আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ সবাই কেমন আছেন আপনাদের সামনে হাজির হয়েছি সম্পুর্ন ব্যতিক্রমী একটি টিপস নিয়ে। আশা করি আপনি আজকের পোষ্টের দ্বারা আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। যদি আপনি একজন পিসি বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন।

 pc problem solve picture by newpostbd.com

অপারেটিং সিস্টেম লোডিং টাইম

আমাদের সমাধান: সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত । আপনি কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যাবহার করে দেখতে পারেন।

সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম

  1. পিসি বারবার হ্যাং করছে

আমাদের সমাধান: বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট হয় তখন খেয়াল করবেন র‌্যাম স্লটে ঠিকমতো বসানো আছে কিনা। এরপর যদি একাধিক র‌্যাম ব্যবহার করে থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই বাসস্পিডবিশিষ্ট কিনা। সিস্টেম স্ট্যাবিলিটির জন্য একই বাসস্পিডবিশিষ্ট র‌্যাম ব্যবহার করা খুবই জরুরি। এছাড়া ভাইরাসের কারণেও এমনটা হতে পারে।

সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM

  1. কম্পিউটারের কেসিং খুলতে সাহায্য চাই

আমাদের সমাধান: কম্পিউটারের কেসিং খোলার কাজটি খুব সহজ। একটু ভালো করে খেয়াল করলেই আপনি এটি করতে পারবেন। সাধারণত কেসিং-এর পেছনে এটি খোলার ২+২=৪টি স্ক্রু থাকে। কেসিং খোলার আগের পাওয়ার সাপ্লাই অফ করুন। মাদারবোর্ডের পেছন থেকে সব প্লাগ খুলে ফেলুন।
সামনে থেকে কেসিংটাকে দেখলে এর বামপাশের অংশটি খুলতে হয়। এর পেছনে স্ক্রু দুটি খুলতে ভালো চারকোণা স্ক্রু ড্রাইভার লাগবে আপনার। খোলা স্ক্রু সযত্নে রাখুন।
স্ক্রু খোলা হয়ে গেলে কেসিং-এর পাশ থেকে কভারটি আলাদা করে নিন। সাধারণত কভারটি পেছনদিকে কিছুটা স্লাইড করে খুলতে হয়।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

  1. বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চাই

আমাদের সমাধান: আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন।

সমস্যার ধরণ: ইন্টারনেট

  1. গুগল ক্রোমের সমস্যা

আমাদের সমাধান: আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন। ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে।

সমস্যার ধরণ: ইন্টারনেট

  1. সিডি ড্রাইভের সমস্যা

আমাদের সমাধান: যদি সিডি ড্রাইভটি সাটা হয় তাহলে তার পোর্ট পরিবর্তন করে দেখুন। আর সিডি ড্রাইভ বেশি পুরাতন হলে তার হেড পরিস্কার করাটা জরুরি।

সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM

ভালো থাকুন , সুস্থ্য থাকুন এই কামনা করে শেষ করলাম

এই পোষ্টের প্রথম প্রকাশ নিউপোষ্টবিডি.কম

7 thoughts on "পিসির নানাবিধ সমস্যা ও তার সহজ সমাধান(পর্ব-১)।"

  1. Avatar photo jewel03 Contributor says:
    hard disk এ কোনো file delete করলে hard disk খালি হইছে না যা তাই থাকছে hellp me?
    1. Avatar photo Saifulp Contributor Post Creator says:
      Recylebin clean koren
  2. Avatar photo Sabbir Contributor says:
    PC teke (direct vabe)android mobile e file newar kono maddom ace????
    1. Avatar photo Saifulp Contributor Post Creator says:
      cable use koren
  3. Avatar photo Kawsar Ahammad Contributor says:
    USB CABLE DEYE TO FILE TRANSFER HOI.

Leave a Reply