হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ হাজির হয়েছি একটি ভালো মানের
Screen Recorder Software নিয়ে যার নাম Faststone Screen Capture তো চলুন শুরু করা যাক।

আপনাদের মাঝে অনেকেই আছেন যারা নানা ধরনের কাজ করে থাকেন যেমন ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আর আপনি চান সেখানে নানা ধরনের শিক্ষনীয় টিউটোরিয়াল উপস্থাপন করতে তবে আপনাকে অবশ্যই ভিডিও তৈরী করতে হবে , তাই আপনি চাইলে আপনার পিসির Background এ যা চলছে তা রেকোর্ড করে ভিডিও টিউটোরিয়াল বানাতে পারবেন।

তাই আমি আপনাদের কাজ সহজ করে দেওয়ার জন্য একটি ভালো সফটওয়্যার রিভিউ আপনাদের মাঝে উপস্থাপনা করছি।

Faststone Screen Capture Review:

Faststone Screen Capture সফটওয়্যার টি ডেভেলপ করেছে FastStone Soft.

আপনি সফটওয়্যার টি অফিশিয়াল অথবা নন-অফিশিয়াল যে কোন কাজেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও FastStone Screen Capture এর জন্য ব্যবহার করা হয়েছে কয়েকটি ভাষা।

আর মোটামুটি অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে এই সফটওয়্যার টি।

FastStone Screen Capture ছাড়াও তাদের আরো কিছু Product রয়েছে তবে সব গুলোর ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন রয়েছে , আর আপনারা জেনেই থাকবেন ফ্রি ভার্সনে সব গুলো সুবিধা উপভোগ করা যায়না তাই আমি আপনাদের সাথে ১৯.৯৫$ ডলার মূল্যের প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি ফ্রি ডাউনলোড লিংক পোষ্টের শেষে সংযুক্ত করা দেওয়া হবে।

সফটওয়্যার টি দিয়ে আপনি কয়েক ধরনের কাজ করতে পারবেন যেমন ধরুনঃ

ScreenShort নেওয়া আপনি যে কোন সাইজের কিংবা উইন্ডো নির্বাচন করে Screen Capture করতে পারবেন তাছাড়াও প্রফেশনাল দের মতো ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে পারবেন।
আপনি ভিডিও তে Intro Message যোগ করে দিতে পারবেন আর সব থেকে এর ভালো ফিচার হলো
আপনি এই একই সফটওয়্যার দিয়ে আপনার ভিডিও টি Edit করার সুবিধাও পাবেন।

আর এই সফটওয়্যার নিয়ে এতো বিস্তারিত লিখার দরকার হবেনা কারন এর ফিচার গুলো চালানো খুব সহজ আর ভিডিও কোয়ালিটি ও ভালো আসে এবং সাইজের কথা বললে সেটাও অনেক কম হয় অন্য সফটওয়্যার এর তুলনায়।

এবার যদি মনে করেন সফটয়্যার টি আপনার দরকার তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Download Link

Skip Add এ ক্লিক করলে ডাউনলোড লিংকে নিয়ে যাবে আপনাকে।’

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স

8 thoughts on "পিসি দিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাতে ডাউনলোড করে নিন 19.95$ ডলার মূল্যের FastStone Screen Capture সম্পূর্ণ ফ্রি তে"

  1. Avatar photo Ahmed Afnan Author says:
    trickbd te srt link dewa mana janenna?
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      যাচাই না করে কিছু বলা সেটা ঠিক না এটা জানেন তো স্যার কারন শর্ট লিংক ট্রিকবিডিতে নেই ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।
  2. Avatar photo Sahariaj Author says:
    ধন্যবাদ
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
  3. Masud_Sikder Contributor says:
    আপনি সর্ট লিংক দিয়েছেন ডাওনলোড করতে বিরক্তিকর এডস এর মূখে পড়লাম ।

    আগে একবার রিপোর্ট করেছিলাম ।

    এবার করলাম না ।

    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ❤❤❤

Leave a Reply