Software review: adobe dreamweaver
Adobe dreamweaver হল অ্যাডোবি সিস্টেম এর মালীকনাধীন একটি ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট IDE (Itegrated Development Environment) . ১৯৯৭ সালে ম্যাক্রোমিডিয়া সর্বপ্রথম dreamweaver তৈরি করে এবং ২০০৫ সালে adobe এর স্বত্ত কিনে নেয় ।
বর্তমানে বিপুল সংখ্যক প্রফেশনাল ওয়েব ডিজাইন ও ডেভেলপাররা adobe dreanweaver ব্যবহার করেন । যেহেতু এর জনপ্রিয়তা অনেক তাই অবশ্যই এর একটা কারন আছে । কারনটা হল এর ফিচার এর ব্যপকতা ।
এখানে যারা বেসিক html বা php জানেন তারা হয়ত বুঝেছেন যে ট্যাগ এর সিকুয়েন্স বা ফাংশন গুলোর ফরমেট ঠিক রাখা কতটা জরুরি । এই কজটা আবার অনেকটা বিরক্তিকর । এই কাজের জন্য প্রচুর সময় ব্যয় করতে হয় ।
dreanweaver এর বিশেষত্ব হল এটি কোডিং করার সময় আপনাকে পরবর্তী কোড সম্পর্কে সাজেশন করবে । যেমন আপনি যদি html এ ট্যাগ লিখেন তবে পরে অন্য সব attribute এর চেয়ে জরুরি হল src attribute যুক্ত করা । dreamweaver এ লিখলে <img লেখার পরই আপনাকে src="" সাজেশন করবে ।
যদিও এই ফিচার এখন বেশির ভাগ IDE তে রয়েছে এর পরেও বেশ কিছু ফিচার Web Developer দের বেশি আকৃষ্ট করে । যেমন :
- শর্টকাটে কোড লেখা : ধরে আপনাকে সব কাজের শুরুতে একটি সাধারন কোড করতেই হবে । তো আপনি কি সবসময় লিখে লিখে কাজটি করবেন ? না । ড্রিমওয়েভারে আপনি আপনার ইচ্ছামত কাজটি করে নিয়ে শর্টকাট keyword তৈরি করবেন । পরে শুধু keyword টি লিখে tab চাপলেই আপনার লেখার কাজ হয়ে যাবে । Default ভাবে সবগুলা ট্যাগেরই শর্টকাট করা আছে । যেমন আপনার lorem টেক্সট জেনারেট করতে হবে । এজন্য আপনাকে জাস্ট টাইপ করতে হবে lorem 10 এবং ট্যাব চাপুন । দেখবেন ১০ শব্দের lorem text জেনারেট হয়ে গেছে । 🙂
- লাইভ প্রিভিউ : এই ফিচারের মাধ্যমে আপনি যা যা কোড লিখছেন তার একটি লাইভ view সরাসরি splite screen এ দেখতে পাবেন । অথবা php তে কোড করার সময় আপনি সার্ভার সাইট কোড এর প্রিভিউ দেখতে পারবেন ।
- ভূল ধরা : ড্রিমওয়েভার আপনার কোডের syntext error গুলা সহজেই ধরে দিতে পারবে ।
- Adobe extract : খুবই কাজের একটা ফিচার তাদের জন্য যারা PSD to html এর কাজ করেন । যাদিও ফিচারটা অনলাইন তবুও যাদের ব্রডব্যান্ড আছে তারা এটা উপভোগ করতে পারবে । এখানে আপনার psd ফাইকে adobe analysis করে এর জন্য css কোড করতে আপনাকে সাহায্য করবে ।
- color picker : dreanweaver এ রয়েছে ডিফল্ট কালার পিকার ।
- কোড লাইব্রেরি : এখানে সবসময় ব্যবহার করতে হয় যেমন : html form , javascript ঘড়ি , form validation, বুটস্ট্রাপ , jquery ইত্যাদি কোড গুলো করা আছে ।
- সাপোর্ট : ড্রিমওয়েভারে নিম্নের ভাষা গুলো ব্যবহার করে কোড লিখা যায় :অ্যাকশন স্ক্রিপ্টঅ্যাকটিভ সার্ভার পেইজ (এএসপি)সি#ক্যাসেডিং স্টাইল শিট (সিএসএস)
কোল্ডফিউশন
ইডিএমএল
এক্সটেনসিবল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ(এক্সএইচটিএমএল)
এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এক্সএমএল)
এক্সটেনসিবল স্টাইলশিট ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন (এক্সএসএলটি)
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ(এইচটিএমএল)
জাভা
জাভাস্ক্রিপ্ট
পিএইচপি
ভিজ্যুয়াল বেসিক (ভিবি)
ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট এডিশন (ভিবিস্ক্রিপ্ট)
ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (ডব্লিউএমএল)
- ৮। FTP সাপোর্ট : Dreamweaver কিন্ত ftp সাপোর্ট করে ।
ইন্টারফেস : ড্রিমওয়েভার এর ইন্টারফেস খুবই আকর্ষনীয় । চারটি কালার থিমে আপনি একে দেখতে পাবেন ।
system requirements:
Windows Intel® Core 2 or AMD Athlon® 64 processor; 2 GHz Microsoft Windows 7 with Service Pack 1, Windows 8.1, or Windows 10 2 GB র্যাম (4 GB recommended) ২ জিবি খালি হার্ডডিস্ক স্পেস 1280x1024 display with 16-bit video card macOSMulticore Intel processor with 64-bit support macOS v10.13, macOS v10.12, or OS X v10.11 2 GB of RAM (4 GB recommended)
কিভাবে ডাওনলোড করবেন :
আপনি adobe এর ওয়েবসাইট থেকে এর পেইড ভার্শন টা ডাওনলোড করতে পারেন । অথবা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন ।
টরেন্ট লিংক :http://m.thepiratebay.org/torrent/20573223/Adobe+Dreamweaver+CC+2018+v18.1.0.10155+%2B+Crack+%5BCracksNow%5D
- Utorrent download :https://www.utorrent.com/mobile
16 thoughts on "সফটওয়ার রিভিউ : Adobe dreamweaver and torrent download link"