আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভাল-ই আছেন
আজকে আলোচনা করবো কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে যেগুলো আপনার অনেক কাজে দিবে।
তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।
প্রথমেই থাকছে ইউটিউব ভিডিও বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করার একটি অসাধারণ একটি ওয়েবসাইট Clipconverter.cc

তারপর দ্বিতীয়তে থাকছে যেকোন সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর এর জন্য যে কোন জিনিস কিভাবে করবেন সে ব্যাপারে জানার জন্য এই ওয়েবসাইট  https://www.wikihow.com/Main-Page

তৃতীয়তে থাকছে অনলাইনে আকা-আকির জন্য একটি অসাধারণ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মনের মতো Drawing করতে পারবেন   https://www.autodraw.com/

চতুর্থতে থাকছে ইন্টারনেট এর স্পীড জানার জন্য অসাধারণ একটি ওয়েবসাইটে বর্তমান সবাই নিজের ইন্টারনেট স্পীড চেক করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করেন।এই ওয়েবসাইট আপনি আপনার নেটওয়ার্ক স্পীড mbbps হিসেবে দেখতে পারবেন।ওয়েবসাইটটি হলো https://fast.com/

সর্বশেষ মজার ওয়েবসাইট থাকছে

https://copychar.cc/

এই ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টর, স্মাইলি ইমুজি কপি করে মেসেজ বা পোস্ট করতে পারবেন

তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন। 

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত ট্রিকবিডির সাথেই থাকুন

আল্লাহ হাফেজ

3 thoughts on "চলুন কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই যেগুলো আপনার কাজকে অনেক সহজ করে দিবে"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    পরিচিত কিছু কিছু
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Hmmm

Leave a Reply