কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে
আমারা যেমন- শর্ট-কাট ভাবে কম সময়ে
অনেক বেশি কাজ করতে পারি
অপরদিকে ঠিক কিবোর্ডের মাধ্যমে
অনেক বড় কাজও সেরে ফেলতে পারি
যেমন – কম্পিউটার Re Start, Shut Down, Turn
Off, ইত্যাদি ইত্যাদি … । আজকে তেমনি
ছোট্ট একটি টিপস আপনাদের সাথে
শেয়ার করছি। সাধারণত আমরা CPU (Central Processor Unit)
এর পাওয়ার বাটন (Power Key) চেপে
দিয়ে কম্পিউটার চালু করি। অনেক সময়
পাওয়ার বাটন নষ্ট হলে কম্পিউটার চালু
করতে সমস্যা হয়। তখন কম্পিউটার
এক্সপার্টকে কল করা ছাড়া কোন উপায়
থাকে না, অথবা Power Switch এর তার
দুটো ডাইরেক্ট করে দিতে হয়, সেটা
করলে CPU এর পাওয়ার বাটন (Power Key)
না চেপে কি-বোর্ডের সাহায্যে
কম্পিউটার চালু করতে পারেন।
কি-বোর্ড দিয়ে PC চালু করতে যা
করতে হবে ?
প্রথমে কম্পিউটার চালু হওয়ার
সময় Del বাটন চেপে BIOS এর
প্রবেশ করুন।
এরপর Power Management Setup
নির্বাচন করুন।
Enter প্রেস করে Power on my
keyboard নির্বাচন করে Enter
চাপুন।
এরপর Password নির্বাচন করে
Enter দিন।
এরপর Enter Password এ কোন
একটি কি পাসওয়ার্ড
হিসাবে দিয়ে সেভ করে
বের হতে হবে। এখন কি-বোর্ড
চেপে কম্পিউটার চালু করা
যাবে।
নোট-
পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর
জন্য প্রযোজ্য হলেও আশা রাখি অন্যান্য
মাদারবোর্ডেও এই পদ্ধতিটি কাজ
করবে। কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ধন্যবাদ।