আসসালামু আলাইকুম 

আজ আবারো নতুন একটি পোষ্ট  নিয়ে হাজির হইয়েছি আপনাদের সামনে। আমাদের অনেকেই Google Chrome ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারিনা। তার একটা কারণ হচ্ছে লোকেশন প্রব্লেম। তো আজ আমি দেখাব কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। 

সাধারণত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রে আমরা নিচের মত Error পেইজ পাই। 

তো চলুন শুরু করা যাক। 


১) প্রথমে Google Chrome ব্রাউজার এর More Tools থেকে Extension এ যান। 

২)এবার সার্চ বক্সে Browsec লিখে সার্চ দিন। এবং Browsec Vpn টি এড করে নিন। 

৩) এবার আপনি যে ওয়েব পেইজটা ব্রাউজ করতে সমস্যা বোধ করছিলেন,সেটাতে যান। এবং Browsec অন করে দিন নিচের মতন করে। 

৪) এবার যে পেইজটা লোড করতে সমস্যা হচ্ছে সেই পেইজটা রিফ্রেশ দিন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। 

তাছাড়া এটার মাধ্যমে আইপি চেঞ্জ করে বিভিন্ন ওয়েবসাইট নিশ্চিন্তে ব্রাউজ করতে পারবেন। দেখুন এটা অন থাকা অবস্থায় আমার আইপি এড্রেস কোথায় শো হচ্ছে। 

 

আশা করি আজকের পোষ্টটি আপনারদের কাছে ভালো লেগেছে। পোষ্টটি সম্পর্কে কোনো মতামত জানাতে কমেন্ট করতে ভূলবেন না যেন! পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ!

9 thoughts on "যাদের Google Chrome ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে অসুবিধা হইয়,তাদের জন্যে আজকের এই পোষ্ট। এবার যেকোন ওয়েবপেইজ নিশ্চিন্তে ব্রাউজ করতে পারবেন।"

  1. YASIR-YCS Author says:
    ভাল পোস্ট। তবে টাইটেলের শুরুতে Pc/Android এইসব ছোট করে লিখে দিলে বুজতে সুবিধা হয় কি বিষয়ে পোস্ট করা হয়েছে তা।
  2. Ex Programmer Contributor says:
    কালারগুলো ভালো দেখায়না,!
  3. Ex Programmer Contributor says:
    ভালো পোস্ট!
    1. tanzid211 Author Post Creator says:
      ধন্যবাদ ভাইজান। নতুন টিউনার হলাম।পাশে থাকবেন।আপনার ফেবু আইডির লিংকটা দেন।
  4. rokibbws Contributor says:
    ata calu korle net connection e thakena, no network dekhay
  5. Oliur Rahman Miraz Author says:
    টেক্সট কালারগুলো বাজে লাগছে। তাছাড়া পোস্ট ভালো।

Leave a Reply