আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভালো আছেন।
আজকে আলোচনা করবো ইনস্টাগ্রাম এর ক্যামেরা নিয়ে।
ইন্সটাগ্রাম হল কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার কর্তৃক প্রতিষ্ঠিত একটি মার্কিন পিকচার/ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ।এই ইনস্টাগ্রামের ব্যাবহার আমরা কম-বেশি সবাই করে থাকি।তাই ইনস্টগ্রাম নিয়ে বেশি আলোচনা না করে চলুন মুল টপিকে আলোচনা শুরু করা যাক।
ইনস্টগ্রামের ক্যামেরা দিয়ে আপনি হুবহু DSLR ক্যামেরার মত ছবি তুলতে পারবেন।
কিছুদিন আগে আমি LMC 8.4 গুগোল ক্যামেরা নিয়ে আলোচনা করেছিলাম।
আমরা জানি এই গুগল ক্যামেরা গুলো সব ফোনে সাপোর্ট করে না।তাই যাদের ফোনের সাপোর্ট করে নি তারা আমাকে এর ব্যাতিক্রম একটি ক্যামেরা নিয়ে আলোচনা করতে বলেছিলেন। তাই আমি আপনাদের মাঝে আজকে এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি।তাই আপনারা এই ইন্সটাগ্রাম দিয়ে ভাল মানের কালার ফুল Dslr এর মতোন ছবি তুলতে পারবেন।
কিভাবে DSLR মতোন ছবি তুলবেন দেরি না করে চলুন শুরু করা যাক।
প্রথমে Instagram ওপেন করে Your story তে ক্লিক করুন।
এরপর ক্যামেরাতে ক্লিক করুন।তারপর ফিলটার যোগ করার জন্য এই আইকনে ক্লিক করুন
তারপর Browse Effect এই ক্লিক করুন বা সার্চ আইকনে ক্লিক করুন।এরপর সার্চ করুন Natural। নিচে দেখানো স্ক্রিনশট অনুযায়ী যে কোন একটি ফিল্টার সিলেক্ট করুন
এরপর যেকোন একটি ফিল্টার সিলেক্ট করুন তারপর একটি ছবি তলুন আর আপনার ক্যামেরার ম্যাজিক দেখুন।একদম Dslr মতোন কালারফুল ছবি উঠবে।
ছবি সেভ করার জন্য আপনার ক্যমারাতে ছবি তুলার পর 3 ডটে ক্লিক করে Save এ ক্লিক করুন। ব্যাস আপনার ছবিটি সেভ হয়ে যাবে।
ইনস্টাগ্রাম ব্যাবহার করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রাখবেন।
আপনারা চাইলে আরো কয়েকটি ফিল্টার সিলেক্ট করতে পারেন।যেমন মানুষের ছবি তুলার জন্য সার্চ করতে পারেন natural scene, milk scene, iphone,Beauty,
প্রাকৃতিক ছবি তুলার জন্য সার্চ করতে পারেন Blue sky,natural,cloudy, Sunset, rain etc
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
One thought on "গুগুল ক্যামেরা বা DSLR মতোন ছবি তুলুন ইনস্টাগ্রাম এর ক্যামেরা দিয়ে"