Site icon Trickbd.com

সোশ্যাল মিডিয়ার ভাইরাল এবং ট্রেন্ডিং হ‌ওয়া অডিওক্লিপগুলো পেয়ে যান এক ওয়েবসাইটেই

Unnamed

ট্রিকবিডিতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম

আশা করি সবাই ভালো আছেন।আজকে আলোচনা করবো অডিওক্লিপ নিয়ে। ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবেন। সেগুলো হতে পারে meme,এক্সপ্লেনেশন ভিডিও,মুভি ক্লিপ,শর্ট ভিডিও ইত্যাদি।এসব ক্ষেত্রে একটা বিষয় লক্ষ করে থাকবেন বিভিন্ন অডিও ব্যবহার হয়।SFX এর পাশাপাশি এসব অডিও ভিডিওকে আকর্ষণীয় করে তোলে।

আমি বেশ কিছুদিন ধরেই এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপকার হবে এমন কিছু নিয়ে আলোচনা করছি। আমার আগের পোস্টগুলো পড়ে নিতে পারেন

ভিডিওতে thank you,Wow এ ধরনের ডায়লগের জন্য মুভি ক্লিপের ফুটেজ বের করুন এক ক্লিকেই
Prompt to Sound effect – ব্যাকগ্রাউন্ডের জন্য কাস্টমভাবে Ai দিয়ে যেভাবে সাউন্ড ইফেক্ট তৈরী করবেন (কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য)
Lightroom presets সরাসরি যেভাবে ছবি তোলার সময় ব্যবহার করবেন edit এর ঝামেলা ছাড়া
Green screen এ ব্যাকগ্রাউন্ড ছাড়া meme এর টেমপ্লেট যেভাবে পাবেন

যাই হোক আজকের আলোচনার বিষয় এসব অডিও লাইব্রেরি নিয়ে।এসকল বিষয় অন্যদের কন্টেন্ট থেকে সংগ্রহ করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার হতে পারে।তাছাড়া ডাউনলোডের ঝামেলাও রয়েছে।
এ সমস্যার সমাধান করাই আজকের পোস্টটির উদ্দেশ্য।

ওয়েবসাইটটির নাম Djlunatique


ওয়েবসাইট এর লিংক এখানে এটি একটি অডিও লাইব্রেরী ওয়েবসাইট।এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ও ভাইরাল অডিওগুলো পেয়ে যাবেন।অডিও গুলোতে কোন ধরনের ঝামেলা নেই। কোন ধরনের লিংক রিডাইরেকশন নেই। সিঙ্গেল ক্লিকেই ডাউনলোডের অপশন আছে।এটির কয়েকটি ডেমো নিচে দিয়ে দিলাম

 

 

এবার আসা যাক ব্যবহার করার টিউটোরিয়াল


আপনারা লিংক এ ক্লিক করে ওয়েবসাইটটি অপেন করে নিবেন এরপর নিচের দিকে ক্লিক করে স্ক্রল করলেই দেখবেন অডিওগুলো শো করছে। পাশেই ডাউনলোডের অপশন।


এছাড়া রয়েছে এটির ক্যাটাগরী সুবিধা। সার্চ বক্সে ক্লিক করলেই নিচের মতো অপশন চলে আসবে সেখানে ক্যাটাগরী সিলেক্ট করে অডিও ব্রাউজ করতে পারেন


তাছাড়া 3 dash আইকনে ক্লিক করে আরো কিছু অপশন আছে।সেখানে trending,top 100 এগুলো দেখতে পারেন। জনপ্রিয় অডিওগুলো সেখানে আছে। আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। নিজেদের মন্তব্য জানাতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন। সবাইকে আবারো ধন্যবাদ
Exit mobile version