আস্সালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
কথা না বাড়িয়ে সরাসরি মূল কথায় আসি, টাইটেল দেখে সবাই জেনে গেছেন পোস্টের বিষয়।

Step by step ফলো করুন।

প্রথমে এই Livehostfree লিঙ্ক এ প্রবেশ করুন।

তারপর নিচে singup লেখায় ক্লিক দেই, তাহলে নিচের মতো পেজ আসবে।

ফর্ম টি পূরণ করে, সাবমিট করুন।
সব কিছু ঠিক থাকলে নিচের মতো পেজ আসবে,

এখন আপনাকে ইমেইল ভেরিফিকেশন করতে হবে।
ইমেইল এ লগইন করে spam ফোল্ডার চেক করলে ভেরিফিকেশন মেইল পাবেন।


লিঙ্ক এ ক্লিক করলে মেইল ভেরিফিকেশন এর সাথে সাথে কিছু ফাইল সেটআপ নিবে, সেখানে কিছুটা সময় লাগবে।
তারপর এই রকম একটা পেজ পাবেন

যেখানে আপনার হোস্টিং এর সকল ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশন গুলা কপি করে সংরক্ষণ করুন।

এবার এই লিঙ্ক থেকে Cpanel login অথবা হোস্টিং এর হোমপেজ থেকে username এবং পাসওয়ার্ড দিয়ে cpanel এ লগইন করুন।

লগইন এর পর full control panel এক্সেস পাবেন।
একটু নিছে এসে সফটওয়্যার ইনস্টল এ ক্লিক করুন।

ঢান পাশের অপসন থেকে wiki select করে Media wiki তে ক্লিক্স দিন, নিচের মতো পেজ পাবেন।

এবার ইনস্টল now তে ক্লিক দিন।
অ্যাডমিন ইউসার name,
পাসওয়ার্ড সহ কিছু ইনফরমেশন দিন।
এবার ইনস্টল করুন,
একটু সময় লাগবে।

ইনস্টল হয়ে গেলে আপনার ওয়েবসাইট এ লগইন করে নিজের মতো কাস্টোমাইজ করে নিন,

এই তো হয়ে গেলো উইকিপিডিয়া এর মতো সাইট।

ধন্যবাদ সবাইকে

4 thoughts on "আসুন ফ্রি হোস্ট থেকে তৈরী করি Wikipedia এর মতো ওয়েবসাইট ( শেখার জন্য )"

  1. Danger Rafi Author says:
    নীতিমালা কি কিছুই জানেন না? এভাবে একাউন্ট এবং সার্ভিস ইউজ করার জন্য ডাইরেক্ট নিজের ওয়েবসাইট প্রোমোশন করা তো নিয়মের বাইরে। আর এতো ফ্রি ভালো ভালো হোস্টিং সার্ভিস থাকতে আপনার ফ্রি হোস্টিং সাইট দিয়েই কেনো পোস্ট দিলেন! ট্রিকবিডি কে এখন মানুষ নিজের প্রোমোশনের জায়গা করে ফেলেছে।
    1. WhiteHacker9 Contributor says:
      thik boleco vai
  2. Sajid Blue Author says:
    Free hosting diye lav ki apnar
  3. vromonkal.com Contributor says:
    খুবই সহজ ভাবে দেখালেন ভাই। ধন্যবাদ

Leave a Reply