আবারও দেখা হয়ে গেলো?
ঠিক আমাদের এই সাইটেই।
আর আবারও নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
প্রথমেই কিছু কথা বলে নেই যে,
অনেক গুলো মানুষ আছে যারা অন্যের পোস্টে খারাপ কমেন্ট করে।
ফলে যে পোস্ট দেই তার অনেক খারাপ লাগে।
তাই আমি প্রথমেই বলবো যে, আমার পোস্টা আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না।
তবুও খারাপ কমেন্ট করবেন না।
কোথাও ভুল হলে ধরিয়ে দিবেন।
আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন যে, পোস্টা কতো মজাদার ও রহস্যময় হতে যাচ্ছে।
এই পোস্টা দেখার মাধ্যমে আপনি যেকোনো সাইটের সকল বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন।
ও সেই সাইটের এডমিনেরও সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।
তবে আরেকটা কথা আপনি যে কোনো সাইটের বিষয় জানতে পারবেন না।
কারণ অনেক সাইটে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া থাকে।
এই সিকিউরিটি দেওয়া সাইট গুলোর বিষয় জানতে পারবেন না।
৭! সাইটটা কি রকম?
ঠিক আমাদের এই সাইটেই।
আর আবারও নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
প্রথমেই কিছু কথা বলে নেই যে,
অনেক গুলো মানুষ আছে যারা অন্যের পোস্টে খারাপ কমেন্ট করে।
ফলে যে পোস্ট দেই তার অনেক খারাপ লাগে।
তাই আমি প্রথমেই বলবো যে, আমার পোস্টা আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না।
তবুও খারাপ কমেন্ট করবেন না।
কোথাও ভুল হলে ধরিয়ে দিবেন।
আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন যে, পোস্টা কতো মজাদার ও রহস্যময় হতে যাচ্ছে।
এই পোস্টা দেখার মাধ্যমে আপনি যেকোনো সাইটের সকল বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন।
ও সেই সাইটের এডমিনেরও সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।
তবে আরেকটা কথা আপনি যে কোনো সাইটের বিষয় জানতে পারবেন না।
কারণ অনেক সাইটে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া থাকে।
এই সিকিউরিটি দেওয়া সাইট গুলোর বিষয় জানতে পারবেন না।
আসুন সবার প্রথমে জেনে নেই যে,
এই পোস্টা দেখে আপনি কি কি বিষয় জানতে পারবেন?
সাইটের যেসব বিষয় জানতে পারবেন?
১! সাইটটা কবে শুরু করা হয়েছে?
২! সাইটটার বয়স কতোদিন?
৩! সাইটটার প্রতিদিন ভিজিটর কতো?
৪! সাইটটার হোস্ট কোন কম্পানির থেকে নেওয়া?
৫! সাইটটার হোস্টিং ও ডুমেইন কবে শেষ রিনিউ করা হয়েছে?
৬! সাইটটার হোস্ট ও ডুমেইন কবে আবার রিনিউ করতে হবে?
সাইটটার এডমিনের যে সকল বিষয় জানতে পারবেন?
১! এডমিনের নাম কি?
২! এডমিন কোন দেশে থাকে?
৩! এডমিন কোন জেলায় বাস করে?
৪! এডমিনের পোস্ট কোড কি?
৫! এডমিনের মোবাইল নাম্বার কতো?
৬! এডমিনের মেইল ঠিকানা?
শুধু এই গুলোই না।
আরো অনেক কিছু জেনে নিতে পারবেন?
আজকের এই পোস্টা দেখে।
তাহলে আসুন শুরু করা যাক।
সবার প্রথম আপনার ফোন অথবা পিসিতে একটা ব্রাওজার ওপেন করুন।
এবার ঠিক উপরের মতো করে who.is লিখে ভিজিট করুন।
অথবা নিচের লিংকে ক্লিক করুন।
এরকম একটা সাইটে নিয়ে আসা হবে আপনার সামনে ১টা বাক্স থাকবে।
এবার বাক্সে আপনি যেই সাইটের বিষয় জানতে চান সেই সাইটের লিংক দিন।
উদাহরণঃ(Example)
http://twicebd.info
এবার দেখানো সার্চ এ ক্লিক দিন।
দেখুন আপনার দেওয়া সাইটের অনেক গুলো অজানা তথ্য আপনার সামনে এসে গেছে।
ঠিক উপরের মতো আপনার দেওয়া সাইটের এডমিনের সকল গোপন অজানা বিষয় ও আপনার সামনে চলে আসবে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের টিউনটি অবশ্যয় কমেন্টে জানাবেন?
আশা করি বোঝাতে পেরেছি?
আরো এমন পোস্ট নিয়ে ট্রিকবিডিতে আসবো।
শুধু আপনারা পাশে থাকবেন।
আর ছোটো ভাইয়ের সাইটটা ঘুরে আসবেন।
এটা সবারটাই আসে।
তবে সিকিউরিটি দিলে আসে না।