপাশে। যা কালো, সিলভার এবং রেসিং কালো রঙে আসবে। 12/256GB এর দাম হলো CNY 2,399 যা বাংলাদেশী টাকায় 34,500 টাকার আশেপাশে এবং এটি চিনা দেশে 18 অক্টোবর থেকে বিক্রয় শুরু হবে।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।
এগিয়ে যান