আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য একটা দারুন পোষ্ট নিয়ে হাজির হলাম।
“কিভাবে ভিডিও কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমাবেন?” এটি শুধু মাত্র পিসি ইউজারদের জন্য।
আমরা অনেকেই ইউটিউব এ ভিডিও আপলোড করি কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিও এর সাইজ অনেক বড় হয়ে যায় তাই আপলোড দিতে সমস্যা হয়। ডিজিটাল ক্যামেরা এবং DSLR ক্যামেরা গুলোয় ১মিনিটের একটা ভিডিও ১জিবি হয়ে যায়!
প্রথমেই Format Factory নামের সফটওয়ার টি ডাউনলোড করে ইনস্টল কিরুন। অনেকেই আগে থেকেই Format Factory ইউজ করতেছেন ভিডিও এর সাইজ কমানোর জন্য। কিন্তু দেখা যায় কনভার্ট করলে ভিডিও এর কোয়ালিটি কমে যায় এবং কনভার্ট হতে অনেক সময় লাগে। এই জন্য এই ট্রিকটি ফলো করুন।
এরপর Format Factory ওপেন করে আপনার কাংখিত ভিডিওটি ইনপুট করুন। এরপর Option > Bitrate > Default থাকবে আপনি ইডিট করে এটিকে ২৪০০ করে দিন। আর কিছু ইডিট করার দরকার নেই। এরপর সেভ করে কনভার্ট শুরু করুন। দেখবেন আপনার ভিডিওটি কত দ্রুত কনভার্ট হয় আর এর কোয়ালিটি ঠিক আগের মতোই কিন্তু সাইজ ১,০০০% কমে গেছে।
যদি বিশ্বাস না হয় তাহলে সেম ভিডিও টিকে আপনি আগে যেভাবে কনভার্ট করতেন সেভাবেও একবার করে দেখুন আর দেখুন কত পার্থক্য।
আর যদি কেউ না বুঝেন তাহলে এই ভিডিওটি দেখুন-
এই ভিডিওতে আমি একটি ২.৮৯ জিবির ভিডিওকে ২.৮৯MB তে পরিণত করেছি কোনরকম কোয়ালিটি কমানো ছাড়াই।
ভাল লাগলে “Subscribe” করতে ভুলবেন না।
পোষ্ট করার জন্য ধন্যবাদ