আসসালামু আলাইকুম
আজ আবারো নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হইয়েছি আপনাদের সামনে। আমাদের অনেকেই Google Chrome ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারিনা। তার একটা কারণ হচ্ছে লোকেশন প্রব্লেম। তো আজ আমি দেখাব কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
সাধারণত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রে আমরা নিচের মত Error পেইজ পাই।
তো চলুন শুরু করা যাক।
১) প্রথমে Google Chrome ব্রাউজার এর More Tools থেকে Extension এ যান।
২)এবার সার্চ বক্সে Browsec লিখে সার্চ দিন। এবং Browsec Vpn টি এড করে নিন।
৩) এবার আপনি যে ওয়েব পেইজটা ব্রাউজ করতে সমস্যা বোধ করছিলেন,সেটাতে যান। এবং Browsec অন করে দিন নিচের মতন করে।
৪) এবার যে পেইজটা লোড করতে সমস্যা হচ্ছে সেই পেইজটা রিফ্রেশ দিন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
তাছাড়া এটার মাধ্যমে আইপি চেঞ্জ করে বিভিন্ন ওয়েবসাইট নিশ্চিন্তে ব্রাউজ করতে পারবেন। দেখুন এটা অন থাকা অবস্থায় আমার আইপি এড্রেস কোথায় শো হচ্ছে।
9 thoughts on "যাদের Google Chrome ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে অসুবিধা হইয়,তাদের জন্যে আজকের এই পোষ্ট। এবার যেকোন ওয়েবপেইজ নিশ্চিন্তে ব্রাউজ করতে পারবেন।"