আসলামু আলাইকুম,
দীর্ঘ ১ সপ্তাহ পরে আবার লিখতে বসলাম, সবাই ভালো আছেন আশা করি, আজকের পোস্ট টা একটু বড় তাই বেশি কথা না বলে সরাসরি কাজে চলে আসি।

আমরা ফ্রি হোস্ট থেকে ফ্রি একটা স্ক্রিপ্ট ইনস্টল করে সাইট টা তৈরী করবো, আপনারা চাইলে প্রিমিয়াম ওয়েব হোস্ট এ ম্যানুয়াল ভাবে স্ক্রিপ্ট ইনস্টল দিয়ে সোশ্যাল নেটওয়ার্ক তৈরী করতে পারবেন।

তো প্রথমেই Free Host link এই লিঙ্ক থেকে ইমেইল পাসওয়ার্ড দিয়ে নিজের একটা একাউন্ট তৈরী করে নেন।


একাউন্ট তৈরী হয়ে গেলে ইমেইল ভেরিফিকেশন করে লগইন করুন
Create new domain এ ক্লিক করে
নিজের পছন্দ মতো একটা domain নিয়ে নিন।

Control panel এর পাসওয়ার্ড সেট করুন

সব শেষে ফিনিশ এ ক্লিক করে, কন্ট্রোল প্যানেল ওপেন করুন।

লগইন এর সময় agree তে ক্লিক দিন


কন্ট্রোল প্যানেল এ লগইন এর পরে নিচের মতো পেজ পাবেন

এখন স্ক্রল করে একটু নিচে চলে আসুন, Softclous app install এ ক্লিক দিন

এখানে আপনি ওয়েবসাইট তৈরির অনেক স্ক্রিপ্ট পেয়েছি যাবেন, জুমলা – ওয়ার্ডেপ্রেস সহ অনেক স্ক্রিপ্ট আছে।

আমরা ওপরের বাম দিকের ব্যাটন এ ক্লিক দিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সিলেক্ট করে নেই।

সেখান থেকে oxwall সিলেক্ট করে ক্লিক করলে স্ক্রিনশট এর মতো একটা পেজ পেয়ে যাবেন।

এখন ইনস্টল এ ক্লিক দিয়ে সহজে স্ক্রিপ্ট ইনস্টল করে নেই।

এখানে ওয়েবসাইট টাইটেল, অ্যাডমিন username, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে দেই,
এবার ইনস্টল শুরু হবে, একটু সময় অপেক্ষা করুন।

প্রসেস শেষে নিচের মতো ২টা লিঙ্ক পাবেন একটা অ্যাডমিন লগইন এর আর একটা ওয়েবসাইট এর লিঙ্ক , সব কিছু ঠিক থাকলে আপনার ওয়েবসাইট তৈরী।

এবার আপনি অ্যাডমিন প্যানেল এ লগইন করে আপনার ওয়েবসাইট এর লোগো, থিম, প্লাগিন ইচ্ছে মতো অ্যাড করে কাস্টমাইজ করুন।



এই তো হয়ে গেলো আপনার সোশ্যাল নেটওয়ার্ক সাইট, আপনি ওয়েবসাইট এর ওয়েব ভার্সন এবং মোবাইল ভার্সন ২টাই পাবেন, নিজের মতো সব কিছুই পরিবর্তন সহ অনেক কিছুই অ্যাড করতে পারবেন। কিছুটা ওয়ার্ডপ্রেস এর মতো।
আপনার সাইট টা দেখতে এই রকম হবে, আপনি নিজের মতো করে পরিবর্তন করে নিবেন, আমার সময় কম থাকায় আমি তেমন কোনো কাজ করিনি।

আজ এই পর্যন্তই, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো সম্যসা হলে কমেন্ট এ জানাবেন।
এতক্ষন ধর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

21 thoughts on "আসুন তৈরী করে নেই নিজের একটা ফেইসবুক এর মতো সোশ্যাল নেটওয়ার্ক সাইট। ( কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই )"

  1. Nayan Contributor says:
    Vai putulhost er hosting kemon
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      জানা নেই ভাই
    2. Ashraful Author says:
      Kharap nah
    3. Maruf Author says:
      বাজে সার্ভিস পেয়েছি আমি
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Levi Author says:
      স্বাগত।
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Ashraful Author says:
    Onek lomba post korechen. Dekhe valo laglo.
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Ashraful Author says:
      Welcome
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ ইউনিক ব্যাপার তো
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Hmm
  4. user sign up/in kore photo/video upload korte parbe? comments system ase? eita ki open source?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      সব কিছুই পারবেন, পুরোটা ওপেন সোর্স না
    2. Ashraful Author says:
      Open source hoile valo hoto
  5. MD Shakib Hasan Author says:
    তৈরি করলে লাভ নাই পোলাপান আমারটা ব্যবহার করবে না। মার্ক জাকারবার্গের টা ব্যবহার করবে। হুদাই সময় নষ্ট
  6. MD Shakib Hasan Author says:
    লাভ নাই কেউ আমার সাইট ব্যবহার করবে না।

Leave a Reply