আশা করি সবাই ভাল আছেন ,আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছি।
নতুন ও পুরাতন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় কিছুদিন আগে আমি নতুন কারিকুলাম ২০২৩ এর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির গাইড বই শেয়ার করেছিলাম। অনেকেই কমেন্টে অষ্টম শ্রেণীর গাইড বই চেয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করে অষ্টম শ্রেণীর একটি গাইড বই সংগ্রহ করতে পেরেছি।
তাই আপনাদের কথা বিবেচনায়,আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান।বইটি সংগ্রহ করতে অনেক খোঁজাখুঁজি এবং কষ্ট করতে হয়েছে তাই দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। কোন ভুল থাকলে কমেন্টে জানাবেন।
[ আরেকটি কথা: এই পিডিএফ ফাইল অথবা গাইড বইটি কেউ বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ফলে লেখকের নতুন করে লেখার উৎসাহ কমে যাবে। নিজের প্রয়োজন অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন।]
❖ বইটিতে উদাহরণসহ সকল অনুশীলনী মূলক কাজের সমাধান রয়েছে।
❖ বইটি অত্যন্ত সহজ ও মার্জিত ভাষায় লেখা হয়েছে।
❖ প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজানো এবং অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে।
❖ যে সকল প্রশ্নের উত্তর চিত্রসহ বর্ণনা করা প্রয়োজন সে সকল প্রশ্নের উত্তর চিত্রের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও যে সকল প্রশ্নের উত্তরে ছক ব্যবহার করা প্রয়োজন সে সকল প্রশ্নে ছকের কাঠামো দেওয়া হয়েছে।
❖ বইটি pdf ফাইল আকারে দেওয়া আছে।
❖ বইটিতে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত প্রায় সকল পাটিগণিত ও বীজগণিত অংকের সমাধান রয়েছে।
❖ বইটি তৈরি করেছে StudyzoneBD.
➮ বইটি পুরাতন ভার্সনের।
➮ কিছু কিছু নতুন অংকের সমাধান নেই।
➮ অধিকাংশ অধ্যায়ের শেষের সৃজনশীল প্রশ্নের সমাধান নেই।
➮ বইয়ের ১১ তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অংশের সমাধান নেই।
নিচে বইটির কিছু স্ক্রিনশট শেয়ার করা হলো:
বইটির সাইজ: 86 MB
বইটির পৃষ্ঠা: ৩২৫ পৃষ্ঠা
বইটির ডাউনলোড লিংক:(Drive)
বইটি আপনার উপকারে আসলে অবশ্যই কমেন্টে একটা ভালো মন্তব্য করবেন । প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিন।
আমার আগের পোস্ট:
✓ নতুন কারিকুলাম-২০২৩ এর ৭ম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট নিয়ে নিন একদম ফ্রিতে [ Word+PDF editable]
✓ ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]
You must be logged in to post a comment.
Eta ki 2023 er? Karon ami eta ageo dekhechi online a
বইটির জন্য ধন্যবাদ।
যে কোন বাংলা পিডিএফের জন্য ভিজিট করুন https://boierpathshala.blogspot.com/
Spam koiren na…..
Class 9-10 den plz?