যা যা করতে হবে-
- Kgb_archiver.exe ডাউনলোড করে ইন্সটল দিয়ে ওপেন করেন (১ এম্বি)
- Compress Files সিলেক্ট করে next এ ক্লিক করেন
- এবার কাঙ্ক্ষিত ফাইল যেখানে রাখবেন সেটা সিলেক্ট করে যেকোনো একটা নাম দেন
- এখন Compression level টা Normal থেকে Maximum করে দেন
- এবার যে ফাইলটা ছোট করবেন সেটা সিলেক্ট করে Next এ ক্লিক করেন
একটু সময় নিয়ে কাজ শেষ হবে।
**কিছু কিছু ফাইল ছোট হয়না, যেমন- iso, কিন্তু অডিও ভিডিও মুভি ছোট হবে। যে কাউকে সেন্ড করতে পারবেন সহজে এইটা করে। কিন্তু এটা মাথায় রাখতে হবে- যাকে ফাইলটা ছোট করে সেন্ড করলেন তারও অবশ্যই উপরের সফটওয়্যারটা থাকা লাগবে আর ফাইলটা আনজিপ করতে হলে অবশ্যই ওই সফটওয়্যার দিয়ে আনজিপ করতে হবে। নাহলে আনজিপ করা ফাইল করাপটেড থাকবে 🙂
3 thoughts on "এবার ১জিবির ফাইল ১০এম্বি করুন পিসি দিয়ে!"