আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

আজকে যে বিষয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ ! যদি আপনার Email/Gmail সম্পর্কিত কোনো কাজ থাকে বা বেশিরভাগ করেন। যদি আপনি আপনার ই-মেইল অ্যাকাউন্ট কারো কাছে শেয়ার করতে না চান, আর আপনি Temporary ৫ – ১০ মিনিটের জন্য কারো সাথে ই-মেইল এর মাধ্যমে চ্যাট করতে চান, ফাইল আদান-প্রদান করতে চান, ইত্যাদি।

আর আপনি তাকে আপনার আসল ই-মেইল অ্যাকাউন্ট দিতে যদি না চান, আপনি চাচ্ছেন যে ই-মেইলের মাধ্যমে আপনার কাজ শেষ হয়ে গেলে যে ই-মেইলের মাধ্যমে আপনি কথোপকথন বা যোগাযোগ করেছিলেন সেই ই-মেইলে যেন আর আপনার সাথে যোগাযোগ করতে না পারে।

তো এরকম পরিস্থিতিতে 10minutemail.com ওয়েবসাইট আপনাকে সাহায্য করবে।

এই ওয়েবসাইট আপনাকে Temporary ব্যবহারের জন্য Random ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে দেবে যার মাধ্যমে আপনি Email Sent এবং Receive করতে পারবেন ১০ মিনিট পর্যন্ত।

এখানে ১০ মিনিট বলা হলেও আপনি প্রতি ৫-৮ মিনিট পর আবার ১০ মিনিট করে সময় বাড়াতে পারবেন খুব সহজে মাত্র ১ ক্লিক করেই। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ শেষ হ‌ওয়ার পর প্রতিবার একটি করে নতুন ই-মেইল অ্যাকাউন্ট পাবেন। অথবা বলা যায় প্রতি ১০ মিনিট পর একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট পাবেন ব্যবহার করার জন্য।

কিভাবে এই সুবিধা কাজে লাগাবেন ?

প্রথমে আপনি 10minutemail.com ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই আপনি ১০ মিনিটের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। যেটা আপনি ৫-৭ মিনিট পর আবার ১০ মিনিট করে সময় বাড়াতে পারবেন।

এখানে যে ই-মেইল অ্যাকাউন্ট পাবেন সেটা দিয়ে আপনি যে কারো ই-মেইল রিসিভ করতে পারবেন। উদাহরণ হিসেবে এই ই-মেইল অ্যাকাউন্ট কপি করে আমার আসল ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে এই ই-মেইল অ্যাকাউন্ট এ মেসেজ সেন্ট করে দেখাচ্ছি

এখানে আমি আমার পছন্দমত কিছু লিখে সেন্ট করলাম।

ই-মেইল সেন্ট করার পর আবার সেই ওয়েবসাইটে গিয়ে পেজ রিফ্রেশ করুন অথবা কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ই-মেইল পেয়ে যাবেন। ইমেইল পেলে একটু নিচে নামবেন।

এবার পুরো মেসেজ দেখতে হলে মেসেজর ওপর ক্লিক করুন।

দেখুন মেইল চলে এসেছে। ✅

এখন আপনি ইচ্ছা করলে ই-মেইল এর Reply করতে পারবেন এবং Forward করতে পারবেন।

এভাবেই আপনি সাময়িক সময়ের জন্য আসল ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রেখে নকল ই-মেইল দিয়ে সাময়িক কাজ করতে পারবেন।

জরুরি কথা:

যদি ১০ মিনিটের মধ্যে আপনি আপনার কাজ শেষ করে ফেলেন এবং বাড়তি ১০ মিনিট সময় না নেন, তাহলে ১০ মিনিট পর আবার অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট পাবেন। আর যদি বাড়তি ১০, ২০, ৩০ মিনিট ইত্যাদি সময় নেন তাহলে যতখানি সময় নিয়েছেন সেই সময় শেষ হলে আবার নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট পাবেন। এভাবেই প্রতি ১০ মিনিট পর একটি করে নতুন জিমেইল অ্যাকাউন্ট পাবেন।

বোনাস হিসেবে আপনাদের আরেকটা ব্যবহার উপযোগী ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই।

এখন যে ওয়েবসাইটের কথা বলবো তা Interesting এবং Cool যার নাম : giphy.com আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকাল Facebook, Instagram, Twitter, Telegram etc. এসবে বেশিরভাগ সময়েই gif ইমেজ শেয়ার করা হচ্ছে।

এরকম সময়ে আপনিও যদি নিজের তৈরি কোনো gif images শেয়ার করতে চান অথবা আপনি কোনো ইন্টারেস্টিং gif ইমেজ তাহলে এইসব আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন খুব সহজে।

প্রথমে আপনি giphy.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখন আপনার যে gif ইমেজ প্রয়োজন সেটা লিখে সার্চ করবেন, যদি নিজের তৈরি কোনো gif ইমেজ আপলোড করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আর যদি নিজেই gif ইমেজ তৈরি করতে চান তাহলে সেটাও পারবেন Create এ ক্লিক করে। যদি কোনো gif ইমেজ শেয়ার করতে চান তাহলে যে gif image শেয়ার করতে চান সেটায় ক্লিক করে Share GIF বা Copy Link করে শেয়ার করতে পারবেন।

তো এই ছিলো আজকের পোস্টের বিষয়। আশা করছি এই পোস্ট আপনার একটু হলেও কাজে লাগবে।

আরও পড়ুনঃ ইউনিক আইডি ফরম পূরণ করার নিয়ম জেনে নিন — ২০২২

আরও পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ২০২২

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

58 thoughts on "আসল Gmail Account কাউকে না জানিয়ে ইচ্ছা মতো Mail করুন। Temp-Mail + GIF"

  1. MiSiR ALi ✪ Contributor says:
    ২০২২ সালে এসেও এই পোস্ট দেখতে হলো ?
  2. Sohag21 Author Post Creator says:
    ভুল আমার‌ই ভাই। আমার জানা ছিলোনা যে এক‌ই বিষয়ে অন্যরা পোস্ট করলে সমস্যা হয় না আর আমি করলে সমস্যা। এখন যদি এডমিন, মডারেটরদের ভালো না লাগে তাহলে তারা এই পোস্ট রিমুভ করে দিক। ✅
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  3. MD FAYSAL Contributor says:
    গুড পোস্ট তবে এই নিয়ম থেকে Trickbd সকল অথর আরো আপগ্রেড, তারা আরো unique সিস্টেম জানে। ??
    1. Sohag21 Author Post Creator says:
      Hmm
  4. MD FAYSAL Contributor says:
    গুড পোস্ট তবে এই নিয়ম থেকে Trickbd সকল অথর আরো আপগ্রেড, তারা আরো unique সিস্টেম জানে। ??
    1. Sohag21 Author Post Creator says:
      Very good
  5. HQ Shakib Author says:
    এটা ২০২২ সাল । ১৭/১৮ সালেই এগুলো ভেজে খাইছে ট্রিকবিডির মেম্বারস রা । পোষ্ট করার আগে সার্চ দিয়ে দেখবেন এই বিষয়ে আগের কোনো পোস্ট আছে কিনা । পোলাপানের গালিগালাজ না খাইতে চাইলে পোস্ট ড্রাফট করে দিন অথবা এডমিন কে বলে ডিলিট করে দিন ।
  6. HQ Shakib Author says:
    এটা ২০২২ সাল । ১৭/১৮ সালেই এগুলো ভেজে খাইছে ট্রিকবিডির মেম্বারস রা । পোষ্ট করার আগে সার্চ দিয়ে দেখবেন এই বিষয়ে আগের কোনো পোস্ট আছে কিনা । পোলাপানের গা লি গা লা জ না খাইতে চাইলে পোস্ট ড্রাফট করে দিন অথবা এডমিন কে বলে ডিলিট করে দিন ।
    1. Sohag21 Author Post Creator says:
      Thanks for comment ?
  7. jibon roy Author says:
    বিগ ফেন ভাই?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you so much ?
  8. Shakib Tech Author says:
    এটা ২০২২ সাল । ১৭/১৮ সালেই এগুলো ভেজে খাইছে ট্রিকবিডির মেম্বারস রা । পোষ্ট করার আগে সার্চ দিয়ে দেখবেন এই বিষয়ে আগের কোনো পোস্ট আছে কিনা । পোলাপানের গালিগালাজ না খাইতে চাইলে পোস্ট ড্রাফট করে দিন অথবা এডমিন কে বলে ডিলিট করে দিন ।
    1. Sohag21 Author Post Creator says:
      পুরোনো পোস্টের অনেকগুলোই এখন কাজ করে না। নতুন Contributor যারা আছে তাদের হয়তো এই পোস্ট কাজে লাগবে। গালিগালাজ করবেই সেটা জানি, তাই বলে যেটা জানি সেটা কি যারা জানে না তাদের জানাবো না ? গালিগালাজ ইগনোর করবো। কমেন্ট করার জন্য ধন্যবাদ ?
    2. Levi Author says:
      Temprorary মেইল এর জন্য ট্রিক আবার কাজ করে না?আগের থেকে এখন কি এমন নতুন পরিবর্তন এসেছে Temp mail এর???
  9. Bullet Contributor says:
    Ei kaj ta to Proxiedmail dot com diyeo kora jay..
    1. Sohag21 Author Post Creator says:
      ওহ দারুন। আমি জানতাম না। বলার জন্য ধন্যবাদ ?
  10. Nishat Contributor says:
    InstAddr diye er thekew easy, 10 min por por time extend korte hobe na
    1. Sohag21 Author Post Creator says:
      খুবই ভালো। ওয়েবসাইটের পুরো নাম বললে ভালো হতো, যদি একটু বলতেন। কমেন্ট করার জন্য ধন্যবাদ ?
    2. Levi Author says:
      পুরো নাম তো বলেই দিলেন উনি।আর কি চান.?
    3. Nishat Contributor says:
      pura nam tai to bole diyesi.. web + application ase
  11. Uzzal Mahamud Pro Author says:
    ei gmail gula diye ki sob dhorner account khula jabe ki.?
    1. Sohag21 Author Post Creator says:
      অ্যাকাউন্ট তো খুলতে পারবেন, কিন্তু আশা রাখবেন না যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এসব ই-মেইল দিয়ে রিকোভার করবেন। কারণ এগুলো Temporary এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাময়িক কাজের জন্য ব্যবহৃত হয়।
  12. Abtahee Contributor says:
    “gmail” ebong “email” er moddhe difference ki seta age bujhte chesta koren..
    1. Sohag21 Author Post Creator says:
      জ্বী ! অবশ্যই জেনে রাখবো। ধন্যবাদ আপনাকে ?
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ ?
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ?
  13. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    অসাধারণ ?
    1. Sohag21 Author Post Creator says:
      তাহলে এই খুশিতে তুমিও একটা কলা ? খাও
    2. Levi Author says:
      ????????????
    1. Sohag21 Author Post Creator says:
      জ্বী ?
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ ?
    2. abir Author says:
      Wlc
  14. Levi Author says:
    Gmail এর পূর্ণরূপ হচ্ছে – Google Mail । আর Email এর পূর্ণরূপ হচ্ছে – Electronic Mail । Gmail শুধু Google Mail কে বলা হয়।একটা Temprorary মেইল কে Gmail বলে চালিয়ে দিলেন।?
    1. Sohag21 Author Post Creator says:
      জানি ভাই এসব। পোস্টের টাইটেলকে এডস বা স্পন্সর মনে করুন। ?
    2. Levi Author says:
      Woah.?
    3. Sohag21 Author Post Creator says:
      পুরোনো পোস্টের লিঙ্ক/অ্যাপ যেটা দিয়েছিলো সেগুলো যাচাই করে দেখুন। ফোন চার্জে দিয়ে দেখলেন যে ১৩% চার্জ রয়েছে এর মানে তো এটা না যে ৩০ মিনিট পর‌ও ১৩% চার্জ‌ই থাকবে। Funny Man ?
    4. Levi Author says:
      Tempmail যেমন আগেও ছিলো,এখনো আছে।10minute mail আগেও ছিলো,এখনো আছে।কিসের সাথে কিসের তুলনা করে উদাহরণ দেন?? কোথায় সিম জিনিস রিপোস্ট করা,আর কোথায় ফোন চার্জ দেয়ার কথা।??
    5. Sohag21 Author Post Creator says:
      পুরো নাম বললেই হবে ? আর‌ও বিস্তারিত বলা দরকার অথবা পোস্ট করা দরকার। ??
    6. Levi Author says:
      আপনি কলা খান ?
    7. Sohag21 Author Post Creator says:
      মানলাম আপনার কথা। এই পোস্ট করার পর যখন জানতে পারলাম আগেই অনেক পোস্ট রয়েছে তখন আমিও আগের পোস্ট গুলো দেখলাম যার মধ্যে কয়েকটা কাজ করেছে কয়েকটা করেনি। আপনার কারো পোস্ট ভালো না লাগতে পারে, প্রয়োজন হলে সেই পোস্ট এড়িয়ে যাবেন তাই বলে কমেন্ট করে নিজের ইচ্ছে মত কথা শোনানো তো ঠিক না। যাইহোক ভাই আমি নতুন অথর খুব বেশি অভিজ্ঞতা আমার নেই। আমার আসলেই জেনে নেয়া উচিৎ ছিলো যে এই পোস্ট আছে কিনা, পরেরবার থেকে বিষয়টা খেয়াল রাখবো। ক্ষমা করবেন ভাই আমাকে ?
    8. Levi Author says:
      আপনাকে কথা শুনাইনি আমি।আপনি কিসের সাথে কি তুলনা করলেন সেটা দেখেন।??‍♂️
    9. Sohag21 Author Post Creator says:
      ঠিক আছে ভুল বোঝাবুঝি হতেই পারে। বাদ দিন এই বিষয়টা। এরকম এক কথা দুই কথা হতে হতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার‌ও পুরোটা না জেনে কথা বলা ঠিক হয়নি, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ?
  15. MD Musabbir Kabir Ovi Author says:
    ভালো লাগলো,,, পোস্ট টি,,, এগিয়ে যা ছোট??
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you dear mc ?
  16. mdmamunrahman Contributor says:
    Bro old pls update
    Thanks
    1. Sohag21 Author Post Creator says:
      Ok
  17. Shakib Expert Author says:
    Our king ? ?
    By the Way Nice Post
  18. Sohag21 Author Post Creator says:
    Thank you. Accept my fresh banana ???
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you ?

Leave a Reply