আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ল্যাপটপ কিংবা কম্পিউটার আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। কেবলমাত্র যারা ব্যাবহার করে তারাই জানে। আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ নষ্ট হলেই বোঝা যায় আমাদের কতটা,ভোগান্তি এবং ঝামেলায় পড়তে হয়। আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের পিসি কিংবা ল্যাপটপ নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব,যে কাজ গুলো কখনো করবেন না পিসি বা ল্যাপটপে।

আমাদের যাদের পিসি কিংবা ল্যাপটপ রয়েছে,সবাই চাই আমাদের পিসি কিংবা ল্যাপটপে ভাইরাস না ঢুকুক।সব ধরনের কাজের জন্য উপযুক্ত থাকুক। আমাদের পিসি কিংবা ল্যাপটপ সারা বছর ভালো পারফরম্যান্স থাকুক।সারাজীবন সমস্যায় না পড়ুক।
ইলেকট্রিক্যাল জিনিসের কোনো গ্যারান্টি নেই। তবে আমাদের কিছু কিছু ভুলের কারণেও আমাদের পিসি কিংবা ল্যাপটপ নস্ট হয়ে যায়। এবং আমাদের ভোগান্তি পোহাতে হয়।
আজকের সম্পন্ন আর্টিকেলটি অবশ্যই পড়বে মনোযোগ সহকারে। 
কথা না বাড়িয়ে শুরু করা যাক,

ল্যাপটপ বা পিসি তে যে কাজগুলো কখনো করবেন না,করলে বিপদে পড়বেনঃ-

১) জোর বা জবরদস্তি করাঃ-

আমরা আমাদের পিসির সাথে অনেক সময় জোরজবরদস্তি করে কাজ করি। এতে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমাদের পিসি ডিভিডি রম এর সাথে জোর জবরদস্তি করে থাকি। এতে ভেতরে থাকা মাদারবোর্ডের ছোট ছোট যন্ত্রাংশ ভেঙে যেতে পারে।মাদারবোর্ডের যন্ত্রাংশ ভেঙ্গে গেলে,পিসির কার্যক্ষমতা নষ্ট হতে পারে। যার কারণে আমাদের পিসিটি বন্ধ হয়ে যেতে পারে। ল্যাপটপের সিডি রামের সাথে এমন করা উচিৎ নয়। কারন এতে ল্যাপটপ এর ভিতরে থাকা যন্ত্রাংশ ভেঙে যেতে পারে। তাই জোর জবরদস্তি না করে বাটন পেস করে,সিডি রম খুলতে হবে, এবং আসতে করে লাগাতে হবে। 

২) মনিটরে তরল ও ভেজা কাপড় ব্যাবহারঃ

আমরা আমাদের পিসি বা ল্যাপটপের মনিটর পরিষ্কার করার জন্য তরল এবং ভিজা কাপড় ব্যবহার করে থাকি। এতে আমাদের ল্যাপটপ কিংবা পিসির মনিটরে ব্যাপক ক্ষতি হয়। কারণ আমাদের ল্যাপটপ কিংবা পিসির মনিটর ওয়াটারপ্রুফ নয়,তাই যে কোন সময় পানি ভিতরে প্রবেশ করতে পারে। এবং আমাদের মনিটর ঘোলাটে বা নস্ট হয়ে যেতে পারে।শুকনা কাপড় বা বাজারে কিনতে পাওয়া যায়,এমন কিছু দিয়ে মনিটর পরিষ্কার করবেন। কারন,আমাদের এই সামান্য ভুলের কারণে আমরা আমাদের মুল্যবান জিনিস নস্টের কবলে ফেলে থাকি। তাই আমাদের এদিকে সতর্ক হতে হবে।

৩) তাড়াহুড়ো করে সফটওয়্যার ইনস্টলেশন করাঃ-

আমরা অনেক সময় তাড়াহুড়া করে সফটওয়্যার ইনস্টলেশন করে থাকি। সফটওয়্যার ইনস্টলেশন এর সময় Next বাটন আসলে,তাড়াতাড়ি ক্লিক দিয়ে সামনের দিকে যাই।এবং যখন Allow চায়, আমরা তাড়াহুড়ো করে দিয়ে দিই। এতে অনেক ঝামেলা বা সমস্যা পোহাতে হয় পরবর্তী সময়ে। সফটওয়্যার ইনস্টলেশন করার সময় লোডিং নেয়ার জন্য, সময় দেয়া উচিৎ। তাড়াহুড়ো করে করলে আমাদের পিসি বা ল্যাপটপ এর উপর ব্যাপক চাপ পড়ে। এতে, আমাদের পিসি বা ল্যাপটপ স্লো হয়ে যায়। তাই এমন কাজ আমাদের কখনো করা উচিৎ নয়। যেকোন সফটওয়্যার সময় নিয়ে ইনস্টল করা উচিৎ। এতে আমাদের পিসি বা ল্যাপটপ অনেক ভাল থাকে।

৪) এন্টিভাইরাস ব্যাবহার না করাঃ-

আমরা অনেকেই আছি পিসি কিংবা ল্যাপটপে এন্টিভাইরাস ব্যবহার করি না।আমরা এন্টিভাইরাসকে তেমন গুরুত্ব সহকারে দেখিনা। যারা পিসি কিংবা ল্যাপটপ নতুন ব্যবহারকারী, তারা এন্টিভাইরাস কি এটা জানে না।

এন্টিভাইরাস কি?

এন্টিভাইরাস মূলত একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। যা আমাদেরকে পিসি কিংবা ল্যাপটপ এর সমস্ত ভাইরাসকে ধ্বংস করে ফেলে। এবং আমাদের পিসি কিংবা ল্যাপটপে,কোন ভাইরাস কে ঢুকতে দেয় না। সকল প্রকার ভাইরাসকে প্রতিরোধ করে।

সকলের উচিৎ, এই এন্টিভাইরাস ব্যাবহার করা। এতে আমাদের পিসি বা ল্যাপটপ নিরাপদ থাকে।

৫)C Drive ফাইলগুলো ডিলিটঃ-

অনেকে আছে পিসিং ল্যাপটপের C Drive এ ঢুকে ফাইলগুলো ডিলিট করে থাকে।C Drive এ উইন্ডোজের সকল প্রকার ফাইল সেখানে জমা থাকে।এসব ফাইলের মধ্যে কোনটা ডিলেট হলে, ল্যাপটপ স্লো হয়ে যায় এবং কাজ করে না।এতে অনেক সমস্যায় পড়তে হয়। নতুন করে উইন্ডোজ ইন্সটল করার প্রয়োজন পড়ে। তাই এই ফোল্ডারটি ওপেন করার দরকার নেই। দেখা গেল গুরুত্বপূর্ণ কাজের সময়,ল্যাপটপ বা পিসি স্লো হয়ে গেলে কেমন লাগবে? তাই এসব কাজ থেকে বিরত থাকতে হবে।


৬)
কাপড় দিয়ে ঢেকে রাখাঃ-

আপনার পিসির কোন অংশ কাপড় দিয়ে ঢেকে রাখা উচিৎ নয়। বিশেষ করে যে জায়গা গুলোতে কুলিং ফ্যান রয়েছে,সেখানে কখনই কাপড় দিয়ে ঢেকে রাখা উচিৎ নয়। কারণ এতে বাতাস বের হতে পারে না,আমাদের পিসি অনেক ক্ষতি হয়, গরম হয়ে যায় পিসি। 
বাতাস বের না হতে পারলে অনেক সমস্যা হতে পারে। তাই এমন কাজ কখনো করা উচিৎ নয়।

ল্যাপটপ বা পিসিতে এ কাজ গুলো করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে না। আমরা যারা ল্যাপটপ বা পিসি ব্যাবহার করি,তারা এসব কাজ কখনো করব না। এসব কাজ করলে আমরা বিপদে পড়ে যাব। তাই সবার সাবধান হওয়া উচিৎ। 

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 








16 thoughts on "ল্যাপটপ বা পিসিতে যে কাজ গুলো কখনো করবেন না, করলে বিপদে পড়বেন।"

  1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এইগুলো প্রায় সব গুলো জানা আছে ভাই
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      আপনার জানা আছে, অনেকের জানা নেই। ধন্যবাদ আপনাকে, মতামতের জন্য।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ। আপনাকে
  2. ভালো লিখেছেন।তবে এসব প্রায় জানা আছে আমার।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ, আপনাকে মুল্যবান মতামত এর জন্য
    2. ওয়েলকাম আপনাকে।
  3. Avatar photo Naim Siddique Author says:
    এসব সাধারণ বিষয়গুলো সবারই জানা।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      হ্যা, নতুনরা জানে না অনেকে।
  4. Avatar photo Naim Siddique Author says:
    আমি তো ভাবছিলাম না জানি কোন বড়সড় বিপদ হবে।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      এটা ও অনেকে জানে না। ধন্যবাদ, মতামত প্রকাশের জন্য।
  5. Avatar photo MD Shakib Hasan Author says:
    এগুলো সাধারণ বিষয়
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      হ্যা,
  6. Avatar photo S. Rayhan Contributor says:
    কথাগুলো বলেছেন তা সত্যি তবে আমরা জানিও,
    তবে ইউজ করার সময় তা মনে থাকে না।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।

Leave a Reply