bdix web hosting জানার আগে জানা উচিৎ BDIX কি?
bdix এর পূর্ণরূপ হলো Bangladesh Internet Exchange। এই সিস্টেমের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রোভাইডার আমাদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এবং এই সিস্টেমে কানেক্টেড যেকোনো রিসোর্স অন্যান্য রিসোর্স থেকে অনেক দ্রুত স্থানান্তর করা সম্ভব।
BDIX Web Hosting কি?
BDIX সার্ভার ব্যবহার করা হয় যেসকল হোস্টিং এ, সেই সকল হোস্টিং হলো bdix web hosting.
bdix hosting এর সুবিধা কি?
মূলত আপনার সাইট যদি বাংলাদেশে কেন্দ্রীক বা বাংলাদেশ থেকে সিংহভাগ ভিজিটর আসে, তাহলে bdix hosting আপনার সাইটের র্যাংকিং এ সাহায্য করবে। সেই সাথে সাইট লোডিং হবে সুপার ফাস্ট। কোনো প্লাগিন ছাড়াই সাইটের লিডিং স্পীড বেড়ে যাবে। এতে করে আপনার আরনিং অটোমেটিক বেড়ে যাবে।
BDIX Hosting
আজকে আমি আপনাদের একটি bdix web hosting এর সাথে পরিচয় করিয়ে দিব। যেখান থেকে আমি হোস্টিং নিয়েছি এবং ব্যাক্তিগত ভাবে ব্যবহার করছি।
Limda Host আমার কাছে সেরা একটি BDIX server হোস্টিং মনে হচ্ছে।
Best BDIX Web Hosting এর অন্যতম কারন হলো এটির whmcs license রয়েছে, যেখানে সিংহভাগ বাংলাদেশি হোস্টিং কোম্পানির এটা নেই।
চাইলে আপনারাও চেক করতে পারেন। যদিও আমি এখানে স্ক্রিনশট যুক্ত করে দিয়েছি।
এর কারনে এটার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ অনেকাংশেই থাকে না।
আর এজন্য আমিও একটা নিয়ে নিলাম কম খরচে।
চলুন দেখি কিসব সেবা এই সার্ভিস প্রোভাইডার দিচ্ছে আমাদের।
https://www.limda.net/ তাদের সাইটে গেলে চোখে পড়ে যায় তারা ইন্টারন্যাশনাল, BDIX, Turbo, Reseller, Domain সহ সকল সুবিধা দিচ্ছে।
আমি মূলত আমার দরকারে একটি BDIX HOSTING নিব। তাহলে দেখি কিভাবে এটি আপনারা নিতে পারেন।
তাদের BDIX সেকশন থেকে আমি আমার পছন্দমত একটি হোস্টিং সিলেক্ট করে নিলাম।
আমার ডোমেইন ক্রয় করা আছে, তাই ডোমেইনের nameserver পরিবর্তন করে এখানে ব্যবহার করব।
এবার সকল তথ্য দিয়ে আমি চেক আউট করে নিব। আর হ্যা, তাদের পেমেন্ট বিকাশ, রকেট, নগদে হয়ে থাকে। তাই পেমেন্টে কোনো সমস্যা হবার কথা না।
আর আপনারা যেই হোস্টিং নেন সেখানে BDIX50 কুপন ব্যবহার করলে ১ বছরের জন্য ৫০% ছাড় পেয়ে যাচ্ছেন। তাই দাম অনেক কমে যায়।
পেমেন্টের সাথে সাথে মেইলের মাধ্যমে কনফার্ম হয়ে এক্সায় এবং আপনার তথ্য আপিনার মেইলে চলে আসবে।
সিস্টেম এক্টিভ অটোমেশন তাই, মেইলের তথ্য দিয়ে লগিন করে সাথে সাথে আপিন আপনার হোস্টিং এর পূর্ণ কন্ট্রোল পেয়ে যাবেন।
দেখুন cpanel এর ইন্টারফেস। যেহেতু এটা সেয়ার হোস্টিং তাই আপনারা স্ক্রিনে একটি সেয়ারড আইপি দেখতে পাবেন। যা বাংলাদেশ সারভারের আইপি, চাইলে এই আইপিটি আপনি চেক করে নিতে পারেন এটি কি আসলেই BDIX কিনা। আমি চেক করেছি এবং সব ঠিক পেয়েছি।
তাই আপনি আপনার জন্য নতুন হোস্টিং চাইলে এবং সাইটের স্পীড বাড়াত্র চাইলে Limda Host হতে পারে আপনার জন্য আদর্শ হোস্টিং।
হোস্টিং এনরোল করতে এখান থেকে আমার এফিলিয়েট লিংক ব্যবহার করলে আমিও উপকৃত হব। সেই সাথে আপনিও চাইলে আপনাদের এফিলিয়েট করতে পারেন।
হোস্টিং লিংক ঃ Buy Limda BDIX Hosting
Shared IPv4 : 103.163.246.66
cPanel Verification Link : https://verify.cpanel.net/app/verify?ip=103.163.246.66
Thank you so much for your concern.
The IP you have checked is just a shared IP from our server. We are using multiple IPs and the main IP of the primary server where the cPanel license was issued is not the IP you have mentioned.
Let me give you an example,
Let’s say you have bought shared hosting from us and you have a requirement for a dedicated IP. If we assign you the IP then you will see that assigned IP in your cPanel. Not the primary one anymore.
Now let’s come to the point. why limda uses many IPs and what’s the process?
You know one of the most important things is to protect the servers from hackers.
DDOS is one of the highly used methods that are usually being used by hackers mostly to inturrupt the running services of any server.
Since Bangladesh does not have the traffic scrubbing features widely, we only have IP null route feature enabled in our network. By which if a DDoS attack happened, the affected IP gets a null route for some temporary time.
What we do is we use a single IP for every 10 sites. Which help us to provide uninterrupted services among our client base. If a DDoS attack happened, only that 10 web site assigned to that specific IPs get affected. All the other user do not face any interruption.
Why I’m saying all this is that our primary network is completely isolated and the IP you have mentioned is one of our shared IPs. You can ask the author if his IP is the same as you mentioned.
Hopefully, i was able to clear the confusion and you will understand this.
Thank you so much. <3
Team Limda Host.
আমি একটা ব্যাক্তিগত রিকুয়েষ্ট করবো। তবে সবার জন্য ভালই হবে আমি মনে করি।
প্রসঙ্গঃ
★ বাংলাদেশের সবচেয়ে দামী হোস্টিং এবং সর্বোচ্চ লোডিং নেওয়ার ক্ষমতা কেমন?
★ রেজাল্টের সময় সার্ভার ডাউন হওয়ার কারন কি। সরকারি সাইটে কি খরচ কম করে?
★ উক্ত সমস্যা থেকে মুক্তি পেতে কি করনীয়
★ গুগলে কি ধরনের হস্টিং দেওয়া হয়েছে এবং তার খরচ কেমন।
এগুলো শুধু আমার প্রশ্ন না। প্রতিটা স্টুডেন্ট এর মনে এমন চিন্তা আসে যখন রেজাল্টের সময় দেরিতে রেজাল্ট পায়।
ধন্যবাদ।