আশা করি সকলেই ভাল আছেন।

আপনি ইন্টারনেট ব্যবহার করছেন অথচ জানেন না যে আপনার পিসিতে কি পরিমান নেট ব্যয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আপনার অজান্তেই অনেক অ্যাপস অথবা উইন্ডোজ আপডেট নিচ্ছে, আবার অনেক সময় এমন হয় যে ইন্টারনেট প্রোভাইডরকারীরা কি আপনাকে সঠিক পরিমানে স্পীড দিচ্ছে কি না এটাও দেখার বিষয়। তাই সব মিলিয়ে আমি মনে করি প্রত্যেকেই নেট স্পীড দেখার জন্য কিছু অ্যাপ ব্যবহার করা প্রয়োজন,  অনেকে DU Meter ব্যবহার করি DU Meter ভাল একটা সফটওয়্যার, তবে পেইড হওয়ার কারনে আমরা ৩০ দিনের বেশী ব্যবহার করতে পারিনা, আর ব্যবহার করতে হলে আমাদেরকে ক্র্যাক, অথবা এই ধরনের পথ অবলম্বন করতে হয়। যা আমাদের পিসির এর জন্য কিছুটা ক্ষতি (ভাইরাস আক্রান্ত) হতে পারে। আর সব চেয়ে বড় কথা হল আপনার হাতে যদি ফ্রি এরকম অন্য সফটওয়্যার থাকে তা হলে তো এত ঝামেলা না করাই ভাল। যেই সফটওয়্যারের কথা বলছি “Net Speed Monitor” অনেক ভাল মানের একটা সফটওয়্যার চাইলে সারা জীবন ফ্রি ব্যবহার করতে পারবেন।

 

কিভাবে ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন তা ভিডিওতে দেখানো হয়েছে।

ভিডিও লিংক

https://youtu.be/dp1iFD4AgOk

 

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।

2 thoughts on "কম্পিউটার টাস্কবারে ইন্টারনেট স্পীড দেখার সহজ পদ্ধতি কিছু সময় আর জটিলতার সমাধান"

  1. Avatar photo Fahim Contributor says:
    এটা তো Windows 10 64 Bit এ কাজ করতেছেনা । এটা বলে যে এটি 64bit এর জন্য না । এখন কী করব ?
    1. Avatar photo Shoyeb Rabbi Author Post Creator says:
      ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে ইন্সটল করবেন।

Leave a Reply