প্রিয় Trickbd ভিজিটর।
আশা করি ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকের দেখাতে যাচ্ছি ICANN Verification কি এবং কেন করতে হয় এটা।

চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল।

ICANN কি ?

ICANN ১৯৯৮ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে (ICANN-Internet Corporation for Assigned Names and Numbers) আত্মপ্রকাশ করে। ICANN-এর কাজ হচ্ছে ইন্টারনেটের টেকনিক্যাল ম্যানেজমেন্ট দেখাশুনা করা।

আগে এই কাজটি সম্পাদন করতো আমেরিকা সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে আন্তর্জাতিকভাবে প্রাইভেট কোম্পানি হিসাবে ICANN ইন্টারনেটের টেকনিক্যাল ব্যবস্থাপনার কাজ সম্পাদনা করছে। যে কোন আগ্রহী কোম্পানি ICANN এর সাথে কাজ করতে পারে। কারণ সারা বিশ্বের বিভিন্ন ইন্টারনেট কমিউনিটির সাথে কাজ করে ICANN।

ICANN এর কাজ কি?

1.ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেমের টেকনিক্যাল ম্যানেজমেন্ট রেগুলেট করা।

2.রুট সার্ভার সিস্টেম ম্যানেজ করা।
3.IP address স্পেস Allocate করা।
4.প্রোটোকল প্যারামিটার Assign করা।

ICANN VERIFICATION কি ?

আমরা যখন ডোমেইন ক্রয় করি তখন কিছু তথ্য দিয়ে ডোমেইন রেজিস্ট্রার করতে হয়। যে তথ্য গুলো দিয়ে আমরা ডোমেইন নিয়ে থাকি সেই তথ্যগুলো ডোমেইন এর ম্যানেজমেন্ট কোম্পানিকে ICANN কে নিশ্চিত করতে হয়। নিশ্চায়নের এই পদ্ধতিকে বলা হয় ICANN VERIFICATION।

ICANN VERIFICATION কেন করে ?

সাধারণত ডোমেইন ব্যবহারকারীদের সচেতন করা এবং ডোমেইনে দেওয়া তথ্যের অ্যাকুরেচি ঠিক রাখার জন্য এই ভেরিফিকেশন করা হয়ে থাকে। ডোমেইন যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং এর ব্যবহারকারী যেন এ বিষয়ে সচেতন করাা।

ICANN VERIFICATION কিভাবে করে ?

সচরাচর ডোমেইন রেজিস্ট্রার করার পর ব্যবহারকারীর কাছে ইমেইল আসবে, যেখানে ডোমেইন ভেরফিকশনের কথা বলা থাকে। ইমেইলে প্রদক্ত লিংকে ক্লিক করলেই কাজ সম্পূর্ণ হয়।
আবার অনেকের ইমেইল আসেনা বা আসতে দেরী হয়। যাদের আসতে দেরী হয় বা আসেনা আপনারা চাইলে ইমেইল Resend এ ক্লিক করে ঐ ইমেইল আবার পেতে পারেন।

এভাবে ICANN VERIFICATION করতে হবে, যাতে আমাদের ডোমেইন নষ্ট না হয়।

Author : T@HER
Website :


পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন।

16 thoughts on "ICANN কি ? ICANN এর কাজ কি? ICANN Verification কেন করতে হয় ?"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    অজানা বিষয় ছিল বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ
    1. TAHER Author Post Creator says:
      it’s my pleasure..
      You most welcome ❤️
  2. Gk_Jahid Contributor says:
    আচ্ছা যারা ফ্রি ডোমেইন নিয়েছেন তাদের কি চলতেসে এখন। আমি আমার একাউন্ট এ লগিন করে কন্ট্রোল করতে পারছি না। বাট নতুন একাউন্ট ক্রিয়েট করে কন্ট্রোল প্যানেল এ ঢুকা যাচ্ছে, কিন্তু যেই একাউন্ট দিয়ে ডোমেইন ফ্রি নেওয়া হয়েছে সেই একাউন্টে কন্ট্রোল প্যানেল এ ঢুকা যায় না।
    1. TAHER Author Post Creator says:
      জ্বি চলতেছে।
      আপনি ICANN Verification করছিলেন?
    2. Gk_Jahid Contributor says:
      হুম। করেছিলাম
    3. TAHER Author Post Creator says:
      তাহলে ত সমস্যা হওয়ার কথা না।
      নাকি ব্যবহার করতেছি প্রুফ দিতে হবে?
  3. Levi Author says:
    ফ্রী ডোমেইন নেয়ার পর,একাউন্টের পাসওয়ার্ড ঠিক থাকার পরেও লগইন হয় না।লগইন করলে আবারও লগইন পেজে নিয়ে আসে।
    1. TAHER Author Post Creator says:
      Block খেয়েছেন হতে পারে।
      একটু বুদ্ধি খাটিয়ে ট্রান্সফার করে নিলেই হতো।
    2. Levi Author says:
      কোথায় ট্রান্সফার করতাম?
    3. TAHER Author Post Creator says:
      অন্য অ্যাকাউন্ট এ
    4. Levi Author says:
      জানলে তো করতাম।?
    1. TAHER Author Post Creator says:
      আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
  4. Tahsin Maruf Contributor says:
    Vai apnar sathe ektu kotha bolte chai. email/number/fb id kicu ekta din
    1. TAHER Author Post Creator says:
      t.me/tahercoxbd

Leave a Reply