গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এবার গত বারের চেয়ে ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেশি পরিক্ষা দিয়েছে।
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে আগামী ২৮ জুলাই (আগামী শুক্রবার) সকাল সাড়ে ১০টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে
১. অনলাইনে
২. মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে
অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ
নিছের দুইটা লিংক থেকে সরাসরি আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটা তে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।
LINK – 1==>> educationboardresults.gov.bd
LINK – 2==>> eboardresults.com
এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি
যেকোনো ফোন এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC বোর্ডের প্রথম তিন অক্ষর পরীক্ষার্থীর রোল পরীক্ষার সাল
উদাহরণঃ SSC DHA 641322 2023
এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। প্রায় ২.৫০ টাকা এসএমএস বাবদ ফি কাটবে.!
কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
4 thoughts on "আজ ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ হতে যাচ্ছে এসএসসির ফলাফল। পরিক্ষার রেজাল্ট দ্রুত ও সবার আগে দেখে নিন.!"